![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।
অবশেষে The Shawshank Redemption ছবির নায়ক টিম রবিন থুক্কু সোহেল সাহেব ১৬ কোটি টাকা সহ RAB (Rapid Action Battalion ) এর হাতে গ্রেফতার হলেন এবং প্রমান করিলেন তিনি যে ছবি দেখিয়া এই চুরিতে অতি উৎসাহিত হইয়াছিলেন ওইটা ছিলো আসলে শুধুমাত্র ছবি , যাহা মানুষকে বিনোদন দেয় আর এখন যেখানে তিনি প্যাঁদানি খাচ্ছেন এইডা হইলো তার বাস্তব কাহিনী ।
চুরি করবার আগে নাকি সোহেইল্লা খুব মনোযোগের সহিত প্রথমে হিন্দি ছবি ধুম এর ৩ টা পার্ট ১০ বার কইরা দেখছে দেইক্ষা নাকি জুইত করবার পারে নাই , তার ভাষ্যমতে ধুমে নাকি চুরি করবার মতো কোনো মাল মসলা নাই খালি আন্দা গানা বাজনা । পরে অনেক ঘাইটটা গুইট্টা কেমনে জানি The Shawshank Redemption নামে একটা ইংলিশ ছবির সিডি হাতে পাইছে , প্রথম দিন যখন হে খুব মনোযোগ দিয়া ইংলিশ ছবি খানা টাইন্না টাইন্না দেখলো দেইক্ষা ইংলিশের ই বুজলো না , কিন্তু তাতে কি ? ছবিতে যে সিন দেখাইছে টিম রবিন কেমনে জেল দিয়া পলাইছে হেইড্ডা দেইখা সোহেইল্লা নগদে প্লান লইয়া ফালাইছে যে হলিউড এর নায়ক রবিন তো হইবার পারুমনা আমি দেশী নায়ক হাবিব ওরফে সোহেল হমু । যেই ভাবন মামু নগদে তার কাম শুরু কইরা দিছে কিন্তু কপালের ফের কেমনে ঠেকাইবো এডা যে বাস্তব আর বাস্তব যে কতো কঠিন এখন ধরা খাইয়া বুজবার পারছে ।
সবশেষে একটা কথা কই , সোহেইল্লা চুরি কইরা ঠিকি ধরা পরলো মাগার বেডায় এখন হিরো হইয়া গেছে । চুরি করবার পারে নাই তাতে কি হইছে , টিভি , রেডিও সব খানে এখন সোহেইল্লার নাম সোহেইল্লা এখন টক অফ দা টাউন ।
২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৮
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: লিখেছেন ভাই @ সোহেইল্লা বড় গাগু জিনিষ মনে হয় , কতো বড় প্লান দেখেন । আমি শিউর ওরে নিয়া নেক্সট এ ছবি হবে ।
২| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৬
ঢাকাবাসী বলেছেন: যে লোক ইংরেজীর ই জানেনা তার পক্ষে এত বড় ক্রাইম করা সিম্পলি অসম্ভব, চুরিটা করেছে ম্যানেজার ক্যাশিয়ার এসব উপরের লোকেরা আর সোহেলকে বানিয়েছে বলির পাঠা!
২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩০
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ঢাকাবাসী @ ভাই যারা যারা এই আকামের সাথে জড়িত সব বের হয়ে যাবে , র্যাবের মাইর খাক কয়েকদিন সব বলে দিবে ।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৩
লিখেছেন বলেছেন: লোকটাকে দেখতে মন চাচ্ছে। তার academic background কি তাও জানতে মন চাচ্ছে।