![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।
উত্থান পতন মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। হয়তো আপনি এই মুহূর্তে পথের ফকির শূন্য পকেট নিয়ে দিশেহারা হয়ে রাস্তাতে ঘুরছেন একটা কাজের আশায় বা কিছু একটি করার জন্য যাহার দ্বারা নিষ্ঠুর পৃথিবীতে আরো কিছুদিন থেকে খেয়ে বেচে থাকা যায়। পরও মুহূর্তে আপনার জীবনে ব্যাপক পরিবর্তন আসতে পারে হয়ে যেতে পারেন অঢেল অর্থ বৈভবের মালিক।
যখন আপনার পকেট ভর্তি থোকা থোকা টাকার গোছা থাকবে ব্যাংকে পরে থাকবে অঢেল অলস টাকা আপনি চরবেন দামী দামী গাড়িতে লাঞ্চ বা ডিনার করবেন বড় বড় রেস্তোরাতে তখন আপনার বন্ধুর অভাব হবেনা না চাইতেও অনেকে এসে যেচে বন্ধুত্ব করবে আর কতো কি? আর যখন পকেট থাকবে ঘড়ের মাঠ তখন আশেপাশে কাউকে খুঁজে পাওয়া তো দুরের কথা নিজ আত্মীয়রা আপনাকে চিন্তেই চাইবেনা বন্ধুতো অনেক দূরের ব্যাপার।
আমার মতে সব সময় যাচাই বাচাই করে বন্ধুত্ব করা উচিত। আমার কথাগুলো অতি পরিচিতো এবং অতি সাধারণ কথাবার্তা এগুলো আপনারা হরহামেশা শুনে এসেছেন,তারপরও বলার কারন ভালো কথা একবার না বলে বারবার বলাই ভালো। তাইলে আপনি একবার না হোক ভুল করলেন পরেরবার তো সচেতন হতে পারেন। আর যারা ভুল করে ফেলেছেন ভুলে শুধরে আপনি আপনার পথে ফিরে আসুন।
মনে রাখবেন , সময় সবার সবসময় একরকম যায়না,সময় একদিন ঠিক ফিরে আসবে।
আর একজন বন্ধু আপনার জীবনে যেমন ক্ষতির কারন হতে পারে আবার একজন বন্ধুর কারনে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারেন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪২
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ ।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: @ হাসিব০৭ বলেছেন: সহমত..............
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৮
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ আপনাকে বাঙালি ভাই।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৯
পাঠক১৯৭১ বলেছেন: আপনি শিক্ষক?
২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪০
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আমি আমার শিক্ষক।
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৩
বেলা শেষে বলেছেন: আর একজন বন্ধু আপনার জীবনে যেমন ক্ষতির কারন হতে পারে আবার একজন বন্ধুর কারনে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারেন।
You are right brother.
Good luck, sweet life.
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৬
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৫
হাসিব০৭ বলেছেন: সহমত..............