নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি

দেওয়ান কামরুল হাসান রথি

আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।

দেওয়ান কামরুল হাসান রথি › বিস্তারিত পোস্টঃ

সামুর কাছে কিছু প্রত্যাশা ।

২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৮

আমি যখন সামহোয়্যার ব্লগে প্রথম লিখতে বসলাম অনেকদিন আগের ঘটনা প্রায় ৫ বছর হবে বোধহয় , প্রথম প্রথম লেখাটা আমার জন্য এখনকার মতো এতো সহজ ছিলোনা । কারন আমি ওই সময় অভ্র কি বোর্ড এর ব্যাবহার জানতাম না আর ওই সময় অভ্র ছিলো কিনে এটা সম্পর্কেও আমার কোন ধারনা নেই ।



তাই লিখতে হলে সামুর বক্সের নিচে যে কি বোর্ড আছে ওই বোর্ড খানা ব্যাবহার করা লাগতো । আর বাংলা বানানের ভুল হতো অনেক এখনো হয় যেটা । আজকে এই লেখাটার উদ্দেশ্য হল সামুর কাছে আমার কিছু প্রত্যাশা ।



আমার প্রথম যেটা চাওয়া এডমিন কন্ট্রোল প্যানেল নামে একটা প্যানেল থাকা দরকার যেখানে আমরা আমাদের ই-মেইল অ্যাড পরিবর্তন করতে পাড়ি , তারপর সিকিউরিটি কোশ্চেন এর একটা অপশন থাকা দরকার সাথে অল্টারনেটিভ -ই মেইল এর , তবে সবচেয়ে যেটা জরুরী সেটা হল ফোন ভেরফিকেশন অনেকটা জি-মেইল বা অন্যান্য ওয়েব সাইট এর মতন ।



সামু কতৃপক্ষের কাছে বিনীত অনুরোধ এসব অপশন সামুতে অ্যাড করা হবে আশা রাখি । তাহলে সাধারণ ব্যাবহারকারিরা অনেকাংশে সিকিউরিড হবে ।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৭

পাঠক১৯৭১ বলেছেন: আপি কি বর্তমানে ইনসিকিউর্ড?
৫ বছরের খুব একটা কিছু শিখেছেন বলে মনে হচ্ছে না।

২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: পাঠক১৯৭১ আমি ইনসিকিউর্ড না , আমি আমার ব্যাক্তগত ধারনা বা আমার মত প্রকাশ সামুর সাথে শেয়ার করলাম । ৫ বছরে কি শিখলাম বা কি শিখেছি তার বিচার করার দায়িত্ব আমারও নাই , কারন মাজের ৫ বছর আমি ব্লগে আসিনি । আর ভাই আপনি আমার কাছে থেকে কি শিক্ষা চাচ্ছেন একটু বুঝিয়ে বলবেন কি ?

২| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১১

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: পাঠক১৯৭১ আমি সবসময় শিখতে চাওয়াদের দলে এখনো শিখছি সামনেও শিখবো ।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৬

দি সুফি বলেছেন: আপনি যেটা লিখছেন, সেটা পড়ে আমি যেরকম বুঝতে পারছি, তা হইল অনেকটা এ রকমঃ

"কলা হইল খুবই উপকারী ফল। কলা আমার খুবই প্রিয় ফল। কলা খাওয়া খুবই ভাল। কলা খেলে শরীরের যে এত এত উপকার হয় তা আমার জানাই ছিল না। তাই আমাকে বেশি বেশি আপেল (কলা বাদ পইরা গেছে) খেতে দেয়া হউক" :-& :-&


আর ইমেইল আইডি বাদে আর একটারও কোন দরকার পড়েনা।

২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৬

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: দি সুফি @ ভাই কলা কিন্তু সত্যি উপকারী ফল , কি আর করবো পোস্টটা দেওয়া মনে হয় উচিৎ হইনি আপনাদের কমেন্ট দেখে বুজতে পারছি ।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৪

পাঠক১৯৭১ বলেছেন: @দেওয়ান কামরুল হাসান রথি ,



আসলে, আপনার চাওয়াটা একেবারেই নগন্য ও অপ্রয়োজনীয় ছিল; তাই ওভাবে কমেন্ট করেছি।

বাংগালীরা ভোট দিতে চায়; কিন্তু পিন্টু, হাজী সেলিম, জয়নাল হাজারীকে যারা ভোট দিতে চায়, তাদের ইচ্ছা পুরণ করা কি এতই দরকারী?

তেমনি আপনার চাওয়াটা কোন ফল দেবে না।

২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: পাঠক১৯৭১ @ ইটস ওকে ব্রাদার , আমাই এই পোস্টটা বোধহয় আপনাদের ভালো লাগেনি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.