নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি

দেওয়ান কামরুল হাসান রথি

আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।

দেওয়ান কামরুল হাসান রথি › বিস্তারিত পোস্টঃ

ইন্টারনেট আসক্তি আর কাহাকে বলে , দেখুন ।

২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৯

বর্তমান বিশ্বে আমাদের অবস্থা এমন অসম্ভব অবস্থায় বা পর্যায়ে দাঁড়িয়েছে আমরা এমন এক পরিস্থিতির মধ্যে যে আমরা এক মুহূর্ত ইন্টারনেট ছাড়া চলতে পারিনা । অফিসে বসে ডেক্সটপ , বাসায় ফেরার পথে আপনার স্মার্ট ফোন আবার সারাদিন শেষে যখন বাসায় এসে কোলে করে ল্যাপটপ নিয়ে বসে পড়া , এ যেন এমন এক ভয়ংকর অবস্থা আপনার কাজ থাকুক আর নাই থাকুক আপনার ইন্টারনেট ব্যাবহার করা চাই । এ এক নেশার চেয়ে খারাপ অবস্থা , আগে মানুষ বলতো তুইতো ড্রাগ অ্যাডিক্টেড সময়য়ের বিবর্তনে শব্ধটাই পরিবর্তন হয়ে গিয়েছে এখন আমরা ইন্টারনেট অ্যাডিক্টেড ।



আমাদের পৃথিবীর গণ্ডিটা এখন ছোট হয়ে ইন্টারনেট এর মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছে । আপনাদের সাথে কিছু ইন্টারনেট অ্যাডিক্টেড কিছু লোকের ছবি শেয়ার করলাম । আশা করি ছবিগুলো আপনাকে আনন্দের খোরাক জোগাবে বলতে পারবেন আরে বাবা আমার চেয়েও দেখি ভয়ংকর অবস্থা এই লোকের ।



(১) ভুলেও কখনো এই মেয়ের কাছ থেকে ল্যাপটপ নিবেন না ।



(২) বছরের সেরা বাবা ।



(৩) অগ্রাধিকার: ইন্টারনেট প্রথম, স্বাস্থ্য দ্বিতীয় ।



(৪) আলস্যই তার শ্রেষ্ঠ সময় ।



(৫) আমি আমার পিসি ছাড়া কোথায় যামুনা ।



(৬) ক্রিয়েটিভ ... কিন্তু না ।



(৭) স্যার আপনার কি কোন সমস্যা আছে ।



(৮) ভাইজানের কি বোর্ড এর উপর শুইয়া কি অবস্থা খানা হইছে দেখেন ।



(৯) ভাই মইরাও শান্তি নাই ।



(১০) ঠিক আছে, আমি পুরোপুরি এই অনুমোদন দিলাম ।



(১১) ৪,৩৯৩,২৯৪ সোডা ক্যালোরি ।



(১২) কি যে অবস্থা পুরা পরিবার , কই যাই ।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৮

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহা, মজার তো।

২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৫

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: অন্যমনস্ক শরৎ @ ভাই ভুলেও প্রথম ছবির মহিলার কাছ থেকে ল্যাপটপ নিবেন না ।

২| ২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০০

জাহিদ ২০১০ বলেছেন: Mairala Mairala Amre kew Mairala

৩| ২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০০

টিভি পাগলা বলেছেন: =p~ =p~ =p~

মডু যখন মজার বলেছে, তবে নিশ্চয় মজারই হবে।

২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৬

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: টিভি পাগলা @ ভাই আপনি টিভি পাগলা আর এরা ইন্টারনেট পাগলা ।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৪

চারশবিশ বলেছেন: চমৎকার, ভাল লাগল

২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: চারশবিশ @ ধন্যবাদ ভাই ।

৫| ২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:

=p~ =p~ =p~

২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: কান্ডারি অথর্ব @ আমারো দিনে দিনে সেম অবস্থা হয়ে যাচ্ছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.