![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতি প্রগতিশীলদের ফেসবুকে আনাগোনা বাড়ছে। ফেসবুক অনেকটা গরুময়। কয়েকটি লক্ষণ দেখলেই বুঝা যাবে কারা প্রগতিশীল। জেনে নেই লক্ষণগুলো—
১. শেষ পর্যন্ত কিনেই ফেললাম। (গরুর ছবি থাকবে)
২. আলহামদুলিল্লাহ্ মাত্র কিনলাম। আল্লাহ কুরবানি কবুল করুক।(ফেসবুক এ ছবি দিলে কিভাবে কুরবানি কবুল হয় জানা নাই)
৩. অতি উৎসাহীরাতো গরুর দামসহ ছবি দিবে। (১ম টা ২ লাখ, পাশের টা ১ লাখ ৮০, আর একদম শেষের টা বোনের যেটা ৯০ হাজার। কাল আরও ভালো ছবি দিব )
৪. কেউ গরুর সাথে ছবি দিয়ে বলবে হাম্বা মোবারক।
৫. আমাদের এ বছরের কোরবানের গরু।
আরও অনেক লক্ষণ আছে যা দেখে আমরা বুঝবো কারা খাঁটি প্রগতিশীল।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: পরিচয় পাওয়া মাত্র ফ্রেন্ড লিষ্ট থেকে রুমুভ করুন- তথাকথীত প্রগতিশীল না হতে চাইলে কোরবানীর মাসে এইটুকু কোরবানীতো করা যেতেই পারে
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৯
বিজন রয় বলেছেন: প্রগতি + শীল=প্রগতিশীল।
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪১
রায়হানুল এফ রাজ বলেছেন: আরেকটা আছেঃ
ঐ গরু, কত???
৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: টাকা থাকলে অনেক সময় নিজের ঢোল নিজেকেই পেটাতে হয়। নইলে অন্য লোক শুনবে না।
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩০
ইরিবাসের রাত বলেছেন: মজা পেলাম ভ্রাতা