নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি

দেওয়ান কামরুল হাসান রথি

আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।

দেওয়ান কামরুল হাসান রথি › বিস্তারিত পোস্টঃ

মাননীয় ক্রিকেট বোর্ড

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:২৯





ভাই ছবির এই খেলোয়ার দের কি কোন বিচার হয়েছিলো? তারা যখন এই সিম্বল দেখায় তখন তারা মাঠের ভিতরে ছিলো আর সাকিব ছিলো ড্রেসিংরুমে। তাহলে সাকিব কেন বলীর পাঁঠা। প্লীজ দয়া করে আবারও বিবেচনা করুন মাননীয় ক্রিকেট বোর্ড। সাকিবের বিচার আমরাও চাই তবে লঘু পাপে গুরু দণ্ড দিয়েন না ভাই।



ভাই আমি আমার একটা ব্যাক্তিগত মতামত বলি কেউ ভুল বুজবেন না, সাকিব ভুল করেছে তাকে ৩ ম্যাচের বদলে এক ম্যাচ নিষিদ্ধ করা উচিৎ ছিলো। আর জরিমানার টাকার পরিমান দিগুন করা উচিৎ ছিলো।



সামনে এশিয়া কাপে অনুষ্ঠিত হবে এবং আমাদের প্রথম ম্যাচ শুরু হবে ইন্ডিয়ার সাথে এই ম্যাচে সাকিব আর তামিম কেউ নাই। তামিমের ইনজুরি, আপনারা যদি গত এশিয়া কাপ দেখেন টপ ব্যাটসম্যান হিসাবে কিন্তু সাকিব আর তামিম আর পারফর্ম সবচেয়ে ভালো ছিলো। তবে শ্রীলঙ্কার সাথে আমাদের মূল পরাজয়ের কারন হলো আমাদের ফিনিশার ব্যাটসম্যান নাসির আর রিয়াদ তাদের দুজনের ফর্ম খারাপ ওদের দোষ দিয়ে লাভ নেই, খেলাতে উত্থান পতন থাকে আশা করি তারা আবার কাম ব্যাক করবে। ওয়েস্ট ইন্ডিজ এর সাথে সাথে রিয়াদ আর নাসির দুজনেই ভালো করেছে। আশা করছি যেহেতু তামিম ইনজুরি তে পড়েছে সাকিব কে আমাদের এই মুহূর্তে দরকার। সাকিব আমাদের জাতীয় সম্পদ।



মাননীয় বোর্ড আপনাদের কাছে অনুরোধ রইলো দয়া করে সাকিব কে ফিরিয়ে আনুন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৬

হেডস্যার বলেছেন:
বিসিবি'র পাছায় চর্বি অইছে।
ম্যানেজমেন্টের অবস্থা দিন দিন খারাপ হইতেছে।

আর সাকিবের বেলায় বেশি বাড়াবাড়ি কইরা ফেলছে.....

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৪

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: হেডস্যার @ ফেসবুকে একটি পেপারের নিউজ লিংক এ একজন কমেন্ট করছে , কমেন্ট টি আপনাকে তুলে ধরলাম।

"গত ম্যাচটা বাসায় বসে টেলিভিশনে দেখেছি।সাকিবের অঙ্গভঙ্গি ছিল খুবই অশোভন। আমি হঠাত্ করে সাকিবকে এমন আচরণ করতে দেখে অসম্ভব অবাক হয়েছি। নিজের ক্ষোভটাও প্রকাশ করতে পারছিলাম না। কারণ, পাশে বসে ছেলে খেলা দেখছিল। সাকিবকে তো বাচ্চারা প্রচণ্ড ফলো করে। তাঁর এই ব্যাপারগুলো ভেবে দেখা উচিত।’


হেডস্যার ভাই ওই লোকটার কাছে আমার প্রশ্ন ছিলো যখন আই পি এল চিয়ার গার্লস রা অর্ধ উলঙ্গ ভাবে নৃত্য করে তখন আপনি কি করেন, যখন সাউথ আফ্রিকাতে খেলা হলে ব্রা প্যান্টি পড়া মহিলারা মাঠের মধ্যে শুয়ে খেলা দেখে তখন আপনি কি করেন। :D

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৪

আদম_ বলেছেন: কোহলী ক্রিকেট জগতের কলংক। একটা জঘন্য বেয়াদ্দপ। আই হেইট হিম।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আপনার সাথে একমত। বেয়াদপ না শুধু নাম্বার ওয়ান বেয়াদপ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.