![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত বারোটা। সরি বারোটা পাঁচ।
মধ্যরাত কিংবা একটি নতুন দিনের শুরু।
খোলা আকাশের নিচে একা একা শুয়ে আছি
আর আকাশ দেখার ব্যার্থ চেষ্টা করছি।
রাতের নিশ্চুপ প্রকৃতি আর আমি একা।
সম্ভবত আমি একাই...
তারা গোনার চেষ্টা করছি।
টোটাল ১২৭টা গুলনাম।
এর বেশি গুনতে পারলাম না।
তারা গোনা অনেক কঠিন কাজ।
কঠিন কাজ করার মাঝে এক ধরনের নেশা কাজ করে।
যতখন না কাজ টা শেষ করা যায়, ততখন কাজটি চালিয়ে যাওয়ার জন্য কে জানি শুধু শুধু তাগিদ দেয়...
এখন বারোটা সাতাশ।
পৃথিবীটা এত সুন্দর কেন?
রাতের এই খোলা আকাশের মাঝে কি আছে?
তাকিয়ে থাকলে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয়।
শুধুই তাকিয়ে থাকতে ইচ্ছে হয়।
আরও ইচ্ছে হয়....
ইচ্ছে হয় যদি এর মাঝে হারিয়ে যেতে পারতাম...
পৃথিবীটা এত সুন্দর কেন?
বারোটা তেতত্রিশ।
প্রচন্ড ঘুম পাচ্ছে।
কিন্তু ইচ্ছে করছে না।
তাই তাকিয়েই আছি।
দূর আকাশের দিকে।
শুধুই আমি।
একা আমি।
অতঃপর আমি।
আচ্ছা,
পৃথিবীটা এত সুন্দর কেন?
০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩২
রাসেদুল রিও বলেছেন: বিকশিত হই আমি
২| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৪
মেহেদী হাসান তামিম বলেছেন: ভাল লাগল। একটা লাইন চীনের প্রাচীরে রুপ ধারন করেছে। সম্ভবত অগোচরেই।
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২২
রাসেদুল রিও বলেছেন: কোন লাইন?
৩| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৯
নূর-ই-হাফসা বলেছেন: পৃথিবী টা সুন্দর যে তা অনুধাবন করতে পারে সে অনেক ভালো থাকতে পারে ।
০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৩
রাসেদুল রিও বলেছেন: ভালো থাকতে চাই অনেক অনেক.।
৪| ২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:১৫
চিন্তক মাস্টারদা বলেছেন: কবি সাহেব, এখন আর আপনি একা না, ১২৭টা গ্রহ, আর বিশাল আকাশ আপনার সঙ্গী।
০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৩
রাসেদুল রিও বলেছেন: আর যাদের টা গুনতে পারলাম না !
৫| ২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩২
রাসেদুল রিও বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৬| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৪
বাঙালনামা বলেছেন: সুন্দর...
০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩০
রাসেদুল রিও বলেছেন: ধন্যবাদ !
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৯
চন্দ্রনিবাস বলেছেন: সৌন্দর্য্য মাথার ভিতরে ঢুকে বিকশিত হোক।