নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি

দেওয়ান কামরুল হাসান রথি

আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।

দেওয়ান কামরুল হাসান রথি › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকার

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৮

আমাদের দেশের অনেক ব্যাক্তি আছেন বা আমি নিজেও আমাদের মত প্রকাশের জন্য আমরা যারা ফেসবুক ব্যাবহার করে থাকি । এদের মধ্যে বিশেষ করে যারা লিখেন ভালো বা যাদের লেখার চাহিদা ফেসবুক পাঠকদের বেশী আকর্ষণ করে থাকে তাদের ভক্ত বা বন্ধুর সংখ্যা সাধারনত অন্যান্য সাধারণ ইউজারদের চেয়ে অনেক বেশী হয়ে থাকে ।



তাদের লেখা পড়ার লোভে অনেক ভক্তকুল প্রতিনিয়ত তাদেরকে অ্যাড ফ্রেন্ড করতে চান অথবা অপরিচিত থাকলে ফলোয়ার হয়ে যান ( ফেসবুকে একটা অপশন হল নির্দিষ্ট পরিমান বন্ধুর বেশী হলে আর ফ্রেন্ড করা যায়না ) । অনেক ব্যাক্তি আছেন আবার অপরিচিত ব্যাক্তি অ্যাড করেন না । তাই বেশীরভাগ ইউজার তার প্রিয় ফেসবুক লেখকের ফলোয়ার হয়ে যান ।



যখন ফেসবুকে কোন ব্যাক্তি তার মনের ভাব বা মত প্রকাশ করে তখন তাদের বন্ধুদের অনেকে তাদের সাথে সহমত প্রকাশ করে বা কেউ তার মত প্রকাশ করে কেউবা মতের বিরুদ্ধে যায় এটাই স্বাভাবিক , কারন আপনার ধ্যান ধারনা অন্যর সাথে নাও মিলতে পারে ।



আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য একটা জিনিষ আমার জন্য কিছু ইউজারদের কিছু কাণ্ড খুব পীড়াদায়ক মনে হয় ।



যেমন আজকে আমি একজনের ফলোয়ার হিসেবে যখন তার সাথে সহমত প্রকাশ করতে যাই এবং গিয়ে দেখি আমাদের মতো ফলোয়ার দের জন্য তিনি কমেন্ট অপশন বন্ধ করে রেখেছেন । আমরা শুধু তার লেখা পরবো কিন্তু কোনো কিছু কমেন্ট করতে পারবোনা ।



আমার প্রশ্ন হল কেনো ? আপনি যদি আপনার মত প্রকাশের অধিকার রাখেন আপনার বিরুদ্ধে কি কেউ কথা বলবে না , না আপনি আপনার বলার কাজ বলে যাবেন যারা আপনার ফলোয়ার তাদের ভালো লাগুক আর না লাগুক তারা তা গ্রোগাসে গিলবে আপনাকে অনবরত লাইকের বন্যাতে ভাসিয়ে দিবে কিন্তু কমেন্ট করতে পারবে না । তাইলে মত প্রকাশের অধিকার তো আপনি খর্ব করছেন ।



অন্যদের কমেন্ট শুনতে যদি এতো ভয় লাগে বা খারাপ লাগে ভাই আপনার আর কিছু লেখার দরকার নাই ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:০৩

ইউর হাইনেস বলেছেন: ;) B-) :D X(( :P

২| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:১০

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ইউর হাইনেস @ ভাই আমার অন্য কোন উদ্দেশ্য নয় আমি শুধু সহমত প্রকাশ করতে গিয়ে দেখি আমাদের মতো যারা ফলোয়ার তাদের জন্য কমেন্ট অপশন টা বন্ধ আছে ।

আপনি যখন সামুতে লিখেন আপনার সাথে অনেকের মতের অমিল হতে পারে এটাই স্বাভাবিক না । যুক্তি হবে তর্ক হবে আলোচনা হবে এর জন্য তো কমেন্ট অপশন টা করা ।

যাইহোক আমি তার ফলোয়ার থেকে নিজেকে বাদ দিয়ে দিয়েছি , সত্যি বলতে তার লেখনি আমার কাছে খুব ভালো লাগতো । কষ্ট এটা যে তার ভালো ভালো লেখা গুলো এখন মিস করবো ।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৪:০৩

বেলা শেষে বলেছেন: ....bevor they had started writing with Money ....today write without Money....
...brother excuse me, i am very very new.....
up to next time.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.