নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি

দেওয়ান কামরুল হাসান রথি

আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।

দেওয়ান কামরুল হাসান রথি › বিস্তারিত পোস্টঃ

The Ashes এ ইংল্যান্ডের লজ্জাজনক পরাজয়

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৯

অবশেষে সিডনী মাঠে The Ashes এর শেষ খেলাতে অস্ট্রেলিয়ার কাছে ৫ - ০ তে হেরে হোয়াইটওয়াশের স্বাদ নিলো ইংল্যান্ড । সামগ্রিক ভাবে ইংল্যান্ড দল প্রচণ্ড ভাবে হতাশ করেছে ফ্যানদের , ৫ ম্যাচ সিরিজের প্রতিটাতেই তারা বিশাল রকমের পরাজয়ের স্বাদ গ্রহন করেছে ।



পুরো সিরিজে ইংল্যান্ড এর খেলোয়াড়দের পারফর্মেন্স যদি বিচার করি , তাহলে এই সিরিজে তাদের ব্যাটসম্যানদের মধ্যে চরম দৈন্যদশা ফুটে উঠেছে , ওই দিকে টেস্ট শুরু হওয়ার পর ইংল্যান্ডের কিছু ব্যাটসম্যানের সিরিজের মাঝামাঝি দেশে চলে যাওয়া বা রিটায়ার্ড করা এতে আরো মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছিলো টিম ইংল্যান্ড ।



পুরো সিরিজে প্রথম দিকের বেশী রান করে এগিয়ে থাকা ১ থেকে ৬ জন ব্যাটসম্যান হলেন টিম অস্ট্রেলিয়ার । এই সিরিজে সবচেয়ে বেশী রান করেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ারনার তিনি ৫ টেস্ট এ ১০ ইনিংস মিলিয়ে ৫২৩ রান করেছেন , আর ইংল্যান্ডের সিরিজে রানের দিক দিয়ে ৭ নাম্বারে থাকা কেভিন পিটারসেন করেছেন ৫ টেস্ট এ ১০ ইনিংস মিলিয়ে ২৯৪ রান । এই টুর্নামেন্টে কুক , বেল দের মতন হেভিওয়েট ব্যাটসম্যানরা রান খরায় ভুগেছেন ।



আর সিরিজের সবচেয়ে বেশী উইকেট শিকারি হলেন অস্ট্রেলিয়ান তারকা মিশেল জনসন তিনি ৫ টেস্ট এর ১০ ইনিংস এ ৩৭ টি উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতে রান করেছেন ১৬৫ । তিন নাম্বারে থাকা ইংল্যান্ডের বোলার স্টুয়ার্ট ব্রড ৫ টেস্ট এর ৯ ইনিংস এ ২১ টি উইকেট নিয়েছে এবং ব্যাট হাতে রান করেছেন ১৫৫ ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.