নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি

দেওয়ান কামরুল হাসান রথি

আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।

দেওয়ান কামরুল হাসান রথি › বিস্তারিত পোস্টঃ

শরীর খানা বিদ্রোহ করেছে

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৭

অতিরিক্ত ঠাণ্ডা লাগার ফলে আমার নসিকা দ্বয় বিদ্রোহ প্রকাশ করেছে তাদের একটাই দাবী ঔষধ খেতে হবে না হলে এই জনমে আমার বন্ধ নাক বন্ধই থাকবে আর খুলবে না , এজন্মে মুক্ত বাতাস থেকে বঞ্চিত হতে হবে । আর নাক দুখানা বন্ধ থাকলে আমার কি অবস্থা হবে বুজতে পেড়েছেন , ভাই আমি নাকি সুরে কথা বলতে পারবো না । তারচেয়ে এই ভালো ঔষধ গুলো গিলে ফেলে নসিকা দ্বয়ের সাথে সহমত প্রকাশ করি ।



অতিরিক্ত ল্যাপটপ ব্যাবহারের কারনে চোখ দুখানা ঝাপসা লাগছে তারাও চাচ্ছে আজকে আমি তাড়াতাড়ি তাদের কে ছুটি দিয়ে ঘুমের রাজ্যে চলে যাই নাহলে কালকে তারা আমার রঙিন জীবনটাকে সাদাকালো করে ছেড়ে দিবে । জীবন যদি হয় রংহীন,বর্ণহীন বেচে থাকা তাহলে আমার কাছে অর্থহীন এর চেয়ে আমার মৃত্যুই স্রেহ ।



আজকে অতিরিক্ত হাঁটার ফলে আবার পা দুখানাও ব্যথা করছে তবে তারা সম্পূর্ণ নীরবতা পালন করছে তাদের কোনো দাবী দাওয়া চাওয়া পাওয়া কিছু নেই তারা নীরব দর্শক হয়ে অন্যান্য সহ অঙ্গগুলোর কাণ্ড কারবার দেখছে ।



অতিরিক্ত কোনো কিছু যে ভালো নহে তা আমার সব দু খানা শারীরিক অঙ্গ জানান দিচ্ছে , মনে করিয়ে দিচ্ছে বুড়ো রদ্দি মাল আর কতো আর কতো কষ্ট দিবি নিজেকে তার চেয়ে এই ভালো একটু বিশ্রামে যা ।



আমিও চলে গেলাম ভালো থাকবেন সবাই , আমার মতো এই ব্লগারের আজাইরা পোস্টে কোনো কমেন্ট করবেন না ,আপনাদের একটি কমেন্টের মূল্য অনেক আপনার একটি কমেন্ট অনেক কিছু বদলে দিতে পারে । আমার মতো তৃতীয় শ্রেণীর লেখকের ভুলে ভরা লেখনীতে কমেন্ট করা মানে আপনার মেধার অপচয় ।



ভালো থাকুন সবাই ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:১৫

একজন ঘূণপোকা বলেছেন: :( :( :( :(

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩১

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: একজন ঘূণপোকা @ শরীরে ঘূণপোকা বাসা বেঁধেছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.