নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন কিছু ভাবতে পছন্দ করি। নিজকে আরো জানতে চাই। শিখতে চাই মানুষের মন।

রাসেল রুশো

রাসেল রুশো › বিস্তারিত পোস্টঃ

যেরত

১৫ ই এপ্রিল, ২০২৪ রাত ১০:০৬

এবারও তো হবে ইদ তোমাদের ছাড়া
অথচ আমার কানে বাজছে না নসিহত
কীভাবে কোন পথে গেলে নমাজ হবে পরিপাটি
কোন পায়ে বের হলে ফেরেশতা করবে সালাম
আমার নামতার খাতায় লিখে রেখেছি পুরোনো তালিম
দেখে দেখে পবিত্র দোয়া মুখে ফুটিয়ে দিল করি সাফ
অথচ কোমল কোনো কণ্ঠে ভাসে না 'হেফজ করে নে'।

এবারও জুমা-তুল-বিদা যায়, কী অচেতন মন
জোর গলায় চেঁচিয়ে কেউ দিচ্ছে না ডাক
কবর পাড়ে 'যেরত' করে আয় 'তোর দাদা' ঘুমায়
কেউ বলে দেয় না পশ্চিমমুখী হাত তুলে দাঁড়ানোর নন্দন।
এখন দেখি আরো দুটি মাছের পিঠের মতো সুন্দর বাসর
কোথাকার কোন সূর্যবান বিবি, কোথাকার আফিয়া খাতুন
সেই কতকাল আগে, বিস্মৃত হই, আড়ষ্ট জিহ্বা ধরে না নাম।

ও সাত আসমানের মালিক, পরওয়ার দেগার,
মাফ করো রূপবান বিবির একমাত্র মেয়ে
বেলি ফুলের মতো সাদা ভাতে যার ছিল লোভ
হাঁড়ির উপচে পড়া বাষ্প দেখা যার ছিল সাধ
মাছরাঙা ঠোঁটে যে চাইতো পুঁটি মাছের ঝোল
সাধের জীবনে যে পায়নি পরিমিত লবণগন্ধস্মৃতি
মাফ করো মাফ করো তার পাপের বহর।
ও গাফুরুর রহিম, মহান বিশ্ব বিধাতা,
মাফ করো মাফ করো এই আফিয়া খাতুন
যে রাধাচূড়া নদী একাকিত্বে কাতরায় আজ
তারও ছিল তিন ভাই, সে আদরের বোন
ভাঙনের দিনের বেদনার দিন যে করেছে পার
মৃত্তিকার নরম শরীরে যারা জপেছে তোমার শান
দান করো দান করো আল্লাহ বেহেশত ফেরদৌস।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৫১

মহাজাগতিক চিন্তা বলেছেন: পুঁটি মাছের ঝোল দিয়ে গরম ভাত মন্দ নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.