![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।
টিভিতে মোবাইল কোম্পানি গুলার অ্যাড দেখলে মনে হয় কি , আর কয়েকদিন পর মানুষ মুখোমুখি কথা বলা বন্ধ করে দিবে । সবাই তখন মোবাইল ফোনে ফোনে কথা বলবে , মা তার ছেলের সাথে এক রুম থেকে অন্য রুমে কথা বলবে মোবাইলের সাহায্যে , বাসায় খাবার টেবিলে মোবাইল ফোনের মাধ্যমে ছেলে মাকে বলবে , মা তরকারিটা একটু বেশী করে আনোতো ওই পাড় থেকে আবার মা বলবে বাবা তরকারি আর বেশী নাই যা আছে তোর বাবা খাবে ।
বাবা আবার অন্য রুম থেকে ছেলে আর তার বউকে ফোন দিয়ে গ্রপ কনভারসেশন করবে বলবে শোন আজকে আমি বাহিরে খাবো তরকারিটা বরঞ্চ তুমি ওকে দিয়ে দাও ।
স্কুল , কলেজ বা বিশ্ববিদ্যালয় গুলোতে স্যার এর কানে একটা মোবাইল থাকবে আর সব ছাত্র ছাত্রীরা ক্লাসে স্যার এর সাথে গ্রপ কনভারসেশন এ ক্লাস করবে ।
সারা পৃথিবী তখন মোবাইলময় হয়ে যাবে সবাই মোবাইলে কথা বলবে যাদের মোবাইল থাকবেনা তাদের ভিন্ন চোখে দেখা হবে ।
যাদের যত জায়গা , জমি , ফ্লাট আছে তারা সব কিছু বিক্রি করে দিবেন অথবা যারা চাকরী করে তাদের সব বেতন খরচ হয়ে যাবে মোবাইল কোম্পানির পিছনে । কারন কথাতো বলতেই হবে নাহলে দিন রাত চলবে কিভাবে , মানুষ কি কথা ছাড়া থাকতে পারে । শুধু কথা বলার মাধ্যম পরিবর্তন হয়ে যাবে ।
মুখোমুখি নয় কথা হবে মোবাইলে মোবাইলে ।
আর মোবাইল কোম্পানিগুলো বলবেন , যতদুরে থাকুন আমরা আছি আপনাদের পকেট খালি করার সেবা দেওয়ার জন্য ২৪ ঘন্টা ।
আমাদের সাথেই থাকুন ।
২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৬
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভাই, মোঃ আনারুল ইসলাম সত্যি কথা , এখন আমাদের কথা না বললে শান্তি নাই , আমাদের কথা বলতেই হবে । একটা সময় ছিলো আমাদের যখন মোবাইল ছিলোনা তখনো কিন্তু পরিবার বা আমাদের বন্ধুদের সাথে আমাদের যোগাযোগ হতো , এখন একটু বেশী হয়ে থাকে , কিছু হলেই আমরা কল দিয়ে বসি । টেকনোলজির যেমন একটা উপকারিতা আছে সাথে সাথে আবার অপকারিতাও আছে ।
আর একটা উদাহারন দেই , প্রথম প্রথম কিন্তু আমরা ৩০০ টাকা ফ্লেক্সি করতাম ওই সময় ২০ টাকার কোন কার্ড ছিলোনা । তখন দেখা যেত প্রতি মাসে আমাদের একটা কার্ড এ চলে যেত । কিন্তু ২০ টাকা ৫০ টাকা আর ১০০ টাকা করার পর আমরা প্রতিদিন ২০ বা ৫০ ভরি , হিসাব করে দেখেন আগের চেয়ে তাদের ব্যবসা কতো ভালো ।
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫২
মিজভী বাপ্পা বলেছেন: ভালুবাসার টানে, পকেট খালি করে
২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৭
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: মিজভী বাপ্পা ভাই , সত্যি আমাদের কে তারা অনেক ভালোবাসে । যোগাযোগ করুন সবসময় , মানে সবসময় যোগাযোগ থাকতেই হবে , না হলে বিশাল বড় একটা সমস্যা তাদের , আমাদের পকেট ফাঁকা করবে কিভাবে ।
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২২
মোঃ আনারুল ইসলাম বলেছেন: আর মোবাইল কোম্পানিগুলো বলবেন , যতদুরে থাকুন আমরা আছি আপনাদের পকেট খালি করার সেবা দেওয়ার জন্য ২৪ ঘন্টা ।