![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকারের উচিৎ আর বেশি বেশি পাবলিক ইউনিভার্সিটি বাড়ানো। প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ৭-১২ লাখ টাকা খরচ করে পড়াশুনা করবে, কিন্তু ৭.৫ % ভ্যাট প্রত্যাহার এর দাবিতে "NO VAT ON EDUCATION" এর মত অযৌক্তিক আন্দোলন করবে এটা মানা যায় না। তাদের আন্দোলন করা উচিৎ টিউশন ফি কমানোর জন্য, এতে তাদের সব ঠিক থাকবে। বাংলাদেশ এ পড়ালেখার মান এত আধুনিক পর্যায়ে যায়নাই যে ৭-১২ লাখ টাকা খরচ করে বাবা মায়ের পকেট কাটতে হবে। জাস্ট আমাদের মধ্যবিত্ত সন্তান ও বাবা-মাদের জিম্মি করে এই চক্র তাদের ভাষায় অলাভজনক প্রতিষ্ঠান চালাচ্ছে। বাংলাদেশে যে মানের শিক্ষা চলে তার টিউশন ফি করা উচিৎ ১.৫- ৩ লাখ টাকার মধ্যে।
ছাত্রদের এখুনি আন্দোলন করা উচিৎ "NO FEES ON EDUCATION" .
©somewhere in net ltd.