নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জোনাকির সাথে অভিমান ছিলো তার

পারলৌকিক হ্যাঙ্গারে হ্যাঙ্গ হয়ে আছে ইহকাল / পুনরায় জন্ম নেয়া এখন বিশেষ প্রয়োজন

রাসেল মাহ্‌মুদ

নিজেকে কৃষ্ণ ভেবে কালো করে ফেলেছি মন, তোমার দুশ্চিন্তায় হয়ে পড়েছি সন্দেহ প্রবণ

রাসেল মাহ্‌মুদ › বিস্তারিত পোস্টঃ

সিদ্ধান্ত ইতোমধ্যে নিয়ে ফেলেছে ঘাতকঘর -- আপনি আমিও লিপিবদ্ধ হয়েছি সেই তালিকায়

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

প্রিয় সহযোদ্ধাগণ,



যুদ্ধের মাঠে সহযোদ্ধা প্রাণ হারালে আমরা একটা দীর্ঘশ্বাস ফেলতে পারি। যুদ্ধক্ষেত্র থেকে বাড়ি ফিরে আসি না।



নতুন দশকের এ যুদ্ধে আমাদের বুঝে নিতে হবে -- আমরা কার বিরুদ্ধে দাঁড়িয়েছি। অনুধাবন করে নিতে হবে আসলেই রাজীবকে কে বা কারা হত্যা করতে পারে!



বন্ধুগণ, কী ঘটবে সে সিদ্ধান্ত ইতোমধ্যে নিয়ে ফেলেছে ঘাতকঘর। আপনি আমিও তালিকার উপরে নিচে লিপিবদ্ধ হয়েছি। তাই আসুন নিজেদের সংঘবদ্ধ করি আর তৈরি করি রণকৌশল। শুধু শ্লোগানে শ্লোগানে প্রাণ উৎসর্গ করলেই চলবে না। যুদ্ধের একটি কলা-কৌশল আছে। প্রতিপক্ষ একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ বাহিনী। কামানের বিরুদ্ধে গুলতি নিয়ে দাঁড়ালে চলবে না। আমাদেরও প্রয়োজন কৌশল।



আমাদের হয়তো কোনও নেতা নেই, আমরা সবাই প্রাণের টানে আন্দোলনের কেন্দ্রে উপস্থিত কিন্তু সিদ্ধান্ত আসতে হয় একটি যৌথ আলোচনা থেকে। সিদ্ধান্তের জন্য দুয়ারে দুয়ারে ঘোরা নয় -- বরং অভিজ্ঞদের সঙ্গে পরামর্শ করে রণকৌশল নির্ধারণ করা জরুরী।

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

vagabond_omar বলেছেন: আমাদের কি করণীয় ?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

রাসেল মাহ্‌মুদ বলেছেন: আন্দোলন চালিয়ে যাওয়া। সতর্ক থাকা। বিজয় আমাদেরই হবে।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

পলাতক আসামী বলেছেন: একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর।।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮

অতুল মিত্র বলেছেন:
উগ্র কথা বার্তা পরিহার করুন প্লীজ। এটা সমাধান হলে আমরা খুব সহযেই মিয়ানমার বা তালেবানের সাথে আঁতাত করে একটা গৃহ যুদ্ধ বাদিয়ে ফেলতে পারি। ৭১ এ দেশ যতটুকু না দেশীয় রাজণিতি হয়েছে তাঁর চেয়ে বেশি হয়েছে ভারত আর আমেরিকা সোভিয়েতদের রাজনীতি। এটা বাংলা। বাংলাদেশ। যাই হোক তা এই মাতৃভূমির আলো বাতাস অনুযায়ী হবে। যা জনগন বোঝে না তা চাপিয়ে দেওয়া বিরত্ব হতে পারে না। এটা অহংকার। মনে আছে হিটলারের পতন হয়েছিল ?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০০

রাসেল মাহ্‌মুদ বলেছেন: তাহলে কী যুদ্ধাপরাধীদের ছেড়ে দেয়া উচিৎ?

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪২

কারা বন্দি বলেছেন: যুদ্ধক্ষেত্রে এসেছি মরতে এবং মারতে..................ভয় ডর যদি এতই মনে কাজ করত, বাসায় বসে থালা বাটি মাজতাম।
এই যুদ্ধে হয় জীতে ঘরে ফিরবো নয়ত রাজপথে লাস হবো।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

রাসেল মাহ্‌মুদ বলেছেন: কারা বন্দি : কী হয়ে গেল ভাইডি?

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫

লর্ড কার্জন বলেছেন: ভাইয়া, একটা অফটপিক কথা বলতে চাইছিলাম। আপনার নিম্নের পোস্টে আমি এই ব্যাপারে কমেন্ট করেছিলাম। মানে নেটে আমি শুধু আপনার এই সোর্সটাই পেয়েছি। যদি পারেন তো উত্তর দিলে ভাল হয়।

Click This Link

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

রাসেল মাহ্‌মুদ বলেছেন: লর্ড কার্জন : উত্তর দিতে দেরি হয়ে গেল।

ওটা জুয়েলের একটা গান। ছোটবেলায় শোনা। অ্যালবামের নাম মনে নেই।
গানটা এমন, == দুপুর বেলা নতুন চিঠি, চেনা হাতের লেখা, যত্ন করে পকেটে রাখি পড়বো রাতের বেলা ... মধ্যরাতের চিঠি মধ্যরাতে ...
আইয়ুব বাচ্চুর সুর করা সম্ভবত।

ধন্যবাদ।

৬| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৫

আরজু পনি বলেছেন:

আমরা "ব্লগার" মানেই এখন টার্গেট! :|

৭| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫০

দায়িত্ববান নাগরিক বলেছেন: ব্লগার মানেই জামাত শিবিরের টার্গেট ! একদম সত্য। যুদ্ধে জিততেই হবে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.