নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি

দেওয়ান কামরুল হাসান রথি

আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।

দেওয়ান কামরুল হাসান রথি › বিস্তারিত পোস্টঃ

আমার এক বোনের প্রাত্যাহিক জীবন।

০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৫

আমার এক বোনকে কে নিয়ে আজ এই কাহিনীটি লিখলাম। আসলে একজন মহিলা সারাদিন সংসারে কতটুকু কাজ করে আর তার বিনোদনের সময়টুকু বা কই তার চিত্রটুকু তুলে ধরলাম।



আমার এই বোনের দুটি বাচ্চা এবং দুটি ভিন্ন ভিন্ন স্কুল এ পড়ে। তিনি শুক্রবার বাদে প্রতিদিন নিয়মিত সকাল ৬ টাতে ঘুম থেকে উঠেন। তারপর তার প্রথম কাজ হল ২ বাচ্চার জন্য স্কুলের নাস্তা বানানো এবং ভাই এর জন্য অফিসের দুপুরের খাবার তৈরি করা।



এরপর দুই বাচ্চাকে সাথে করে নিয়ে স্কুলের উদ্দেশ্য বের হন। প্রথমে ছেলেটাকে স্কুলে রেখে তারপর আবার মেয়েকে নিয়ে তার স্কুল এ যান। বাসায় এসে আবার দুপুরের খাবার তৈরি করা তারপর ১১ টার সময় ছেলের স্কুল এ গিয়ে তাকে নিয়ে আসেন। মেয়েটা স্কুল শেষে কোচিং এ যায় দুপুর বেলা তিনি কোচিং এ মেয়ের খাবার দিয়ে আসেন। তারপর বাসারতো টুকটাক কাজ আছেই।



বিকালবেলা তিনি মেয়েকে কোচিং থেকে নিয়ে আসেন। তারপর দুইবাচ্চার জন্য বিকালের নাস্তা বানানো। সন্ধ্যার পর আবার দুই বাচ্চাকে একসাথে পড়ানো এর ফাঁকে আবার রাত্রের রান্না তৈরি করা।



আমার মাজে মধ্যে মনে হয় আমার এই বোন মানুষ না মেশিন। এতো কাজ কিভাবে করতে পারে একটা মহিলা।

শুধু আমার বোনের কথা বলছি না এরকম হাজারো মা বোন যারা প্রতিনিয়ত সংসারে যেভাবে কষ্ট করে যাচ্ছে আসলে কি তারা কি সেভাবে তাদের মূল্যায়ন পাচ্ছে।









মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫৮

বেলা শেষে বলেছেন: শুধু আমার বোনের কথা বলছি না এরকম হাজারো মা বোন যারা প্রতিনিয়ত সংসারে যেভাবে কষ্ট করে যাচ্ছে আসলে কি তারা কি সেভাবে তাদের মূল্যায়ন পাচ্ছে।
...with respect we have to sympathy to them!

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০৬

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ বেলা শেষে ভাই। সকল নারীদের প্রতি আমাদের শ্রদ্ধা রইলো।

২| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুমম, আমিও আমার স্ত্রীর ক্ষেত্রে এমন কিছুই দেখি...

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: জহিরুল ভাই ভাবীকে মাঝেমধ্যে সাহায্য কইরেন।

৩| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২৭

সোহানী বলেছেন: হাহাহাহা... অর্ধেকটা দেখলেন বাকিটা যোগ করেন.....+ আমার চাকরী + ট্যুর দেশ বিদেশ + কাজের মেয়েদের তেল + মেহমান + সামাজীকতা যেমন দাওয়াত + বাবা/মা/ভাই/বোন/শশুর/শাশুঢ়ি/ননদ/দেবর + বাজার + ব্লগিং বা ফেইস বুকিং ইত্যাদি প্লাস করেন ... দেখবেন কেমন থাকি বা আছি..... তাও নজরে আনার জন্য ধন্যবাদ....

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪২

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আপু এগুলো মাথায় ছিলো কিন্তু দীর্ঘ করতে চাইনি। যারা বুঝবার তারাতো বুজবেই।

৪| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৫

হেডস্যার বলেছেন:
রেস্পেক্ট।

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ প্রধান শিক্ষক। আপনার প্রতিও শ্রদ্ধা রইলো। আপনি আমাদের হেডস্যার।

৫| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৫

স্নিগ্ধ শোভন বলেছেন: সকল নারীদের প্রতি শ্রদ্ধা রইলো।

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ শোভন ভাই।

৬| ০৯ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

খাটাস বলেছেন: এমন হাজার মা ছড়িয়ে আছেন আমাদের চারপাশে, যারা অত্যন্ত আগ্রহ সহকারেই সংসারের এসব কঠিন কাজ গুলো করেন। কিন্তু তারা তাদের উপযুক্ত সম্মান পান না আমাদের সমাজে। তাদের প্রতি শ্রদ্ধা জানাই শুধু।

০৯ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৪

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: খাটাস ভাই আপনার সাথে একমত।

৭| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ৯:২৮

সুমন কর বলেছেন: প্রতি রাতে সবার শেষে ঘুমায় কে ?
প্রতি ভোরে সবার আগে ওঠে কে ?

উত্তর কি দেবার দরকার আছে !!


শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৯ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ১০০% সহমত, দারুন বলেছেন সুমন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.