![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।
ঘুমহীন রাত ,
বাকরুদ্ধ আমি ,
বিষাক্ত এক সকাল ।
ধুলোহীন ভাঙ্গা রাস্তায় ,
পথহীন আমি ,
হাঁটছি একা ,
উদ্দেশ্যহীন ।
চুলগুলো এলোমেলো ,
শার্টের বোতাম খোলা ,
ঘুরছি আর ঘুরছি ,
পকেট ফাঁকা ,
আজব শহর ,
যান্ত্রিক নগর জীবন ,
সবাই এক রকম ।
লজ্জাহীন,
অর্থহীন,
আস্থাহীন
অসুস্থতা ,
মৌনতা ,
বিষণ্ণতা ,
অপরাধপ্রবনতা।
ভালো সাজার বিশাল চেষ্টা ,
হচ্ছেনা কিছু ,
সব কিছুই মিছে ।
©somewhere in net ltd.