নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি

দেওয়ান কামরুল হাসান রথি

আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।

দেওয়ান কামরুল হাসান রথি › বিস্তারিত পোস্টঃ

আমার তেলাপোকা ভাইজান

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

খুবই মন কষ্টে আছি । কয়েক দিন আগে ঘুম থেকে উঠে দেখলাম হাত ব্যাথা করছে ও ফুলে আছে । কাহিনী কি ? আমি তো কালকে রাত্রে ব্যাডমিন্টন বা দিনে ক্রিকেট জাতীয় কোন খেলা খেলিনি বা কালকে কোনো এক্সিডেন্ট ও করিনি তাহলে এমন হওয়ার কারন কি ? ভালো করে খেয়াল করে দেখলাম হাতের মুঠোর উপরের চামড়া কিভাবে যেন ছিলে গেছে । আমি তো অবাক , আমি আবার কার সাথে মারামারি করলাম যে আমার হাত ছিলে গেলো । না মনে পড়ছে না কি হতে পড়ে । পড়ে দীর্ঘ গবেষণার পড়ে আমি আসল রহস্য উম্মোচন করিলাম এবং খুশীতে আবেগে আপ্লুত হয়ে নিজেকে ফেলুদা ভাবা শুরু করলাম । কতো বড় না একটা জটিল কেস আমি সমাধান করে ফেলেছি । আমার এই কেসের আসামি হোলো আমাদের বাসার মাননীয় শ্রদ্ধেয় তেলাপোকা ভাইজানরা ।

আমাদের বাসায় তেলাপোকা ভাইজানদের রাজত্ব একটু বেশী , কারন উনারা আবার আমাদের সাথে বাসা ভাড়ার অর্ধেক টাকা পরিশোধ করে তাই তাদের কে অতি সহজে কিছু বলা যায়না , যতই হোক এক সাথে থাকে আমাদের পরিবারের মতন হয়ে গিয়েছে । তা আমার আবার মাজে মধ্যে যখন মেজাজ গরম হয়ে যায় উনাদের অত্যাচারের কারনে তখন আমি প্রতি মাসে ঔষধ দেওয়ার ব্যবস্থা করি এবং উনারা অনেকে পৃথিবী থেকে বিদায় নেন এবং আমরাও কিছুদিন খুব আনন্দে ও আরামে থাকি ।

কিন্তু ঊনারা অনেক দীর্ঘায়ু ঔষধ দেওয়ার পড় আবারও ফিরে ফিরে আসে , আমাদের সাথে যেন তাদের ভালোবাসার এক অমোঘ টান , আত্মার সম্পর্ক । তাদের কে আমি আবার ভাইজান বলে ডাকি কারন আমি শুনেছি সুন্দরবনে নাকি যারা যায় , তারা বাঘ কে বাঘ বলে না মামু বলে‌ মামু না বললে নাকি অমঙ্গল হয় তাই আমারাও তাদেরকে সন্মানের সহিত ভাইজান ডাকি , কথায় আছে পৃথিবী নাকি ধ্বংস হয়ে গেলে সব পশু প্রাণী মরে গেলেও তেলাপোকা ভাইজানরা নাকি ঠিকই ঠিকে থাকবে । কতো বড় প্রান তাদের যাহা কবজ করিতেও অনেক কষ্ট হয়।

তা ভাই আজকে আমার এই কাহিনী লেখার উদ্দেশ্য হোলো , আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পায়ের আঙ্গুলে কিছুটা জ্বলুনি হচ্ছে , ভালো করে খেয়াল করে দেখলাম নখের পাশ থেকে ভাইজানেরা শুভেচ্ছা স্বরূপ কিছু চামড়া ছিলে নিয়ে গেছে । কি আর করা , যতই হোক আমাদের ভাইজানতো



বিদ্রঃ ভাই আমি একবারেই আনাড়ি আর আমার বানানে অনেক ভুল থাকতে পারে ভুল হলে ক্ষমা করে দিবেন ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪২

জো জো বলেছেন: =p~ =p~ =p~

২| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৯

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: জো জো @ ভাই মামু থেকে সাবধান ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.