নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি

দেওয়ান কামরুল হাসান রথি

আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।

দেওয়ান কামরুল হাসান রথি › বিস্তারিত পোস্টঃ

কুমীর ও বাঁদর

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৬

কুমীর বলছে কিরে বাঁদর , কি করছিস সারাদিন কলা গাছে ?

নিচে একটু নেমে আয় তোর সাথে সুখ দুঃখের অনেক কথা আছে ।

বাঁদর বলে, তোমার সাথে , আমার এমন কিবাই আবার কথা ,

গাছে থাকলে অনেক লাভ, আছে কলার থোকা ।



কুমীর রেগে গিয়ে বলে ওরে হতভাগা আয়না তুই নিচে ,

তোর সাথে আমার সত্যি জরুরী কথা আছে ।



বাঁদর বলে আমিতো আছি গাছে ,

নামতে হবে অনেক দেরী ,

তার চেয়ে তুমি এক কাজ করো,

নিচ থেকে কথা বলো জোরে জোরে ,

আমি ঠিকমত তোমার কথা শুনতে পাবো গাছের উপরে ।



কুমীর এবার সত্যি গেলো রেগে ,

বললো এবার আমি তোকে ঠিকমতো পেলাম না বাগে ,

যদি একবার নামতি নিচে ,

ঘিলে ফেলতাম এক নিমিষে ।



বাঁদর বলে ওরে কুমীর আমি কি এতো বোকা ,

গাছে যখন আছে কলার থোকা ,

নামবো আমি কেন নিচে ,

তারচেয়ে বেশ ভালো আছি আমি এই গাছে ।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৩

গোবর গণেশ বলেছেন: ;)

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: কুমীর বলছে কিরে বাঁদর , কি করছিস সারাদিন কলা গাছে ?
নিচে একটু নেমে আয় তোর সাথে সুখ দুঃখের অনেক কথা আছে ।
বাঁদর বলে, তোমার সাথে , আমার এমন কিবাই আবার কথা ,
গাছে থাকলে অনেক লাভ, আছে কলার থোকা ।

কুমীর রেগে গিয়ে বলে ওরে হতভাগা আয়না তুই নিচে ,
তোর সাথে আমার সত্যি জরুরী কথা আছে ।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৩

মোঃ আনারুল ইসলাম বলেছেন: ;) ;)

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০২

গরম কফি বলেছেন: B-) B-) B-)

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

িসরাজ উদদীন বলেছেন: চমৎকার

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০২

লেখোয়াড় বলেছেন:
ভালো বিষয়।
ভাল লাগল।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ সবাইকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.