নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি বলি ,কি লিখি, আমি জানি আর তিনি !!!

রাসেদুল রিও

আমি কে?

রাসেদুল রিও › বিস্তারিত পোস্টঃ

"দেবদাস" এবং কিছু কথা...

১৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

স্যার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর অন্যতম সৃষ্টি ছিল দেবদাস।
"প্রেমিক", আমাদের ভাষায় ছ্যাক খাওয়া
:p

বলা হয়ে থাকে, শরৎ'দার লেখায় তার বাস্তবিক জীবনের অনেক বড় ভুমিকা আছে।
(মনে হয় দাদা একটু লুল চরিত্রের ছিল)

বাই দ্যা ওয়ে, এইটা ফ্যাক্ট না।
দাদা অনেক বড় মাপের এক্টর ছিলেন,
এইটাও ফ্যাক্ট না (কারন এইটা সবাই জানি)।
;)

দেবদাস নামটা শুনলে সর্বপ্রথম ছ্যাক খাওয়া বন্ধু কিংবা শাহরুক খানের চেহারা প্রথমে ভাসিয়া ওঠে,
ভাই এইটাও ফ্যাক্ট না
:D
আসলে ফ্যাক্ট হইলো, "পারো" (কেও আবার পারু নামে সম্বোধন করে)
^_^

দেবদাস কে হাইলাইট করার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ববহন করে এই "পারো" চরিত্র।
কিন্তু দূঃখজনক হইলেও সত্য এই "পারো" কে আমরা কেও হাইলাইট করতে চাই না
:(
প্লিজ, ডোন্ট মাইন্ড
:D
এইটাও ফ্যাক্ট ছিল না
:D

দ্যা অরিজিনাল & রিয়েল ফ্যাক্ট ইজ,
আমরা প্রেমিক রা খুশি মনে দেবদাস হইতে চাই,
কিন্তু প্রেমিকারা কেন, "পারো" হইতে চায় না
o.O
আরে ব্যাটা, ২০ বছর বয়সে ৫০ বছরের বুইড়ারে বিয়া করার চেয়ে ২১ বছর বয়সে মইরা যাওয়া বেটার।
এট লিষ্ট সিনেমা তো হিট হইবো
:p

( বিঃদ্রঃ চন্দ্রমুখী মিসং
:'(
)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫৯

অগ্নিবীণা! বলেছেন: আজ্ঞে, আমিতো টাস্কি খাই গেলাম!

১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৪১

রাসেদুল রিও বলেছেন: বেশি বেশি কইরা টাস্কি খান, "ভ্যাট" এর উপর চাপ কমান ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.