![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।
অনেক দিন থেকে এই লেখাটা লিখবো ভাবছিলাম , কিন্তু সময়ের অভাবে হয়ে উঠেনি । আমার আজকের লেখাটা হলো মগবাজার টু মৌচাক এর রাস্তা নিয়ে ।
আমার ব্যক্তিগত অফিস হলো রামপুরাতে , আমার যাতায়তের মাধ্যম হলো ফার্মগেট থেকে বাস বা ম্যাক্সি করে প্রথম মৌচাক নামি পড়ে ওইখান থেকে আবারো বাস বা যে কোন পরিবহনে করে আমার রামপুরাতে অফিসের সামনে নামি । আমি যদি বিকল্প পথ হিসেবে হাতিরঝিল প্রকল্পের মধ্যে দিয়ে যাই তাহলে আমার সময় অনেক কম লাগবে কিন্তু খরচ বেশী এছাড়া এখান দিয়ে এখনো কোনো পাবলিক ট্রান্সপোর্ট চালু হয়নি আবার অনেক সময় রিক্সা চলাচল ও বন্ধ থাকে তাই আমি সবসময় ফার্মগেট থেকে মগবাজার টু মৌচাক রাস্তা ব্যাবহার করে থাকি ।
এবার আসল কথায় আসি , বাস যে সময় সিগন্যাল পার হয়ে মগবাজার এ প্রবেশ করে মৌচাকের দিকে যেতে থাকে প্রথম দিকের রাস্তা এতো খানাখন্দে ভরা ,অনেক সময় বড় বড় বাসগুলো কাত হয়ে যাবার উপক্রম হয় এছাড়া ওই মোড়ের আশেপাশে বৎসরের সব সময় দেখি নর্দমার পানি জমে থাকে । তারপর আবার শুরু হয় আড়ং এর আগে একটা মোড় আছে ওইখানেও রাস্তার একই অবস্থা । তারপর ওয়্যারলেস পার হয়ে একটু সামনে আবার নর্দমার পানিতে একাকার কিছুদূর গেলে মুল রাস্তার উপর আবার আবর্জনা রাখার স্থান ।
ভাই আবর্জনার দুর্গন্ধ তাও রুমাল চাপা দিয়ে সহ্য করা যায় কিন্তু মগবাজারের মোড় অতিক্রম করার সময় মনে হয় গায়ের হাড়গুলো খুলে পড়ে যাচ্ছে । এতই বেহাল অবস্থা এই রাস্তার ।
দেখার কি কেউ নেই ?
©somewhere in net ltd.