![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।
" গোলমেলে " নামে একটি সুন্দর দেশ ছিলো ওই দেশে সবার ঘরে ঘরে ছিল গোলা ভরা ধান আর গোয়াল ভরা ছিলো গরু। কোনো কিছুর অভাব ছিল না ওই দেশে, মানুষ ও ছিলো দেশের রাজার উপর অনেক খুশী । " গোলমেলে " দেশের রাজা মহাশয়ের নাম ছিল গোল্লা। দেশ এতো স্বয়ংসম্পূর্ণ থাকার পর ও রাজা মহাশয়ের মনে অনেক দুঃখ ছিল । দুঃখ থাকবেই না কেনো কারন এত দিন হয়ে গেল রাজা মহাশয়ের বিয়ে হয়েছে তাও ৫ জন রানির একজনের ও একটাও বাচ্চা হলো না। দেশের মানুষ চুপিসারে রাজাকে বাজা রাজা বলে ডাকে।
তা রাজা মশাই আছে খুব দুশ্চিন্তায় তার এত বড় রাজ্য সামলানোর জন্য কোন উত্তারাধিকার নেই, এটা নিয়ে রাজা মহাশয় এর অনেক অনেক চিন্তা।
কিন্তু রাজা মহাশয়ের এই চিন্তা আর বেশি দিন থাকল না অবশেষে ছোট রানির কোল জুরে এক ফুটফুটে রাজকুমারের জন্ম হলো। রাজা মহাশয় সংবাদখানা শুনিয়া মহা আনন্দে আত্মহারা হইয়া আতুর ঘরে তাহার রাজ্যর একমাত্র উত্তরাধিকার তার ছেলে কে দেখতে গেলেন, গিয়ে দেখিলেন রাজকুমার এর দেহের রং কিছুটা কালো হয়েছে। রাজা মহাশয়ের মন কিঞ্চিৎ খারাপ হয়ে গেল। তারপরও মন কে বুঝ দিলেন যা হবার হয়েছে অবশেষে বংশের উত্তরাধিকার তো পাওয়া গিয়েছে। কালো হয়েছে তো কি হয়েছে।
এদিকে দেশের মানুষ ও রাজপ্রসাদের লোক উদগ্রীব হয়ে অপেক্ষা করছে যে রাজকুমার দেখতে কেমন হয়েছে।
তা প্রথম আতুর ঘর থেকে যখন দাই বের হলো রাজপ্রাসাদের চাকরানী জিজ্ঞাসা করল দাইমা কেমন হয়েছে গো রাজকুমার , দাই বললো সব ঠিক আছে তবেরে দেখতে একটু বেশি কালো হয়েছে।
এদিকে চাকরানী যখন রাজপ্রাসাদের বাহিরে গেল তখন রাজপ্রাসাদের সিপাহী সহ অন্যান্য কর্মচারীরা চাকরানীর কাছে জানতে চাইলো রাজকুমারের কথা । চাকরানী বললো এত কালো হয়েছে ঠিক যেন কাকের গায়ের রঙ পেয়েছে ।
সিপাহী যখন বাসায় গেল তার বউ জিজ্ঞাসা করল কিগো রাজপুত্র দেখতে কেমন হয়েছে, সিপাহী বললো আর বোলোনা রানির পেট থেকে কাক হয়েছে।
অবশেষে পুরো রাজ্যে রাজ্যময় হয়ে গেল যে রানির পেট থেকে শুধু কাক বের হচ্ছে ।
আমার এই গল্পটা অনেক পুরান তারপরও আপনাদের কে বলার উদ্দেশ্য হলো এই গল্পে অনেক মেসেজ আছে ।
কখনও অন্যর কথা বা কোন প্রোপাগান্ডা তে বিশ্বাস করবেন না ।
নিজের চোখে দেখুন যাচাই করুন তারপর আপনার মতামত প্রকাশ করুন । ধন্যবাদ ।
©somewhere in net ltd.