নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি

দেওয়ান কামরুল হাসান রথি

আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।

দেওয়ান কামরুল হাসান রথি › বিস্তারিত পোস্টঃ

সাবেক Formula 1 রেস ড্রাইভার মাইকেল শুমাখার এর সুস্বাস্থ্য কামনা করি

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৬

আমার Formula 1 সম্পর্কে কোনো ধারনা ছিলো না । একবার শখের বশত দেখতে গিয়ে আমি জার্মান রেস ড্রাইভার মাইকেল শুমাখার এর ফ্যান হয়ে যাই , তারপর নিয়মিত Formula 1 দেখা শুরু করি ।



Formula 1 আর মাইকেল শুমাখার যেনো পয়সার এই পিঠ আর ওই পিঠ । রেকর্ড ৭ বারের চ্যাম্পিয়ন তিনি । ১৯৯১ থেকে টানা ২০০৬ পর্যন্ত খেলে তিনি অবসরে যান এবং পড়ে ২০১০ আবার অবসর থেকে ফিরে আসেন এবং ২০১২ তে আবার অবসরে যান ।



বর্তমানে ফ্রান্সের একটি হাসপাতালে ভর্তি এবং তিনি কোমাতে আছেন এবং তার অবস্থা খুব গুরুতর । জানা যায় তিনি ফ্রান্সের আল্পস পর্বতমালাতে তিনি নিজ পরিবারের সাথে স্কি করতে গিয়ে মস্তিস্কে আঘাতপ্রাপ্ত হোন ।



আমরা এই লিজেন্ড Formula 1 রেসার এর সুস্বাস্থ্য কামনা করি , এবং আমাদের আশা তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাজে ফিরে আসবেন ।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৬

নাহিদ রুদ্রনীল বলেছেন: তার অসুস্থতার খবর আজ শুনলাম। তার দ্রুত সুস্থতা কামনা করি।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: নাহিদ রুদ্রনীল @ আমিও ভাই , আমার দেখা মতে ফর্মুলা ১ এর সেরা ড্রাইভার ছিলো , এক কথায় লিজেন্ড ।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১১

মহিসন খান বলেছেন: Now Sebeastian Vettel is the best one. He will break Schumacher's record. After all Shumi was best in his time. Best wishes to M. Schumacher.

৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৬

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: মহিসন খান @ ভাই মাত্র ৪ টা জিতছে আরো ৩ টা বাকি B-) এখনো অনেক দূর । তবে Sebastian Vettel এর একটা প্লাস পয়েন্ট হলো তার বয়স অনেক কম । আপনার Ayrton Senna এর কথা মনে আছে ৩ বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিলো , ওই সময়ের সেরা ড্রাইভার ছিলো কিন্তু মাত্র ৩৪ বৎসর বয়সে 1994 San Marino Grand Prix এ এক্সিডেন্ট করে মারা গিয়েছেন । রেকর্ড করা যেমন কঠিন ভাঙ্গাও তেমন কঠিন ।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

মহিসন খান বলেছেন: if Fettel continue his performance......he can touch Schumi's record in 5/6 years .....

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

মহিসন খান বলেছেন: but I thought, Alonso can touch Schumi's record.. now it will be tough for him as there are more tough player in the track..

০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৪

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: মহিসন খান @ হতে পারে ভাই । রেকর্ড তো ভাঙ্গা গড়ার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.