নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি

দেওয়ান কামরুল হাসান রথি

আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।

দেওয়ান কামরুল হাসান রথি › বিস্তারিত পোস্টঃ

হরতালের ফাঁদে

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩০

বাংলার মানুষ পরেছে হরতালের ফাঁদে

তাই দেখে কষ্টে কলিমুদ্দিন কাঁদে ।



আমি বলি , কে তুই কলিমুদ্দিন ? কেন তোর কষ্টের কারন?

কলিমুদ্দদিন বলে ভাই কান্নার তো একটাই কারন,যদি একদিন করিতে পারি না কাজ,

হবেনা রোজগার।

পাঁচজনের সংসারে কিভাবে দিব আহার।



আমি বলি আরে রাখ তোর ঢং, কাজের কি আছে অভাব ?

তোদের গরিবদেরতো একটাই স্বভাব।

শুধু বলিস নাই নাই ।



আহারে তোর কষ্টের যা বলিহারি,

তাই দেখে তো আমি হেসে মরি।



দিব আমি তোকে কাজ, করতে পারলে অনেক টাকা পাবি আজ।

তার আগে বল তুই কি আছিস রাজি,

এই কাজে ধরতে হবে জীবনের বাজী ।



অনেক দিনের অভুক্ত কলিমুদ্দিন হয়ে গেল রাজী।

হরতালের মধ্যে মারতে হবে বোমা।

কাজটা অতি সাধারণ ।

অবশেষে কলিমুদ্দিন পেলো বোমা, মারার জন্য তৈরি,

প্রথমটা মারলো ঠিক জায়গা মতো, দ্বিতীয়টা ফুটলো হাতে,

জ্ঞ্যান ফেরার পর কলিমুদ্দিন আবিস্কার করলো, হাঁসপাতালের খাটে।

একহাত তার উড়ে গেছে বোমার আঘাতে, অন্য হাত হ্যান্ডকাফ বাঁধা

কলিমুদ্দিনের কাছে জীবনটা আজ অর্থহীন এক ধাঁধা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০০

লিখেছেন বলেছেন: গুড পোস্ট

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: লিখেছেন @ ধন্যবাদ ভাই ।

২| ২১ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৫:১৫

স্প্লিকনট অয়ন বলেছেন: ভালো লিখেছেন।

২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩০

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: স্প্লিকনট অয়ন @ ধন্যবাদ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.