![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।
একটি ছোট পোস্ট দিলাম না দিলেও চলতো কারন এই বিষয়টা নিয়ে অনেক বার লেখা লেখি হয়েছে অনেক ব্লগে । কিন্তু চিন্তা করলাম এটা এমন একটা বিষয় যেটা আমার আপনাদের কে আবারো জানানো দরকার , যেনো আপনারা সচেতন হতে পারেন ।
আজকে আমি আর আমার ভাই তার গাড়িতে করে আমাদের বাসার দিকে আসছি ,পথিমধ্যে আমরা একটা নামি সি-এন-জি স্টেশন থেকে গ্যাস নিলাম আমাদের বিল আসলো ২৯১.৩০ টাকা , সাধারন্ত যে কর্মী গাড়িতে গ্যাস ভরে উনি আবার বিলটা লিখে দেয় কাউন্টারে জমা দেওয়ার জন্য , উনি বিল লিখলো ২৯২ টাকা মানে ৭০ পয়সা বেশী । আমি কাউন্টার এ গেলাম ৩০০ টাকা নিয়ে বিল দিতে ,ক্যাশিয়ার আমাকে ৮ টাকার বদলে ফেরত দিলো ৭ টাকা কারন তাদের কাছে ভাংতি ১ টাকা নেই।
তারমানে তারা আমার কাছ থেকে সর্বমোট ১ টাকা ৭০ পয়সা বেশী নিয়ে নিলো , চিন্তা করেন প্রতিদিন যদি সব গাড়িগুলোর সাথে এরকম করে তারা পয়সা বেশী নিয়ে থাকে , তাহলে বৎসর শেষে তাদের কতো লাভ থাকে এবং এরকম ঘটনা প্রতিদিন অহরহ অনেকের সাথে হয়ে থাকে ।
ছোট একটা উদাহারন দিয়ে শেষ করছি ,আমাদের পাড়া বা মহল্লার দোকান গুলোতে কিন্তু এই কালচার শুরু হয়ে গিয়েছে । ১ টাকা ভাংন্তি না থাকলে তারা একটা চকলেট দেয় , ওই চকলেট তার দাম বড়জোর ৩০ কি ৪০ পয়সা ।
সত্যি বলতে হবেরে ভাই আমাদের দেশী ভাইদের মাথায় ঘিলুর পরিমানটা একটু বেশী ।
২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১২
খেয়া ঘাট বলেছেন: :-< :-< :-< :-<
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৬
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন:
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৯
এরপর কি তিনি চুপ থাকতে পারেন? তিনি বলেছেন: পকেটে চকলেট নিয়া ঘোরেন, ১টাকা (কয়েন/নোট) উৎপাদন বন্ধ বহুদিন|
০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০৪
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: এরপর কি তিনি চুপ থাকতে পারেন? তিনি @ জব্বর কইছেন ভাইজান ।
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৫
নাহিদ রুদ্রনীল বলেছেন: ঘটনা সইত্য। ভাংতি নাই, ভাংতি নাই। চকলেট দিয়া কাম চালাই !
০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০৪
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: নাহিদ রুদ্রনীল@ ভালো চকলেট দিলেও কাম আছিলো ভাই ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪২
মোঃ আনারুল ইসলাম বলেছেন: