নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি

দেওয়ান কামরুল হাসান রথি

আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।

দেওয়ান কামরুল হাসান রথি › বিস্তারিত পোস্টঃ

এক ফোঁটা তেঁতো জল

০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৪

এক ফোঁটা তেঁতো তরলের ,

জন্য আমি আজ বোহেমিয়ান ,

হন্য হয়ে ঘুরছি ,

ঘূর্ণায়মান চাকার মতন ,

ওরে কেউ আমাকে একটি ফোঁটা দে ,

আমি তো পারছিনে

গলাটা শুঁকিয়ে খটখট করছে ,

হৃদয় যেন তপ্ত সাহারা মরুভূমি ,

চতুর পার্শে বালি আর বালি ,

প্রচণ্ড উত্তাপ ,

ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু ,

কাটাওয়ালা ক্যাকটাস ,

ফাক দিয়ে উঁকিঝুঁকি মারছে ,

বিষাক্ত র‍্যাটেল স্নেক,

ছোবল দেওয়ার অপেক্ষায় ।

ওরে একটি ফোঁটা দে ,

আমি যে কথা বলতে পারছি নে ।



আহা কি আবেশ ,

অবশেষে কণ্ঠ বেয়ে ,

ধমনীতে প্রবেশ করলো ,

তরল সোনালি তেঁতো জল ,

অপূর্ব ,

অমৃত ,

আহা কি স্বাদ ।

নতুন করে প্রানের সঞ্চার হলো ,

যেন বিশাল সাগরে ,

জেগে উঠা ,

একখানি দ্বীশ ,

শুয়ে আছি ,

নীল আকাশের নিচে

পাশে স্বর্গীয় সুখের ,

পেয়ালা ।



হঠাৎ করে কোত্থেকে আকাশ কালো মেঘে ভরে উঠলো ,

বিদ্যুৎ চমকাচ্ছে ,

ঝড় আসছে ঝড় ,

আশ্রয়স্থল নেই ,

সমুদ্র উত্তাল ,

ফেনিল ঢেউ গুলো ভয়ংকর সর্পিল রুপে

ধেয়ে আসছে আমার দিকে ,

আমাকে গ্রহন করার জন্য ,

আমি তরলের নেশায় বিভোর ,

অবশেষে , ঢেউগুলো আছরে পড়লো

আমার শরীরে ,

সমুদ্রের নোনা জলে মুখখানা ভরে উঠলো ,

এতো দুর্গন্ধময় জল ,

সচকিত হয়ে উঠলাম ,

ঘোর কেটে গেলো ,

আমি নর্দমার এর উপর শুয়ে আছি ,

চারিপার্শে রাজ্যর ময়লা ,

আমার শরীরের উপর ,

ছড়িয়ে ছিটিয়ে আছে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.