নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি

দেওয়ান কামরুল হাসান রথি

আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।

দেওয়ান কামরুল হাসান রথি › বিস্তারিত পোস্টঃ

যৌতুকের বলি

২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৫



মেয়েটি কালো

গরীব হলেও

কিন্তু দেখতে ভালো ,

আবারো শিক্ষিত ,

সমস্যা একটাই

আসছে না কোনো বিয়ের প্রস্তাব ।

দিনে দিনে ,

মেয়ের বয়স যাচ্ছে বেড়ে ,

পরিবারের সবার উপড় ,

মারাত্মক এক চাপ ,

বিয়ের বয়স তো হয়ে গেলো ,

দিতে হবে যে এবার বিয়ে।



শঙ্খায় ভুগছে ,

পরিবারের সবাই এই নিয়ে ,

সংসারে আছে আরো আবার ,

দুই বেকার বড় ভাই ।



বাবা ছিল তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী ,

আছে প্রভিডেন্ট ফান্ড ,

আবারও আছে পেনশন ,

জিনিস পত্রের যা দাম

তাতেও আবার মাসে মাসে

সংসারে টেনশন ।



বেকার ভাইদের একটাই চিন্তে ,

বোনের যদি হয় বিয়ে ,

তাও আবার ,

বাবার পেনশনের টাকা দিয়ে ।

কি হবে তাদের অনাগত ,

ভবিষ্যৎ এর উপায় ,

এ থেকে বের হউয়া যে ,

অনেক দায় ।



দূরসম্পর্কের এক আত্মীয় ,

নিয়ে এলো বিয়ের প্রস্তাব ।



ছেলেপক্ষ,

তাদের প্রথম প্রশ্ন ?

ঢাকায় কি আছে বাড়ি ।

নাহলেও চলবে তাদের ,

মেয়ের নামে আছে কি ?

ফিক্সড ডিপোজিট ,

নাহলেও চলবে তাদের ,

আরো তাদের কতো প্রশ্ন ?



মেয়েপক্ষ

প্রশ্ন করতে পাচ্ছে ভয় ?

এমনিতে মেয়েটা কালো ,

সমন্ধটা যদি ছুটে যায় ।

তারচেয়ে এই ভালো ,

ছেলেপক্ষ যা চায় ,

তা মেনে নিয়ে ,

বিয়ে দিয়ে দেওয়া ভালো ।

ছেলে পক্ষের ডিমান্ড অনেক ।

ছেলে তাদের ইঞ্জিনিয়ার ,

পরাতে খরচ হয়েছে সব মিলিয়ে ,

অনেক টাকার ।

লাখ দশেক ,

দিলে তাহলে ছেলের সরকারী চাকরী হবে নগদ।



মেয়ের বাবার উপায় নাই ,

এমনিতে মেয়ে কালো

তাও এতো বড় ,

ইঞ্জিনিয়ার ছেলে কপালে জুটেছে ,

বলতে হবে ভাগ্যটাও অনেক ভালো ।



জীবনের যা সঞ্চয়

দিয়ে দিলো সব

তা দেখে দুই বেকার ভাই

হয়ে রইলো নীরব ।



বাড়িতে বিরাজ করছ ,

আনন্দ উৎসব ,

বাজছে সানাই ,

চারিদিকে ,

আনন্দ উল্লাসের রই রই

রান্না হচ্ছে দারুন দারুন

কোর্মা , পোলাও , মাংস আরো কতো কি ,

বরের জন্য হচ্ছে স্পেশাল ,

এক খাসী ।



হঠাৎ করে সানাইয়ের সুর হয়ে গেলো বন্ধ ,

খবর, কনে নাকি দিয়েছে ফাঁসি ।



তার শেষ সুইসাইড নোটে একটি কথা লেখা ছিলো

যৌতুকের বিয়ের চেয়ে আমার মরন ভালো ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.