![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরু আমার বলিয়া গিয়াছে,
"মানুষতত্ত্ব যার সত্য হয় মনে
সে কি অন্য তত্ত্ব মানে?"
মনুষ্যত্ব,
সে এক আজব সোনার পাখি,
আমি তাহার পিছে পিছে ঘুরি।
কয়না কথা, দেয়না দেখা,
মনে তাহার অনেক ব্যাথা।
আমি তাহার পথে খোঁজে
বসিয়া থাকি পথের মাঝে।
সে আসিলে রাখিবো বেধে,
মন পাখি বলে কেদে।
গুরু আমার ঘর ছাড়িয়াছে,
পাখি তাহার মরিয়া গিয়াছে।
নতুন পাখির খোজ নিয়াছে,
জাত তারে ছাড়িয়া দিয়াছে।
"জগৎ বেড়ে জাতের কথা
লোকে গৌরব করে যথাতথা।
লালন সেই জাতে ফাতা
বিকিয়েছে সাতবাজারে//"
→ফকির লালন শাহ
গুরু আমার করিয়া গিয়াছে সাধন
কিন্তু করিতে পারে না মোদের শোধন
কি বুঝাইছে আর কি বুঝিয়াছি
গাঁজার পাতায় মন সোঁপিয়াছি
সুরের সাধন, স্বরের সাধন
ভালবাসার মায়ার বাধন
Rashadul Rio
©somewhere in net ltd.