![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।
ইদানিং পেপার পত্রিকা পড়িয়া যাহা জানছি তাতে মনে হইলো আমাদের ক্রিকেট আকাশে শনির প্রভাব পড়িয়াছে । আমি আমার ছোট মাথা দিয়ে হিসেব করে বের করলাম ক্রিকেট খেলা নষ্ট হওয়ার দুটি কারন ।
প্রথমত টি ২০ এবং দ্বিতীয়ত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ । প্রথম যেবার ইংল্যান্ড পরিক্ষামুলক ভাবে টি ২০ চালু করলো , ওই মুহূর্ত থেকে ক্রিকেটের কফিনে প্রথম পেরেক ঢোকানো হয়ে গিয়েছে , তারপর যখন শুরু হল জমকালো আই,পি,এল এবং তার সাথে চকচকে ডলারের খেলা তখন আমার মনে হইলো আর কিছুদিনের মধ্যে ক্রিকেট নামে খেলাটি মৃত্যুবরন করিবে ।
আমি এমন ও কিছু বিদেশী খেলোয়ার দেখেছি যারা এই সব টুর্নামেন্ট খেলার জন্য জাতীয় দল থেকে অবসর নিয়েছে , এবং অনেক খেলোয়ার আছে যারা টেস্ট খেলা ছেড়ে দিয়েছে শুধু এইসব টুর্নামেন্ট খেলার জন্য ।
যাহোক ভাই আমার বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড এর কাছে অনুরোধ থাকবে দয়া করা সঠিক সিধান্ত নিবেন এবং চাপে পরে মাথা নত করবেন না ।
শুভকামনা রইলো আমাদের জাতীয় ক্রিকেট দলের প্রতি ।
২| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:০৮
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আপনি শেয়ার করেন ভাই মাথা কাজ করছে না । ঘুম ঘুম ভাব ।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:০৭
পাঠক১৯৭১ বলেছেন: কারণের সংখ্যা বাড়িয়ে ৪ টা করা যায় না? চেস্টা করুন।