![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।
শুকনো ভাবে একটা ঘটনাবহুল বৎসর পাড় হলো আগমন দিলো আরো একটি নতুন বৎসরের । নতুন বৎসর উদযাপনে আগের মতন সেই আনন্দ উৎসব ছিলোনা বন্ধুদের মাজে । প্রাণচঞ্চলতার অভাব ছিলো অনেকের মধ্যে , দিনে দিনে আমরা যতই সামনের দিকে এগুচ্ছি ফিকেহিন হয়ে যাচ্ছে আমাদের নতুন বৎসর উদযাপনের আনন্দ ।
আমাদের সেই তথাগথিত নিয়মের বেড়াজালে প্রতি বৎসর একসাথে রাত্রে আড্ডা দেওয়া আর নির্দিষ্ট সময় পড়ে যে যার বাসায় চলে যাওয়া । এ যেন এক নিয়মের গণ্ডির ভিতর আমরা আটকিয়ে আছি , নেই কোনো বাধ ভাঙ্গার আওয়াজ , সবাই কি জানি এক অজানা আশঙ্কায় ভুগছে । নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ার পর হুড়োহুড়ি পড়ে যায় কে কার আগে চলে যাবে । আমরা আসলেই অনেকটা আত্মকেন্দ্রিক হয়ে গেছি । হয়তো মনে কিছু করার একটা ইচ্ছে থাকে কিন্তু কি এক অদৃশ্য রশির দাড়া সবাই বাঁধা পড়ে আছে । ইচ্ছে আছে আরো কিছুটা সময় থাকার কিন্তু তাও চলে যেতে হয় ।
২০১৪ থেকে ১০ টি বৎসর পিছে ফিরে গেলাম । ঠিক সময়মত বন্ধুরা সব একে একে হাজির কেউ ফেরার নাম করছে না সবার মুখে একটা চাঁপা উল্লাসের ভাব কাজ করছে , করবে না কেনো আজকে যে আমরা সবাই এক সাথে সারা রাত থাকবো । আজ আমরা সেই ধরা বাঁধা নিয়মের মধ্যে নেই সারা রাত্রি ক্লান্তিহীন ভাবে আনন্দ করবো , রাত্রে খিচুড়ি রান্না হবে সারা রাত ২৯ ( কার্ড ) খেলা হবে । ফজর পর্যন্ত কাউকে এক বিন্দুও ক্লান্তিহীন মনে হবে না , একবারে ফজরের পর সবাই আস্তে আস্তে ঘুমুতে যাবে ।
আর ১০ বৎসর পড়ে কেউ থাকা তো দূরের কথা কে আগে যাবে তা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে যায়
হয়তো আমরা আর আগের মতন কিশোর নেই , সবাই মধ্যবয়স্ক লোকে পরিণীত হয়েছি , তাই সবাই একটা পিছুটান অনুভব করি , আমাদের সবারি একটা পিছুটান আছে যাহা অস্বীকার করার উপায় নেই ।
আমার বন্ধুরা কে কি ভাবে আমি জানি না , আমি সব সময় খুব নস্টালাজিয়া তে ভুগি । আমার কাছে অতীত বলতে কোন শব্দ নেই আমার কাছে যাহা আছে সবই বর্তমান আবার অতীত , আমি অতীত বর্তমান কে একসাথে নিয়ে থাকতে খুব ভালবাসি । অনেকটা সেকেলে চিন্তা ভাবনা । তাই আমি আগেও যাই ছিলাম এখনো তাই আছি পরবর্তীতে তা থাকার চেষ্টা করবো ।
অনেক কিছু বলে ফেলালাম , যাহার একটি বর্ণ বানানো নহে , সবটুকু আমার হৃদয়ের অন্তস্তল থেকে বলা । কিছুটা আবেগি বলতে পারেন , সামলানোর চেষ্টা করি কিন্তু হয়ে উঠে না । বরঞ্চ মাজে মধ্যে অতিরিক্ত করে ফেলি ।
যাহোক অনেক কথা বলে ফেললাম , নতুন বৎসর ২০১৪ আপনাদের জন্য শুভ হোক আপনাদের কাঙ্ক্ষিত মনোবাঞ্ছনা যেন পূর্ণ হয় । কোন উপদেশের ধারে বা কোন ভালো কাজ করার কথা বললাম না , আপনার দাড়া আপনা মন নিয়ন্ত্রিত হয়ে থাকে মনকে ভালো পথে পরিচালিত করুণ , আর চেষ্টা করবেন আপনার দাড়া যেন কেহ অপকৃত না হয়ে থাকে ।
আবারো ২০১৪ এর শুভেচ্ছা রইলো ।
©somewhere in net ltd.