নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন কিছু ভাবতে পছন্দ করি। নিজকে আরো জানতে চাই। শিখতে চাই মানুষের মন।

রাসেল রুশো

রাসেল রুশো › বিস্তারিত পোস্টঃ

#বাংলাদেশ_আমার_ও_আমাদের #দেশ_রক্ষার_দায়ও_আমার_ও_আমাদেরই

০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৩৯

বাংলাদেশের সমসাময়িক প্রেক্ষাপট বেশ নাজুকতা তৈরি করে রেখেছে সার্বিক দিক থেকে। মূল্যবোধের অবনমনের এমন নিকৃষ্ট চিত্র কোনো সময়ে এতটা প্রকট হয়ে সামাজিক মাধ্যমগুলোতে আসেনি। প্রতিটি স্তরে কি পরিমাণ অসাম্য ও নৈরাজ্য বিরাজ করছে তার একটা প্রতিরূপক কল্পনা করা যায়। উপর-মহল কিংবা তৃণমূল বলে কোনো অংশের আচরণকে আর আলাদা করা যাচ্ছে না সাধারণ চোখে। এমনকি ব্যক্তি আমি-র ভূমিকা কেমন হবে এই সময়ে তারও কোনো চিত্র আন্দাজ করাটা কঠিন হয়ে পড়েছে। সামাজিক শক্তি বলে যে ধারণাটা লালন করে এসেছি এতদিন আজ সেটা বেশ চুপসে আছে। কারণ? এই কারণটা নিয়ে কেউ সরাসরি মুখ খুলে না। এই মুহূর্তে সামাজিক স্তর/বিভাগের নেতিবাচক বিন্যাস এবং কর্মবিমুখতাকে দেখানো যেতে পারে। এর মূলে যে বিষয়টি জড়িত তা আরো গভীর ও বেদনাদায়ক। নীতিহীন কর্মীকে দিয়ে নীতি তৈরি ও বাস্তবায়নের কাজ সেরে ফেলার মতো অবিমৃশ্যকারীতা দেখানো সাধারণ কোনো ঘটনা নয়; এটাই সবচেয়ে বেশি নেতিবাচকতাকে প্রমোট করে সমাজ ও রাষ্ট্রে। মানুষ নিচের স্তরের দিকে তাকিয়ে তার থেকে শেখাটা স্বভাবজাত মনে করে না; বরং উপরের স্তরের দিকে তাকিয়ে থেকেই শিখে। উপরের স্তরে আদর্শিক চরিত্র বজায় রাখতে না পারায় নিচের স্তরে এর ইফেক্ট পড়ছে। সময় এখনো সীমা অতিক্রমের ধারে-কাছে আছে; এখনই লাগাম টেনে ধরতে হবে।
সামাজিক শক্তির জাগরণ আশা করছি। পরিবেশ রুচিশীল. নিরাপদ, মানবিক ও সহযোগিতামূলক হোক।
#বাংলাদেশ_আমার_ও_আমাদের
#দেশ_রক্ষার_দায়ও_আমার_ও_আমাদেরই

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৫৪

রাজীব নুর বলেছেন: প্রত্যেক ওয়ার্ডে আওয়ামী লীগ/ ছাত্র লীগ এর কার্যালয়ের পাশে পতিতালয় এবং প্রত্যেক কউমি মাদ্রাসার পাশে গেলমান সমৃদ্ধ পতিতালয় হওয়া দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.