নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি

দেওয়ান কামরুল হাসান রথি

আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।

দেওয়ান কামরুল হাসান রথি › বিস্তারিত পোস্টঃ

কারা জিতলেন এবারের ৮৬তম একাডেমি অ্যাওয়ার্ড বা “অস্কার”।

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১০:৫৪



আসুন আমরা জেনে নেই ২০১৪ তে এবার কারা কারা পেলো ছবি জগতের সেরা পুরুস্কার ৮৬তম একাডেমি অ্যাওয়ার্ড বা “অস্কার ”।



এবারের অনুষ্ঠানটি প্রযোজনা করবেন নেইল মেরন এবং ক্রেইগ জর্ডান। সম্প্রচার করবেন এবিসি মার্কিন যুক্তরাষ্ট্র এবং হ্যামিশ হ্যামিলটন দ্বারা পরিচালিত হবে। কমেডিয়ান ও অভিনেত্রী এলেন ডিজেনারেস এবার নিয়ে দ্বিতীয়বার এর মত শো হোস্ট করবেন। এলেন ডিজেনারেস ইতিপূর্বে ২০০৭ সালের ৭৯তম অনুষ্ঠানটি হোস্ট করেছিলেন।



(১) সেরা ছবি

অ্যামেরিকান হাসল

নেব্রাস্কা

ক্যাপ্টেন ফিলিপস

ফিলোমেনা

ডালাস বায়ারস ক্লাব

টুয়েলভ ইয়ারস এ স্লেভ

গ্রাভিটি

দি উলফ অফ ওয়াল স্ট্রিট

হার

সেরা ছবি হিসাবে বিজয়ী – টুয়েলভ ইয়ারস এ স্লেভ



(২) সেরা পরিচালক

ডেভিড ও রাসেল (অ্যামেরিকান হাসল)

আলফোনসো কুউয়ারোন (গ্রাভিটি)

আলেকজান্ডার পাইলিন (নেব্রাস্কা)

স্টিভ ম্যাকুইন (টুয়েলভ ইয়ারস এ স্লেভ)

মার্টিন স্করসেজি (দি উলফ অফ ওয়াল স্ট্রিট)

সেরা পরিচালক হিসেবে বিজয়ী - আলফোনসো কুউয়ারোন (গ্রাভিটি)



(৩) প্রধান অভিনেতার চরিত্রে

ক্রিশ্চিয়ান বেল (অ্যামেরিকান হাসল)

চিওেটেল এহিয়েফর (টুয়েলভ ইয়ারস এ স্লেভ)

ব্রুস ডান (নেব্রাস্কা)

ম্যাথু ম্যাকনুহে (ডালাস বায়ারস ক্লাব)

লিওনার্দো দি ক্যাপ্রিও (দি উলফ অফ ওয়াল স্ট্রিট)

প্রধান অভিনেতার চরিত্রে বিজয়ী - ম্যাথু ম্যাকনুহে (ডালাস বায়ারস ক্লাব)



(৪) প্রধান অভিনেত্রীর চরিত্রে

এমি অ্যাডামস (অ্যামেরিকান হাসল)

জুডি ডেঞ্ছ (ফিলোমেনা)

কেট ব্ল্যান্সেত (ব্লু জেসমিন)

মেরিল স্ট্রিপ (আগস্ট: ওসেজ কাউন্টি)

সান্দ্রা বুলক (গ্রাভিটি)

প্রধান অভিনেত্রীর চরিত্রে বিজয়ী - কেট ব্ল্যান্সেত (ব্লু জেসমিন)



(৫) পার্শ্ব অভিনেতার চরিত্রে

বারকাড আব্দি (ক্যাপ্টেন ফিলিপস)

জোনাহ হিল (দি উলফ অফ ওয়াল স্ট্রিট)

ব্রাডলি কুপার (অ্যামেরিকান হাসল)

জ্যারেড লেটো (ডালাস বায়ারস ক্লাব)

মাইকেল ফাসবেন্দার (টুয়েলভ ইয়ারস এ স্লেভ)

পার্শ্ব অভিনেতার চরিত্রে বিজয়ী -জ্যারেড লেটো (ডালাস বায়ারস ক্লাব)



(৬) পার্শ্ব অভিনেত্রীর চরিত্রে

স্যালি হকিন্স (ব্লু জেসমিন)

জুলিয়া রবার্টস (আগস্ট: ওসেজ কাউন্টি)

জেনিফার লরেন্স (অ্যামেরিকান হাসল)

জুন স্কুইব (নেব্রাস্কা)

লুপিটা নিওঙ্গো (টুয়েলভ ইয়ারস এ স্লেভ)

পার্শ্ব অভিনেত্রীর চরিত্রে বিজয়ী –লুপিটা নিওঙ্গো (টুয়েলভ ইয়ারস এ স্লেভ)



(৭) সেরা লেখা - মৌলিক চিত্রনাট্য

এরিক ওয়ারেন সিঙ্গার এবং ডেভিড ও রাসেল - অ্যামেরিকান হাসল

উডি অ্যালেন - ব্লু জেসমিন

ক্রেগ বোরট্রেন এন্ড মেলিসা ওয়ালেক - ডালাস বায়ারস ক্লাব

স্পাইক জোঞ্জহার

বব নেলসন - নেব্রাস্কা

সেরা মৌলিক চিত্রনাট্য বিজয়ী - স্পাইক জোঞ্জহার



(৮) সেরা লেখা - অভিযোজিত চিত্রনাট্য

রিচার্ড লিংকক্যালাটার জুলি ডেলফি অ্যান্ড ইথান হক - বিফোর মিডনাইট

বিলি রে - ক্যাপ্টেন ফিলিপস

স্টিভ কুগান এন্ড জেফ পোপফিলোমেনিয়া

জন রিডলি - টুয়েলভ ইয়ারস অফ স্লেভ

ট্রেন্স উইন্টারদ্য উলফ অফ ওয়াল স্ট্রিট

শ্রেষ্ঠ অভিযোজিত চিত্রনাট্য বিজয়ী - জন রিডলি - টুয়েলভ ইয়ারস অফ স্লেভ



(৯) অ্যানিমেটেড ফিচার ফিল্ম

দি ক্রুডস

ডেস্পিকাবেল মি ২

আর্নেস্ট এন্ড সেলেস্টাইন

ফ্রজেন

দি উইন্ড রাইজেস

শ্রেষ্ঠ অ্যানিমেটেড ফিচার ফিল্ম বিজয়ী – ফ্রজেন



(১০) বিদেশী ভাষার ছবি

দি ব্রোকেন সার্কেল ব্রেকডাওন ( বেলজিয়াম )

দি গ্রেট বিউটি ( ইতালি )

দি হান্ট ( ডেনমার্ক )

দি মিসিং পিকচার (কম্বোডিয়া )

উমর ( ফিলিস্তিন )

শ্রেষ্ঠ বিদেশী ভাষার ছবি – দি গ্রেট বিউটি ( ইতালি )



(১১) শ্রেষ্ঠ ডকুমেন্টারী – ফিচার

দ্য এক্ট অফ কিলিং - যিহোশূয় ওপেনহাইমার এন্ড বার্য সোরেনসেন

টুয়েন্টি ফিট ফ্রম স্টারডমমরগ্যান নেভিল , গিল ফ্রিসেন এন্ড ক্যাট্রিন রজার্স

কিউটি এন্ড দ্য বক্সারজাকারি হাইঞ্জিলিং এন্ড লিডিয়া ডিন প্লিচার

ডার্টি ওয়ার্স রিচার্ড রওলে এন্ড জেরেমি এস্কাহিল

দ্য স্কয়ারজেহানে নউজাইম এন্ড করিম আমের

শ্রেষ্ঠ ফিচার ডকুমেন্টারী বিজয়ী – টুয়েন্টি ফিট ফ্রম স্টারডমমরগ্যান নেভিল , গিল ফ্রিসেন এন্ড ক্যাট্রিন রজার্স



(১২) শ্রেষ্ঠ ডকুমেন্টারী – শর্ট সাবজেক্ট

কেব ডিগারজেফ্রি ক্যারফ

ফেসিং ফিয়ার - জেসন কোহেন

কারামা হ্যাস নো ওয়ালস - সারা ইসহাক

দ্য লেডি ইন নাম্বার সিক্সঃমিউজিক সেভড মাই লাইফ - ম্যালকম ক্লার্ক এন্ড নিকোলাস রিড

প্রিজন টার্মিনালঃ দ্য লাস্ট ডেইস অফ প্রাইভেট জ্যাক হলএডগার ব্যারেন্স

শ্রেষ্ঠ শর্ট সাবজেক্ট ডকুমেন্টারী বিজয়ী –দ্য লেডি ইন নাম্বার সিক্সঃমিউজিক সেভড মাই লাইফ - ম্যালকম ক্লার্ক এন্ড নিকোলাস রিড



(১৩) বেস্ট অরিজিনাল স্কোর

দ্য বুক থিফজন উইলিয়ামস

গ্রাভিটিস্টিভেন প্রাইস

হারউইলিয়াম বাটলার এন্ড ওয়েন প্যালেট

ফিলোমেনাঅ্যালেকজান্ডার ডেস্প্লাট

সেভিং মিঃ ব্যাংকস - টমাস নিউম্যান

বেস্ট অরিজিনাল স্কোর বিজয়ী - গ্রাভিটিস্টিভেন প্রাইস



(১৪) বেস্ট লাইভ একশন শর্ট ফিল্ম

একুয়াল নো এরা ইয়ো (দ্যাট ওয়াস নট মি) - এস্তেভান ক্রেসপো

আভান্ট কুই দে টট পারদ্রে (জাস্ট বিফোর লুসিং এভ্রিথিং)জাভিয়ার লিগ্রান্ড এন্ড অ্যালেকজান্ডরে গাব্রাস

হিলিয়াম - অ্যান্ডার্স ওয়াল্টার এন্ড কিম ম্যাগ্নুসন

পিতাকো মান কাইক্কি হইত্তা (ডু আই হেভ টু টেক কেয়ার এভ্রিথিং)সেলমা ভেলহান এন্ড কার্সিকা সারি

দ্য ভরম্যান প্রব্লেমমার্ক গিল এন্ড বাল্ডউইন লি

বেস্ট লাইভ একশন শর্ট ফিল্ম বিজয়ী -হিলিয়াম - অ্যান্ডার্স ওয়াল্টার এন্ড কিম ম্যাগ্নুসন



(১৫) বেস্ট অ্যানিমেটেড শর্ট ফিল্ম

ফেরাল - ড্যানিয়েল সউসা এন্ড ড্যান গোল্ডেন

গেট এ হর্সলরেন ম্যাকমুলাম এন্ড ডরথি ম্যাককিম

মিঃ হাভলটলরেন্ট উইটয এন্ড অ্যালেক্সজান্ডার এস্পিগারেস

পোসসেসন্সসুহাই মরিটা

রুম অন দ্য ব্রুমম্যাক্স ল্যাঙ এন্ডইয়ান লাখাওয়া

সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম বিজয়ী - মিঃ হাভলটলরেন্ট উইটয এন্ড অ্যালেক্সজান্ডার এস্পিগারেস



(১৬) সেরা মৌলিক সঙ্গীত

১ “হ্যাপি ” ফ্রম ডেস্পিকাবেল মি ২ - ফ্যারেল উইলিয়ামস

২ “লেট ইট গো ” ফ্রম ফ্রোজেনক্রিস্টেন এন্ডারসন লোপেজ এন্ড রবার্ট লোপেজ

৩ “দ্য মুন সং ” ফ্রম হারকারেন ওযারলেক এন্ড স্পাইক জোন্স

৪ “ওরডিনারি লাভ ” ফ্রম ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডমইউ টু

৫ “এলন,ইয়েট নট এলন” ফ্রম এলন,ইয়েট নট এলন - ব্রুস ব্রগটন এবং ডেনিস স্পিজেল

সেরা মৌলিক সঙ্গীত বিজয়ী – " লেট ইট গো ” ফ্রম ফ্রোজেনক্রিস্টেন এন্ডারসন লোপেজ এন্ড রবার্ট লোপেজ



(১৭) শ্রেষ্ঠ সাউন্ড সম্পাদনা

অল ইস লস্ট - স্টিভ বোএডকার এন্ড রিচার্ড হ্যাম্নস

ক্যাপ্টেন ফিলিপসওলিভার টার্নই

গ্রাভিটি - গ্লেন ফ্রিম্যানটেল

দ্য হবিটঃ দ্যা ডেসোলেসন অফ স্মাগব্রেন্ট বার্জক্রিস ওয়ার্ড

লোন সারভাইভারচওয়াইলি স্ট্যাটম্যান

শ্রেষ্ঠ সাউন্ড সম্পাদনা বিজয়ী – গ্রাভিটি - গ্লেন ফ্রিম্যানটেল



(১৮) সেরা সাউন্ড মিক্সিং

ক্যাপ্টেন ফিলিপসক্রিস বার্ডন , মার্ক টেলর , মাইক প্রেস্ট উড স্মিথ , এবং ক্রিস মুনরো

গ্রাভিটিস্কিপ লিয়াডসে , এনাআইবি আদিরি , ক্রিস্টোফার বেনস্টেড , এবং ক্রিস মুনরো

দ্য হবিটঃ দ্যা ডেসোলেসন অফ স্মাউগ - ক্রিস্টোফার বয়েস , মাইকেল হেজেস , মাইকেল সেমানিক এবং টনি জনসন

ইনসাইড লিওয়েন ডেভিসস্কিপ লিয়াবসে ,গ্রেগ উরলফ এন্ড পিটার এফ কারল্যান্ড

লোন সারভাইভর - অ্যান্ডি কয়ামা , বাউ বর্ডারস , এন্ড ডেভিড ব্রাউনলো

সেরা সাউন্ড মিক্সিং বিজয়ী -গ্রাভিটিস্কিপ লিয়াডসে , এনাআইবি আদিরি , ক্রিস্টোফার বেনস্টেড , এবং ক্রিস মুনরো



(১৯) বেস্ট প্রোডাকশন ডিজাইন

অ্যামেরিকান হাসলজুডি বেকার (প্রোডাশন ডিজাইন) হেদার লাফলেসার (সেট ডেকোরেশন)

গ্রাভিটিএন্ডি নিকলসন (প্রোডাশন ডিজাইন), রোজি গুডউইন এবং জোয়ান উলার্ড (সেট ডেকোরেশন)

দ্য গ্রেট গ্যাটসবি - ক্যাথারিন মার্টিন (প্রোডাশন ডিজাইন), বেভারলি ডান (সেট ডেকোরেশন)

হার কে.কে বারেট (প্রোডাশন ডিজাইন), জিন সারর্ডেনা (সেট ডেকোরেশন)

টুয়েলভ ইয়ারস এ স্লেভঅ্যাডাম স্টকহাউসেন (প্রোডাশন ডিজাইন), এলিস বেকার (সেট ডেকোরেশন)

সেরা প্রোডাকশন ডিজাইন বিজয়ী - দ্য গ্রেট গ্যাটসবি - ক্যাথারিন মার্টিন (প্রোডাশন ডিজাইন), বেভারলি ডান (সেট ডেকোরেশন)



(২০) ক্যামেরাম্যান

ফিলিপ লে সোয়ারড ( দি গ্র্যান্ডমাস্টার )

ইমানুয়েল লুবেযকি ( গ্রাভিটি )

ব্রুনো ডেলবন্নেল (ইনসাইড লিলওয়েন ডেভিস )

ফিডন পাপামাইকেল (নেব্রাস্কা )

রজার এ. ডিকেন্স (প্রিজনারস )

সেরা ক্যামেরাম্যান হিসাবে বিজয়ী - ইমানুয়েল লুবেযকি ( গ্রাভিটি )



(২১) বেস্ট ম্যাকআপ এন্ড হেয়ার স্টাইলিং

ডালাস বায়ারস ক্লাব (এড্রুইথা লি এন্ড রবিন ম্যাথুস )

জ্যাকঅ্যাস প্রেজেন্টসঃ ব্যাড গ্রান্ডপা - স্টিফেন প্রাউটি

দ্য লোন র‍্যাঞ্জারজো হারলো এন্ড গ্লোরিয়া পাস্কুয়া ক্যাসনি

সেরা ম্যাকআপ এন্ড হেয়ার স্টাইলিং বিজয়ী -ডালাস বায়ারস ক্লাব (এড্রুইথা লি এন্ড রবিন ম্যাথুস )



(২২) বেস্ট কস্টিউম ডিজাইন

অ্যামেরিকান হাসলমাইকেল উইকিনসন

দ্য গ্রান্ডমাস্টার - উইলিয়াম চ্যাং সাক পিং

দ্য গ্রেট গ্যাটসবি - ক্যাথারিন মার্টিন

দ্য ইনভিজিবল ওমেনমাইকেল ও কনর

টুয়েলভ ইয়ারস এ স্লেভপ্যাট্রিসিয়া নরিস

সেরা কস্টিউম ডিজাইন বিজয়ী - দ্য গ্রেট গ্যাটসবি - ক্যাথারিন মার্টিন



(২৩) বেস্ট ফিল্ম এডিটিং

অ্যামেরিকান হাসলজ্যা ক্যাসিডি ,ক্রিসপিন স্ত্রাটিস এন্ড অ্যালেন বাউমগারটেন

ক্যাপ্টেন ফিলিপসক্রিস্টোফার রাউস

ডালাস বায়ারস ক্লাব জন ম্যাক মারফি এন্ড মার্টিন পেন্সা

গ্রাভিটি - আলফোনসো কুউয়ারোন এন্ড মার্ক সেঙ্গার

টুয়েলভ ইয়ারস এ স্লেভ -জো ওয়াকার

সেরা ফিল্ম এডিটিং বিজয়ী - গ্রাভিটি - আলফোনসো কুউয়ারোন এন্ড মার্ক সেঙ্গার



(২৪) বেস্ট ভিজুয়াল এফেক্টস

গ্রাভিটি - টিম ওয়েভার , ক্রিস লরেন্স , ডেভ শিরক , এবং নিল করবোড

দ্য হবিটঃ দ্যা ডেসোলেসন অফ স্মাউগজো লেটারা , এরিক সেন্ডন , ডেভিড ক্যাল্টন , এবং এরিক রেনল্ডস

আয়রন ম্যান ৩ - ক্রিস্টোফার টাউন্সেন্ড , গায় উইলিয়ামস , এরিক ন্যাশ , এবং ড্যান সুডিক

দ্য লোন র‍্যাঞ্জার - টিম আলেকজান্ডার , গ্যারি বরেজেনিস , এডসন উইলিয়ামস , এন্ড জন ফ্রেজিয়ার

স্টার ট্রেক ইনটু ডার্কনেসরজার গায়েট , প্যাট্রিক টুব্যাচ , বেন গ্রসম্যান ,এন্ড বার্ট ডাল্টন

সেরা ভিজুয়াল এফেক্টস বিজয়ী – গ্রাভিটি - টিম ওয়েভার , ক্রিস লরেন্স , ডেভ শিরক , এবং নিল করবোড



এবার একাডেমী অনারারি অ্যাওয়ার্ড যারা মনোনীত হয়েছেন

এঞ্জেলা ল্যান্সবুরি

স্টিভ মার্টিন

পিয়ারো তোসি



জা হারশল্ট হিউম্যানাটেরিয়ান অ্যাওয়ার্ড

অ্যাঞ্জেলিনা জোলি



এবারের ৮৬ তম একাডেমি অ্যাওয়ার্ড এ সর্বমোট ১০টি ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছিলেন গ্রাভিটি ও অ্যামেরিকান হাসল ছবিটি। ৯টি ক্যাটাগরিতে নমিনেশন নিয়ে দ্বিতীয় স্থান এ অবস্থান করছিলেন টুয়েলভ ইয়ারস এ স্লেভ।



এবারের ৮৬ তম একাডেমি অ্যাওয়ার্ড এ সর্বমোট ৭টি ক্যাটাগরিতে পুরুস্কার পেয়েছেন গ্রাভিটি।



আরো বিস্তারিত জানতে হলে এখানে ক্লিক করুন।

মন্তব্য ৩৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:০১

সীমানা ছাড়িয়ে বলেছেন: ভেবেছিলাম সেরা অভিনেত্রীতে সান্ড্রা বুলক জিতবে। সান্ড্রা মোটামুটি একাই গ্রাভিটির মত হাই কোয়ালিটি মুভির পুরোটা টেনে নিয়ে গেছে।

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:১৪

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আম মনে করেছিলাম সান্ড্রা জিতবে। কিন্তু কি আর করা সীমানা ভাই অস্কার কমিটি তে আমরা দুজন নেই।

২| ০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:১২

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি চাচ্ছিলাম লিও ক্যাপ জিতুক !

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:১৫

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: মুন ভাই লিও এর আসলে ব্যাড লাক।

৩| ০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:১৪

ময়না বঙ্গাল বলেছেন: বেস্ট অরিজিনাল স্কোর বিজয়ী - গ্রাভিটি – স্টিভেন প্রাইস
(১৬) সেরা মৌলিক সঙ্গীত
১ “হ্যাপি ” ফ্রম ডেস্পিকাবেল মি ২ - ফ্যারেল উইলিয়ামস
২ “লেট ইট গো ” ফ্রম ফ্রোজেন – ক্রিস্টেন এন্ডারসন লোপেজ এন্ড রবার্ট লোপেজ
৩ “দ্য মুন সং ” ফ্রম হার – কারেন ওযারলেক এন্ড স্পাইক জোন্স
৪ “ওরডিনারি লাভ ” ফ্রম ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম – ইউ টু
৫ “এলন,ইয়েট নট এলন” ফ্রম এলন,ইয়েট নট এলন - ব্রুস ব্রগটন এবং ডেনিস স্পিজেল
সেরা মৌলিক সঙ্গীত বিজয়ী – লেট ইট গো ” ফ্রম ফ্রোজেন – ক্রিস্টেন এন্ডারসন লোপেজ এন্ড রবার্ট লোপেজ

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:১৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: বেস্ট অরিজিনাল স্কোর বিজয়ী - গ্রাভিটি – স্টিভেন প্রাইস


সেরা মৌলিক সঙ্গীত বিজয়ী – লেট ইট গো ” ফ্রম ফ্রোজেন – ক্রিস্টেন এন্ডারসন লোপেজ এন্ড রবার্ট লোপেজ

৪| ০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:১৬

এস.কে.ফয়সাল আলম বলেছেন: ইয়াহু................. ফ্রজেন জিতছে :)
.........
সাথে ঐ গানটিও অস্কার পেল।


আপনাকে ধন্যবাদ. সব বাংলায় অনুবাদ করে পোষ্ট করার জন্য।

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:২০

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ফয়সাল আলম ভাই আপনাকেও ধন্যবাদ।

৫| ০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:১৬

ময়না বঙ্গাল বলেছেন: ভাই আপনার সংবেদনশীল রুচির বরকত হোক....

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:১৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ ময়না ভাই।

৬| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:০৩

মামুন রশিদ বলেছেন: নাইস পোস্ট ।

০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:০৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।

৭| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:২০

সোহানী বলেছেন: many many thanks for such post..............

০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৪২

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ সোহানী।

৮| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৭

সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট !!

আমিও চেয়েছিলাম, লিওনার্দো দি ক্যাপ্রিও যাতে পায়।
গ্রাভিটি পাবে, বোঝা যাচ্ছিল।
কিন্তু টুয়েলভ ইয়ারস এ স্লেভ অবহেলিত হল।

০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:২১

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: সুমন ভাই গ্রাভিটি ছবিটি এবার অনেকগুলো পুরুস্কার পাবে ধারনা করেছিলাম। তবে লিওনার্দো এর উপর একটু আশা ছিল বেশী।

টুয়েলভ ইয়ারস এ স্লেভ অবহেলিত হবে জানা কথা ভাই।

১৯৬৩ সনে সিডনি পোয়টিয়ের প্রথম কালো মানুষ যিনি প্রধান অভিনেতা হিসাবে অস্কার পুরুস্কার লাভ করেন। তারপর ২০০১ এ প্রধান অভিনেতা হিসেবে জিতলেন ডেনজেল ওয়াশিংটন। অবশ্য সহ অভিনেতা বা অভিনেত্রী হিসেবে অনেক কালো মানুষ অস্কার পুরুস্কার পেয়েছেন।

তবে প্রথম কালো হিসেবে অস্কার পুরুস্কার লাভ করেন সহ অভিনেত্রী হিসেবে এক মহিলা ১৯৩৯ সনে।

৯| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:৪২

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ এটাই খুজতেছিলাম।

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:২৫

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: বশর ভাই আপনাকেও ধন্যবাদ।

১০| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: দারুন তথ্যবহুল পোস্ট। চমৎকার উপস্থাপনায় এক কথায় দূর্দান্ত। :)

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:২৬

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: সেলিম ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে।

১১| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ২:৫৭

কোবিদ বলেছেন: কামরুল হাসান রথি,
চমৎকার তথ্যবহুল পোস্ট,
অনেক অনেক ধন্যবাদ আর
শুভকামনা আপনার জন্য।
many many thanks

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:২৬

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: কোবিদ ভাই আপনাকেও ধন্যবাদ এবং শুভকামনা রইলো।

১২| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:১৪

হাসান মাহবুব বলেছেন: +++++

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:২৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ হাসান ভাই। আপনাদের ভালো লেগেছে জেনে খুশী হলাম।

১৩| ০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

মোঃ নুরুল আমিন বলেছেন: চমত্‌কার

০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২১

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: মোঃ নুরুল আমিন @ ধন্যবাদ আপনাকে। ভালো লাগলে জেনে খুশী হলাম।

১৪| ০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

এবি মিনহাজ বলেছেন: অসাধারন। তথ্যবহুল পোস্ট। এর মাঝে আবার কিছু কিছু বিসিএস এর জন্য মেমরিস্থ করতে হবে! ধন্যবাদ ভাই।

০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:৪৯

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ মিনহাজ ভাই। বিসিএস দিচ্ছেন নাকি? আশা করি আপনার মনের ইচ্ছা পূরণ হোক।

১৫| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:১১

বেকার সব ০০৭ বলেছেন: খুব চমৎকার তথ্যবহুল পোস্ট। অনেক কষ্ট করেছেন বটে

পোস্টে+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:১৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: অনেক ধন্যবাদ বেকার ০০৭ ভাই। পোস্টটি বানাতে দুইদিন সময় দিতে হয়েছে।

১৬| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১:৩৫

উজবুক ইশতি বলেছেন: ++
অনেক কষ্ট করেছেন
পোস্ট প্রিয়তে

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:২৪

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: উজবুক ইশতি ধন্যবাদ ভাই। আসলে সত্যি কষ্ট হয়েছে ভাই পুরো দুই দিন সময় দেওয়া লেগেছে এটা ঠিক করতে। অস্কার অনুষ্ঠানটি শেষ হওয়ার সাথে সাথে এটা আমি পোস্ট করেছি। আমার মনে হয় দেশ থেকে আমি সর্বপ্রথম :) পোস্ট করেছি।

প্রিয়তে নেওয়ার জন্য আপনাকে আবার ধন্যবাদ। শুভেচ্ছা রইলো আপনাকে।

১৭| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১০:০৬

লোপা এসহক বলেছেন:
খুব সুন্দর করে সাজিয়ে লেখার জন্য ধন্যবাদ।

তবে 'ক্যাপ্টেন ফিলিপস' কিছুই না পাওয়াতে কষ্ট পেলাম।

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১১:১৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: সিস্টার লোপা ক্যাপ্টেন ফিলিপস এ টম হ্যাঙ্কস অসাধারণ অভিনয় করেছে কিন্তু ব্যাড লাক বলতে হবে ভাই।

এছাড়া অস্কার পুরুস্কার নিয়ে অনেক কন্ট্রোভারসি আছে। সবার ভাগ্য সবসময় শিকে ছিরেনা। কি আর করা।

১৮| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১০:৩৩

দি সুফি বলেছেন: আগেই বুঝেছিলাম Tweleve years a slave ই অষ্কার পাবে। আর আশা করেছিলাম লিওনার্দো এবং সান্ড্রা পাবে।
বেচারা লিওনার্দো! এবারও পেলোনা :(

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১১:১৯

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: সুফি ভাই লিওনার্দোর এমন একটা লাক ও যে সময় নমিনেশন পাবে দেখা যাবে কি ওই বছর আরো অনেক ভালো ভালো ছবি বের হয়ে গেছে। ওর জন্য সত্যি সমবেদনা জানানো ছাড়া আর কিছু নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.