নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি

দেওয়ান কামরুল হাসান রথি

আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।

দেওয়ান কামরুল হাসান রথি › বিস্তারিত পোস্টঃ

আমরা কি শীতার্ত মানুষগুলোর কথা ভুলে গেছি ?

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২১

আজ অফিস থেকে বাসায় ফিরছিলাম সময় হবে তখন রাত ১১ টা , ঠাণ্ডা আর ঘন কুয়াশার কারনে রাস্তা পুরো ফাঁকা । চিন্তা করলাম আজকে কিপ্টামি করবো না বাসা পর্যন্ত একটা রিক্সা ভাড়া নিলাম । গায়ে আমার ভারী একটা জ্যাকেট মাথায় একটা ক্যাপ পড়া একটু ঠাণ্ডা লাগছে তারপরও ঠাণ্ডা কিছুটা হলেও উপভোগ করছি ।



রিক্সাটা কিছুদূর এগুনোর পর দেখলাম একটা মার্কেট এর নিচে কিছু মানুষ শুয়ে আছে , কারো শরীরে পাতলা কিছু পড়া কেউ আবার কেউ রাস্তাতে যে ব্যানার ঝুলানো থাকে ওগুলো শরীরে পেচিয়ে শুয়ে আছে , এভাবে অনেক মানুষ শীতের সময় ঢাকাতে কষ্ট করে । ফুরফুরে মনটা খারাপ হয়ে গেলো মনকে গালি দিলাম কেনো রিক্সা নিলাম । যন্ত্রচালিত যানবহনে উঠলে একটানে বাসায় চলে যেতাম তখন হয়তো এ দৃশ্য দেখার সুযোগ মিলতো না ।



পোস্টটা দেওয়ার উদ্দেশ্য হোলো ভাই আস্তে আস্তে আরো কঠিন শীত পড়বে , আপনাদের যাদের অতিরিক্ত গরম কাপড় আছে বা যাদের কিছু কিনে দেওয়ার সামর্থ্য আছে তারা ঢাকাতে অথবা আপনারা যে যেভাবে পারেন নিজ অঞ্চল গুলোতে শীতার্ত মানুষগুলোর জন্য শীতবস্ত্র বিতরণ করুন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.