![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।
আজকে ডি,পি,এস করার জন্য একটি প্রাইভেট ব্যাংকে গিয়েছিলাম , ব্যাংকটিতে আবার আমার বহু পুরানো একটি অ্যাক্টিভ অ্যাকাউন্ট ছিলো । আমার সব কাজ শেষ হতে হতে প্রায় ঘণ্টা দুই লাগলো । এরি মাঝে কাজের ফাঁকে ফাঁকে লক্ষ্য করে দেখলাম নতুন বৎসর উপলক্ষে অনেকে হাতে করে ক্যালেন্ডার নিয়ে যাচ্ছে , মনে হোলো যারা ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার তাদের কে এই বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে । আমি জিনিষটা মাথায় গেঁথে নিলাম কারন আমারো তো এখানে অ্যাকাউন্ট আছে এবং আমি এ বৎসরে এখনো একটাও ক্যালেন্ডার পাইনি , আমাকেও একটা ক্যালেন্ডার নিতে হবে ।
যাই হোক কাজ আমার কাজ শেষ হওয়ার পরে ব্যাংকের সেকেন্ড অফিসার এর কাছে গিয়ে বললাম ভাই একটা ক্যালেন্ডার দেওয়া যাবে , উনি আমার অ্যাকাউন্ট নাম্বার জানতে চাইলেন এবং চেক করে খুব সুন্দর একটি মিষ্টি হাঁসি দিয়ে বললেন না ভাই । আমি বললাম ক্যান ভাই , অন্য সবাইকে তো দেখলাম ঠিকি দিতেছেন । উনি উত্তর দিলেন ভাই এটা অন্যদের জন্য (মনে হোলো যাদের লেনদেন একটু বেশী ভালো মানে স্পেশাল হতে হবে ) তাদের জন্য এই ব্যাবস্থা ।
কি আর করা ৪ বৎসরের পুরানো অ্যাকাউন্ট , প্রথম প্রথম লেনদেন ভালো ছিলো এখন না হয় একটু খারাপ এর জন্য কি আমি একখানা ক্যালেন্ডার পাওয়ার যোগ্য নই । পরে আর কথা না বাড়িয়ে দুঃখ-ভারাক্রান্ত মনে ফিরিয়া আসিলাম ।
০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: সুমন কর @ না ভাই মন বেশী একটা খারাপ হয় নাই , তবে একটা ক্যালেন্ডার পাইলে লাভ হইতো ।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
রাজীব বলেছেন: কোন ব্যাংক?
০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: রাজীব @ ভাই অতীতে একবার হইলেও এই ব্যাংকের কাজ থেকে কিছুটা হলেও সার্ভিস পেয়েছি , তাই আর বললাম না নামটা ।
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
মোঃ আনারুল ইসলাম বলেছেন: ঠিকানা দিয়েন আমার কোম্পানির ক্যালেন্ডার পাঠাইদিব। ইয়ার্কি নয় সত্যিই।
০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৫
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: মোঃ আনারুল ইসলাম @ ভাই এবার প্রতিজ্ঞা করিলাম কাহারো কাছ থেকে কোন প্রকার ক্যালেন্ডার গ্রহন করিবো না এবং এটাও প্রতিজ্ঞা করিলাম এবার পল্টন থেকে সবচেয়ে দামী ক্যালেন্ডার কিনে আমি আমার রুমে টাঙাবো ।
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৫
মোঃ আনারুল ইসলাম বলেছেন: আপনি কি ঠাট্টা মনে করলেন।
আমি সিরিয়াসলি বলেছি, আমি একটি মেডিসিন কোম্পানীর এম ডি । ১০০০০ ক্যালেন্ডার বানিয়েছি।
০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৭
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: মোঃ আনারুল ইসলাম @ ভাই সত্যি আমি ঠাট্টা করছি না , তবে প্রতিজ্ঞা ভাঙবো না । আমি একই পোস্ট আমার ফেইসবুকে দেওয়ার পর আমার অনেক বন্ধু এবং কাজিনরা আমাকে ক্যালেন্ডার দিতে চাইছে আমি বলছি এইবার আমি কিনবো ফ্রী নিবো না ।
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হা হা, আমাকে একটা ফার্মাসি থেকে সেধে সেধে দেয়া হয়েছে। কিন্তু আমার পছন্দ হয়নি
০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৯
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা @ আপনাকে তো সেধে দিছে ভাই , আর আমি চাওয়ার পর আমাকে না করে দিছে ।
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সো স্যাড
আমার ওষুধের প্যাকেটের ভিতর দিয়ে দিয়েছিল।
০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪১
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা @ আপনাকে ঔষধের প্যাকেট এ করে দিয়েছে দেখেন আপনার কতো ভাগ্য । আমি একটা ডি,পি,এস করলাম আমাকে দিলো না , শেষে ডি,পি,এস এর মেইন কাগজটা একটা খামের মধ্যে করে দিয়েছে । যদি ক্যালেন্ডার এর সাইজ ছোটো হতো তাহলে বোধহয় খামের মধ্যে করে দিয়ে দিতো । এর জন্য বোধহয় আমাকে বড় ক্যালেন্ডার দেওয়া হয়নি
৭| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২২
রফিকের সাইট বলেছেন: মনে হয় আমি ব্যাংকটার নাম জানি .....কারন আমি নিজেই সেই ব্যাংকের একজন কর্মকর্তা। ভাই মন খারাপ করবেন না...আসলে আমাদের দেশে ভাব না নিলে কোথাও দাম পাওয়া যায় না। আবার সেই ব্যাংক কর্মকর্তার কথাও ভাবতে হবে ...তার চাহিদার তুলনায় যোগান কম.....যাই হোক আপনা ঠিকানা দেবেন ব্যাংকের খরচে আপনার ঠিকানায় একটি ক্যালেন্ডার পৌচ্ছে যাবে ইনশাল্লাহ.....ঠিকানা দেবেন এই মেইল এ্যাডরেসে[email protected]
০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৮
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: রফিকের সাইট@ ভাই এবার আমি কিনবো ফ্রী নিবো না ,এটা প্রতিজ্ঞা করেছিলাম ।
৮| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬
রাজীব বলেছেন: মোঃ আনারুল ইসলাম ভাই, আমার ঠিকানাটা দিবো নাকি?
০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫২
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: রাজীব @ দিয়ে দেন ভাই ।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
সুমন কর বলেছেন: মন খারাপ করিয়েন না, ভাই।