![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।
২০১৪ সালের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন টেনিস এর মহিলা গ্রুপে সিঙ্গেল চ্যাম্পিয়ন হয়েছেন ৪ নম্বর র্যাঙ্কিং এ থাকা চাইনিজ তারকা লি না । ফাইনালে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ২৪ নম্বর র্যাঙ্কিং এ থাকা স্লোভাকিয়ান ডোমিনিকা সিবোল্কভা । প্রথম সেট ছিলো অনেক প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এই সেটে লি না ৭-৬ গেমে এবং দ্বিতীয় সেটে অতি সহজে ৬-০ তে পরাজিত করেন স্লোভাকিয়ান ডোমিনিকা সিবোল্কভাকে । লি না এনিয়ে তৃতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন এর আগে ২০১১ ও ২০১৩ তে তিনি অস্ট্রেলিয়ান ওপেন এর ফাইনাল খেলেছিলেন ।
লি না সর্বপ্রথম এশিয়ান এবং চাইনিজ হিসেবে ১০১১ তে ফ্রেঞ্চ ওপেন জয় করেন , এনিয়ে তিনি দ্বিতীয় বার গ্র্যান্ড স্লাম জিতলেন ।
২| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৩
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: কামাল ভাই আপনার কমেন্ট পেয়েও খুশী হলাম । লি না চ্যাম্পিয়ন হয়েছে এশিয়ান হিসেবে খুশী হয়েছি । তবে আমার প্রিয় তারকা সেরেনা উইলিয়ামস অনেক আগে বাদ পড়েছে ।
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৬
হেডস্যার বলেছেন:
ফিমেল টেনিস ভালুউউ লাগে
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৫
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভাই একবারে আমার মনে কথা কইছেন ।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৩
সাদা মনের মানুষ বলেছেন: জেনে খুশি হলাম