নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি

দেওয়ান কামরুল হাসান রথি

আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।

দেওয়ান কামরুল হাসান রথি › বিস্তারিত পোস্টঃ

ফেইসবুকে আমার কিছু বন্ধু

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৯

ফেইসবুকে আমার কিছু সো কল্ড বন্ধু আছে, অনেক দিন থেকে অ্যাড করা কিন্তু দুঃখজনক হইলেও সত্য অ্যাড করা ছাড়া আজ পর্যন্ত একবার ও আমারে জিজ্ঞাসা করলো না দোস্ত কেমন আছস। কি করস? কই আছস? আয় আজকে দেখা করি, কোন কিছুই না। আসলে ফেইসবুক হইলো বন্ধুদের জন্য না । ফেইসবুক হইলো অ্যাড করার জন্য, কার ফ্রেন্ড লিস্ট কতো বড়।



ফেইসবুক হইলো বর্তমানে শো-অফ করার জায়গা।



কে কত বড় কোম্পানিতে চাকরী করে তার কি অফিসে কি পোস্ট ওইটা দেওয়া ।



কে কোন খান দিয়া পরাশুনা করছে ওই ভার্সিটির নাম শো করা ।



কে নতুন গাড়ি কিনছে ওইটার ছবি দেওয়া ।



অনেকে আবার এক্সিডেন্ট করা গাড়ির ছবিও দেয়।



কে আজকে কোন হোটেলে খাইতে গেলো তার নাম দেওয়া।



কে সিনেমা হলে বা বাসায় বইসা ছবি দেখতাছে ওইটার স্ট্যাটাস দেওয়া ( এই কামটা আমি নিজেও করি, তাই দুঃখিত)।



কে প্রেমে পড়ছে ওইটার স্ট্যাটাস ।



আবার কারো ব্রেক আপ হইছে ওইটার স্ট্যাটাস।



কে আবার সিঙ্গেল হইলো ওইটার স্ট্যাটাস।



কারো আত্মীয় বা নিকটজন মারা গেলো ওইটার স্ট্যাটাস (দুঃখজনক হইলেও সত্যি ওইখানে আবার অনেকে লাইক মারে, আহারে আমার ফেইসবুক)



আমার মনে হয় কেউ ভবিষ্যৎ এ নিজ বৌ এর সাথে গোপনীয় কাজ ও স্ট্যাটাস দিয়া করবো (বেশী এডাল্ট হইয়া গেছে আমি দুঃখিত) ।



আবার ভালো কাজ ও যে ফেইসবুকে হয় তাও কিন্তু সত্য ।



ফেইসবুকে যে আরো কতো কাজ হয় কতো স্ট্যাটাস থাকে হিসাব করা যাইবো না। তাই আপাতত বাদ দিলাম।



আর আমার সো-কল্ড বন্ধুরা ইন্টারমিডিয়েটে আমরা “The Rime of the Ancient Mariner” পড়েছি আশা করি তোমাদের মনে আছে ওইখানে একটা ফেমাস লাইন আছে।



লাইন টা হলো “Water, water, every where, Nor any drop to drink”। এটার আমি নিজ ভাষায় একটা অনুবাদ করছি বন্ধু বন্ধু ফেইসবুকে হাজারো বন্ধু, কিন্তু কথা বলার কোন বন্ধু নেই।



কারন এখন আমরা সবাই ফেইসবুকের বোবা বন্ধু।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৩

বিশ্বাস করি 1971-এ বলেছেন: ফুল্লি এগ্রিড! এর লাইগা আপাতত ফেসবুক অফ দিসি!

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: বিশ্বাস করি 1971-এ , ভাই বিশ্বাস করেন এতো বন্ধু অনেক কে চিনি ,অনেকের সাথে জীবনের অনেক দিন স্কুলে কেটে গেছে । অ্যাড করেছে ঠিকি কিন্তু একবার অন্তত জিজ্ঞাসা কর দোস্ত কেমন আছিস ? কিন্তু সব নিজের কাজের কর্ম জাহির করার জন্য ব্যাস্ত ।

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৫

বিশ্বাস করি 1971-এ বলেছেন: সারাদিন টিভিতে দেখায় পেপারে বলে এইটা নেন ওইটা নেন! আর এই ফেইসবুক বাল একই কাজ করে। খুললে দেখবেন এই শালা এইটা করসে ও এইটা করসে, মনে হয় মানুষের আর কোন কাজ নাই। আশা শালা মানুষও বোকাচোদা! শালা সোশ্যাল নেটওয়াকিং করতে গিয়া খালি নিজের পারসোনাল জিনিসপত্র ওপেন কইরা দেয়। নিজের পারসোনাল কিছু বলতে আর কিছু থাকলো না। আমার চেনা এক লোক প্রতি আধা ঘন্টায় আপডেট দিতো। কতোটা ক্রেজি আর আবুল [মাল মুহিত না] হইলে মানুষ এইটা করে!

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: বিশ্বাস করি 1971-এ ভাই ,
ভাই ছোট একটা উধাহারন দেই আমার এক বন্ধু আছে বাথরুমে গেলেও মনে হয় , ফেইসবুকে স্ট্যাটাস দেয় যে আমি এখন বাথরুমে , ভাই মানুষের পার্সোনাল বলতে কিছু নাই , সব এখন ফেইসবুক কেন্দ্রিক ।
এটারে লাইক দেন , এটারে কমেন্ট দেন , আরো কতো কি ?
আর মা দিবস আসলে , ফেইসবুকে সন্তানদের ভালোবাসা বেড়ে যায় , আমার মনে হয় বাসায় মাকেও জিজ্ঞাসা করেনা মা কেমন আছো । মার জন্য সব ভালোবাসা ফেইসবুকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.