![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।
একটি শীতাধিক্য নিশুতি রজনী
চতুর্দিক শুনশান পরিমণ্ডল ,
শ্মশানের নিস্তব্দতা বিরাজমান ,
কনকনে শীতল হাওয়া বহমান ,
খনে খনে ঠাণ্ডায় অস্থি মজ্জা কেপে উঠছে
টিনের চালের উপর ,
কিছু শুকনো পাতা খসে পড়ার শব্দ ,
গোয়াল ঘরে গরু ডাকছে ,
তীব্র শীতের প্রকোপে,
নির্বাক প্রানির বোবা কান্না ।
দক্ষিণামুখী জানালাখানি ,
কপাটখানি তার ভাঙ্গা ,
ঠাণ্ডা হিমশীতল হাওয়া ঢুকছে ,
আমি শুয়ে আছি নড়বরে চৌকিতে ,
ছিঁড়া কাঁথা গায়ে ,
তাকিয়ে আছি ভাঙ্গা জানালা দিয়ে ,
আকাশ পানে চেয়ে ,
দেখছি আকাশ তারার আলোতে আলোকময় ,
এত নক্ষত্ররাজির খেলা,
এত তারার মেলা,
সঙ্গি হই কোন তারার ,
তারপর তারা হয়ে অনন্তকাল বিচরন করি ,
সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে,
কত সুন্দর রঙ্গিন এই বিশাল ব্রহ্মাণ্ড ।
৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: অরিত্র অন্বয় @ লেখার চেষ্টা করছি ভাই , আরো ভালো করার চেষ্টা করবো ।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১৫
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ সুজন ভাই
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৮
অরিত্র অন্বয় বলেছেন: প্রকৃতির একটি স্নিগ্ধতা আছে আপনার লাইনগুলিতে....