![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।
ভাই আমি আমার দেশের খেলোয়াড় দের কোন দোষ দিবো না শ্রীলংকা সফর থেকে যদি আপনারা যদি হিসাব করেন দেখতে পাবেন ভাগ্যদেবতা আমাদের সহায় নয়।
আমার সল্প ক্রিকেটীয় মস্তিষ্ক দ্বারা আমি যা পর্যালোচনা করলাম আমি আপনাদের সাথে তা শেয়ার করলাম হয়তো অনেকের সাথে আমার মতের অমিল হতে পারে। আমি আমাদের কিছু ব্যাড লাক তুলে ধরলাম।
বাংলাদেশ শ্রীলংকা সফর
টেস্ট খেলার কথা বাদ দিলাম কারন এখানে শ্রীলংকা একটি টেস্ট খেলাতে জিতেছে আর আমরা একটি তে ড্র করেছি।
১.প্রথম টি ২০ আমাদের জেতা ম্যাচ , শেষ বলে কনফার্ম নো কিন্তু থার্ড অ্যাম্প্যায়ার কি কারনে আমাদের পক্ষ নিলো না তাহা আমার বোধগম্য নহে। মনে হল আমাদের জোর করে ধরে বেঁধে হারানো হল।
২. দ্বিতীয় টি ২০ আমরা অল্প রান করেও ভালো ফাইট দিয়েছি।
এবার আসুন আমাদের ওয়ান ডে প্রসঙ্গ।
১. প্রথম ওয়ান ডে শ্রীলঙ্কার ৬৭ রানে ৮ উইকেট কিন্তু থিসারা পেরারা অসাধারণ ইনিংস এর কারনে দলীয় রান গিয়ে ঠেকলো ১৮০ তে। আর ক্যাচ মিসের মহরাতো আছেই এক পেরেরার ৪ টি কি ৫ টি ক্যাচ আমরা ছেরেছি। ওয়ান ডে খেলায় অতি একটি সাধারন স্কোর আমরা আস্তে আস্তে চেজ করছিলাম। আমদের ব্যাটসম্যানরা ভালো খেলছিলো শামসুর রহমান আর মোমিনুল ভালো একটা জুটি উপহার দিয়েছিলো, কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যান দের ব্যার্থতায় আমরা এই সাধারন রান কেউ টপকাতে পারলাম না। আমাদের যারা ফিনিশার ব্যাটসম্যান হিসেবে পরিচিত নাসির আর রিয়াদ তাদের দুজনেই ফর্মহিনতায় ভুগছে ফলাফল প্রথম ম্যাচ হার।
২. দ্বিতীয় ওয়ান ডে তে হারের কারন আমাদের দুইজন অভিজ্ঞ স্পিনার আছেন সাকিব আর সোহাগ আর পার্ট টাইম বোলার আছেন রিয়াদ,মোমিনুল,নাসির তারপরেও কেন আমাদের আরাফাত সানি কে নেওয়া লাগলো। এতগুলো স্পিনার কি করেছে? আর ব্যাটিং এ সেই পুরাণ রোগ ফিনিশার দের ব্যার্থতা।
৩. তৃতীয় ওয়ান ডের কথা না বললাম এ ম্যাচে শ্রীলংকা ভালো খেলে জিতেছে। তাদের ওপেনিং ব্যাটসম্যান কুশাল পেরেরা ভালো একটি ইনিংস উপহার দিয়েছে এবং আমি বলবো এই ম্যাচে তারা যোগ্য দলে হিসেবে জিতেছে।
এশিয়া কাপ
১ প্রথম ম্যাচ ইন্ডিয়ার সাথে, এবং যথারীতি আমরা ভালো ব্যাট করলাম। একটা ভুল হয়েছিলো রুবেল হসেন এর ভিরাট কোহলির মতন সুপার ফর্ম এ থাকা ব্যাটসম্যান এর ক্যাচ ছেড়ে দেওয়া। ক্যাচ মিস তো ম্যাচ মিস। ফলাফল আমাদের পরাজয়।
২. দ্বিতীয় ম্যাচ আফগানিস্তানের সাথে। এই খেলা শুরু হওয়ার আগে বাংলাদেশী ব্যাটসম্যানরা পেপার পত্রিকাতে এমন ভাবে আফগানিস্তানের সাফাই গাওয়া শুরু করলো তাদের বোলিং অনেক ভালো তাদের তমুক ভালো, মানে ম্যাচ শুরু হওয়ার আগে আমরা ম্যাচ ছেড়ে দিয়ে বসে আছি। ফলাফল খেলা শুরু করার আগে যা ধারনা করেছিলো তাই হল। পরাজয়। ওহ আমার আর একটা প্রশ্ন এই ম্যাচে আরফাত সানি/সোহাগ গাজী/ আব্দুর রাজ্জাক তিনজন স্পেশালিস্ট স্পিনার আবার সাথে তিনজন পার্ট টাইম স্পিনার মোমিনুল হক/নাইমুল ইসলাম/ নাসির হুসেইন ফাস্ট বোলার বলতে শুধু রুবেল। ভাই এটা কোন দল হইলো এক কাজ করলে ভালো করতেন রুবেলের বদলে এনামুল হক জুনিয়র কে নিতেন তাইলে আমাদের রেকর্ড হত , ৭ জন স্পিনার থাকতো ।
৩. ভাই আজকের খেলায় আমি কোন দোষ দিবোনা অনেকদিন পর আমাদের বাংলাদেশী ব্যাটসম্যানরা সুপার ফর্ম এ ফিরছে কিন্তু এবারে আমাদের ছিলো বোলিং ব্যার্থতা। কি আর করা?
আর সবচেয়ে জে জিনিসটা আমাকে ভাবিয়েছে তা হল অ্যাম্প্যায়ারিং। এই পুরো টুর্নামেন্ট এ আমরা বাজে অ্যাম্প্যায়ারিং শিকার হয়েছি।
আর আমাদের বাংলাদেশের ক্রিকেট খেলোয়ার ভাইয়েরা এবারের টুর্নামেন্ট আপনারা অনেক অনেক ক্যাচ ছেরেছেন যাহা আগে কখনো দেখিনি। ফলাফল তো ভাই হাতে হাতে টের পেলেন পুরা টুর্নামেন্ট ভালো খেলেও জয়ের দেখা পেলেন না।
পরিশেষে কি বলবো ভাই আজকে যখন বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের খেলা দেখা শেষ করে বাসায় ফিরছিলাম। তখন আমার পাশ থেকে এক রিকশাওয়ালা ভাই একটা কমেন্ট করলো যা আমার কাছে খুব খারাপ লেগেছে। কমেন্ট তা নিম্নরুপ।
-চ্যাটের খেলা দেখলাম এর চেয়ে খেপ মারলে ভালো হত এখন পর্যন্ত মহাজনের জমা উঠাইতে পারি নাই।
ভাই আমাদের দৈনন্দিন জীবনে আপনাদের জয় পরাজয়ে অনেক প্রভাব পরে। আপনারা জানেন না আমরা লাখো লাখো বাংলাদেশী প্রতিজ্ঞা করি আর খেলা দেখবোনা তারপরও যখন খেলা শুরু হয় তখন ঠিকই টিভির সামনে বসে পড়ি। আমরা শেষ বল পর্যন্ত ভরসা হারাই না। আমরা আপনাদের কাছ থেকে কষ্ট পেতে চাইনা। এই একটা খেলা আছে যা আমাদের মনকে ভালো করে দেয় কাজে স্পৃহা আনে।
পরিশেষে একটা কথা বলতে চাই আমাদের জাতীয় দলের প্রতি। আমার ছোট মস্তিস্কে যা ধারনা তা থেকে মনে হচ্ছে আপনাদের ফিল্ডিং এ অনেক সমস্যা কারন পুরা দুইটা টুর্নামেন্ট এ অনেক ক্যাচ পড়েছে। সামনে বিশ্বকাপ আসছে দয়া করে ফিল্ডিং এ মনোযোগ দিন এবং আবার সরূপে ফিরে আসুন।
সামনের টি ২০ তে আমরা এক নতুন টাইগার দের দেখতে চাই।
আর সর্বশেষ একটা শুভসংবাদ দেই আমাদের ছেলেরা পারেনিতো কি হয়েছে আমাদের বাংলাদেশী বোনেরা আজকে পাকিস্তান মহিলা টিম কে হারিয়েছে।
০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৩
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভাই ব্যাড লাক এমন বাজে ভাগ্য আমি আমাদের টীমের কোনদিন দেখেনি। তারপর আশা নিয়ে বেচে থাকা।
২| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৭
নগর সংগীত বলেছেন: আম্পায়ারিং আমাদের পক্ষেও গিয়েছে, ইমরুল কায়েসের নিশ্চিত এল.বি টা দেয়নি, পাকিস্তানের প্রথম উইকেটটাও শুনলাম ব্যাটে লাগেনি। আসলে ক্যাচ মিসটা খুব ভোগাচ্ছে, বড় টিমের সাথে এত ক্যাচ মিস করলে সেই শাস্তি পেতেই হবে। এমননা যে ১০টা ক্যাচ ধরছে, ১টা পড়ছে, আজকাল ১০টার মধ্যে ৫টা ক্যাচই মিস হচ্ছে।
০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫০
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: নগর ভাই আপনার কথাতেও যুক্তি আছে তবে আমাদের জাতীয় টিম কে এমন ভাবে ক্যাচ ফালাতে আমি কোন কালে দেখিনি। তবে ভাই কিছু বাজে আম্পায়ারিং আমাদের বিপক্ষে গিয়েছে। এমনিতে আমরা ছোট দল একটা সিদান্ত আমাদের কাছে অনেক কিছু ভাই।
৩| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৫
পাঠক১৯৭১ বলেছেন: পাকীদের সাথে খেলায় শেষ ১৩ ওভারে বোলারা ভুল বোলিং করেছে; বল হওয়া উচিত ছিল নীচুতে ও শ্লো।
০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৮
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: পাঠক মাঠে ডিউ ছিল। বোলাররা ঠিকমতো বল গ্রিপ করতে পারছিলো না। অনেক সময় বল হাত থেকে ছুটে যাচ্ছিলো। এ মুহূর্তে কি করা যায় বলেন।
৪| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১:০৬
বিদ্রোহী বাঙালি বলেছেন: ক্রিকেট বরাবরই গৌরবময় অনিশ্চয়তার খেলা। তাই এই খেলায় অনেক সময় সামান্য কোন ভুলের জন্য বিরাট মাশুল গুনতে হয়। আর সেখানে সামান্য ভুল না, বাংলাদেশ বিরাট বিরাট কতগুলো ভুল করেছে। তাই ফলাফল আমাদের পক্ষে আসে নাই। তবে ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সেটা যদি টি-২০ তে কাজে লাগানো যায়, তখন হয়তো সেখানে ভালো রেজাল্ট করার সম্ভবনা আছে। হেরে গিয়ে মনোবল ভেঙে গেলে চলবে না। আমরাও পাশেই আছি তোমাদের সাথে। এগিয়ে যাও টাইগার্স।
০৫ ই মার্চ, ২০১৪ রাত ১:১২
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: বাঙালি ভাই আশা এখনো ছারিনি আশা করি ট ২০ তে আমরা একটা উপযুক্ত জবাব দিতে পারবো।
৫| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১:৪৬
দি সুফি বলেছেন: এটা কোন ব্যাপার নাহ্। সামনে ইনশাআল্লাহ ভালো খেলবে
কয়েক বছর আগেওতো এর চেয়ে কত খারাপ খেলত!
০৫ ই মার্চ, ২০১৪ রাত ১:৫৩
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: সুফি ভাই এইটাই অনেকে বুজতে চায়না।
১ আমরা ওয়েস্ট ইন্ডিজ টিম কে তাদের মাঠে হোয়াইট ওয়াশ করেছি
২ নিউজীল্যান্ড টিম কে হোয়াইট ওয়াশ করেছি করেছি দুই দুবার।
৩ ওয়েস্ট ইন্ডিজ টিমকে ৩-২ তে সিরিজ হারিয়েছি।
৪ এশিয়া কাপের ফাইনালে গিয়েছি।
আমাদের খেলোয়াড় দের কাছে এখন আমাদের চাহিদা অনেক। কিন্তু ভাই কি এক ব্যাড লাক আমাদের পিছন ছাড়ছে না। খেলছি ভালো বল করছি ভালো তাও পরাজয়। এঁকে ভাই শনির দশা বলে।
৬| ০৫ ই মার্চ, ২০১৪ ভোর ৪:২৩
দেশপ্রেমিক পোলা বলেছেন: ভাই আজকের ম্যাচ থেকে বাংলাদেশ কিছু জিনিষ পেয়েছে, যেটি টি২০ বিশ্বকাপে কাজে লাগবে। বাংলাদেশকে শেষের ১০ অভারে এমন ব্যাটিং কোনদিনও করতে দেখিনি। ১২১ রান করেছে। এখান থেকেই শুরু হোক। ভারতের সাথে শেষের ১০ অভারে ১০০ করলেও আমাদের রান ৩০০ এর কাছাকাছি চলে যেত। ৭ উইকেট ছিলো কিন্তু পারেনি। তখনই আমি বলেছিলাম বাংলাদেশ হারবে। এই ম্যাচ এবং আগামী শ্রীলংকার সাথে ম্যাচটি হোক টি২০ এর প্রস্তুতির ম্যাচ।
০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪২
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: দেশপ্রেমিক ভাই ভালো কথা বলেছেন। সামনের ম্যাচটিকে আমাদের টি ২০ প্রস্তুতি ম্যাচ হিসেবে নিতে হবে।
আজকে সকালে অনলাইনে পেপার পড়তে ছিলাম কিছু কমেন্ট দেখে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছিনা। একজন কমেন্ট করেছে মুশফিক কে বাদ দিতে ওইদিকে পুরা টুর্নামেন্ট এ মুশফিক সবচেয়ে ভালো খেলেছে। আর একজন বলেছে শেষে রিয়াদ কে না দিয়ে জিয়া কে দিয়ে বল করলে ভালো হত। রিয়াদকে দিয়ে বল করার উদ্দেশ্য তারা আত্মীয়। আমার মতে জিয়া স্লো মিডিয়াম পেস বোলার ওকে দিয়ে বল করলে আরো রান বেশী হত।
যে যা বলুক ভাই অনেক ভালো খেলেছে বাংলাদেশ শেষের দিকে মুশফিকের দায়িত্বশীল ব্যাটিং আর সাকিবের কাম ব্যাক ঝরো ইনিংস এই দুইয়ে মিলে শেষ দিকে অনেক আনন্দ পেয়েছি।
৭| ০৫ ই মার্চ, ২০১৪ ভোর ৪:২৮
দেশপ্রেমিক পোলা বলেছেন: বাংলাদেশ টিম থেকে রাজ্জাককে বাদ দেয়ার সময় হয়ে গেছে। রাজ্জাকের গত কয়েকটি ম্যাচের বোলিং দেখে মনে হয়েছে মমিনুল রাজ্জাকের চেয়ে ভাল বোলার। মাশরাফির পরে ভাল একজন ফাস্ট বোলার কোনদিনও পেলাম না। এই ল্যাক পুরন না হলে কিভাবে বাংলাদেশ জিতবে মাথায় আসে না। একটি ল্যাক পুরন হয়েছে জিয়াউর এসেছে লোয়ার অর্ডারে। ওর মত হার্ড হিটার ওয়ানডে টি২০ তে খুবই জরুরী। কারণ এখন ওয়ানডেতে শেষ ১০ অভারে সবাই ১০০ রান করে, বাংলাদেশই পারে না। ওকে একটু পরিচর্যা করতে হবে। ওপেনিংয়ে এনামুল হককেও অনেক প্রমিজিং মনে হচ্ছে।
০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫১
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: লেখক বলেছেন: রাজ্জাকের বোলিং এতো বাজে হয়ে গিয়েছে যা কল্পনা অতীত। শেষ দিকে এক ওভারে দুইটা সিক্স। মাশরাফির তুলনা সে নিজেই তার মত বোলার বাংলাদেশ টিমে এখন পর্যন্ত আসে নি। তবে মাশরাফির একটা বাজে গুন হল ফুলটস দেওয়া অনেক জেতা ম্যাচ এই ফুলটস বল দেওয়ার কারনে সিক্স হয়ে গেছে।
তবে আমাদের নতুন আবিস্কার জিয়া ওর ব্যাটিং অর্ডার আরেকটু উপারে উঠাতে হবে। এনামুল ভালো খেলে তবে ফুটওয়ার্ক ঠিক করতে হবে আর শামসুর নামের যে ওপেনিং ব্যাটসম্যান ও দলে কিভাবে সুযোগ পায় আমার বোধগম্য নহে ছেলেটার মোটেও ফুটওয়ার্ক নেই।
৮| ০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১১
নিশাত তাসনিম বলেছেন: সাকিব থাকলে টিমে একটা স্পীড থাকে। সাকিব যদি প্রথম থেকে খেলতে পারতো তবে হয়তো বাংলাদেশ একটি ম্যাচ জিততে পারতো। সামান্য একটু ভুলের জন্য ওকে কি কারণে ৩ ম্যাচের জন্য সাসপেন্ড করছে আমার বোধগম্য হয়না।
সাকিব থাকলে ভারতকে ৩০০ রানের টার্গেট দিতে পারতো বলে আমি বিশ্বাস করি এবং অন্তত ২ উইকেট না পেলেও নিয়ন্ত্রিত ভালো বোলিং করতো।
বিশ্বের ১ নাম্বার অলরাউন্ডারকে ক্ষমা চাওয়ার পরও ক্ষমা না করার অপরাধে বি সি বি এর সব কর্মতাকে জেলে ঢুকানো হোক।
০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০৩
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: তাসনিম ভাই কালকে যদি আমাদের দেশ যদি জিতে যেত তাহলে আমার এ লেখাটি লেখা হত না। আমি কালকে ধরে নিয়েছিলাম আমরা জিতবো।
সাকিবের ব্যাটিং দেখে একটা লেখা লিখে রেখেছিলাম "রাজপুত্রের রাজকীয় প্রত্যাবর্তন"। কিন্তু দুর্ভাগ্য জনক ভাবে আমরা জিততে পারলাম না তাই লেখাটা দেওয়া সম্ভবপর হয়নি।
সাকিব আমাদের জাতীয় সম্পদ। তিনি একমাত্র বাংলাদেশী খেলোয়ার যার পৃথিবীর সব বড় বড় টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা আছে। তিনি টানা ৩ কি ৪ বছরের উপর ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর ১ নাম্বার অথবা ২ নাম্বার পজিশন ধরে রেখেছেন।
তার কৃতকর্মের জন্য তাকে শাস্তি দেওয়া ঠিক ছিল তবে এতো বড় শাস্তি নয়। বড়োজোর এক ম্যাচ বহিস্কার আর ৩ লাখ টাকার পরিবর্তে জরিমানার অংকটা বাড়িয়ে দেওয়া।
ভাই আশা রাখি আমরা এবারের বিশ্বকাপে ভালো খেলবো, মনোবল হারালে চলবে না।
শুভেচ্ছা রইলো আপনাকে।
৯| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৯
সাজিদ উল হক আবির বলেছেন: ভাই, বাংলাদেশের খেলা দেখা মানেই হৃদয় ভং।
ভাল্লাগে না আর।
০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৯
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আবির ভাই কইয়েন না এই খেলার কারনে আমার প্রেসার হাই হইয়া গেছে।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৯
বেকার সব ০০৭ বলেছেন: ফিলডিং মিস আর ক্যাচ মিস করলে ভাগ্য কি আকাশ থেকে আসবে বলেন