![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।
যখন আমাদের দেশে নারীর ক্ষমতায়ন চলছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারী আমাদের সাবেক বিরোধী দলীয় নেত্রী নারী , স্পিকার নারী আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী নারী ছিলেন। সবচেয়ে বড় কথা হল নারী আমাদের মা নারী আমাদের বোন। আর এসময় আনসার সদস্য দ্বারা সাংবাদিক দম্পত্তি নির্যাতন তা মেনে নেওয়া খুব কষ্টকর এবং ঘটনাটি খুব উদ্দেকজনক ও বটে।
আজ শ্যামলীতে একটি দলের দলীয় মিটিং এর রিপোর্ট দিচ্ছিলেন বাংলা নিউজ ২৪ এর সাজেদা কালাম সুইটি। ফোনে কথা ঠিকমতো বোজা না যাওয়াতে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন সামনে বসে তিনি রিপোর্ট দিচ্ছিলেন তখন কতিপয় আনসার সদস্য তার সাথে অশালীন ব্যাবহার করে এবং ধাক্কা দেয়। এসময় বাহিরে থাকা সুইটির স্বামী এশিয়ান টিভির সাংবাদিক তৌহিদ শান্ত এগিয়ে এলে তাদের কে আটকিয়ে রেখে নির্যাতন করা হয়।
পড়ে সাধারণ জনগণ ও পুলিশ এসে তাদের কে রক্ষা করে।
একটা কথা বলতে খুব ইচ্ছে করছে সত্যি সেলুকাস কি বিচিত্র আমাদের এই দেশ। ৮ই মার্চ আমরা ঘটা করে বিশ্ব নারী দিবস পালন করলাম আবার সেই নারীর উপর জঘন্য ভাবে আক্রমন। আমরা এর বিচার চাই।
আশা করি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিজ দায়িত্তে দেখবেন এবং সঠিক বিচার করবেন যেন অদূর ভবিষ্যৎ এ এমন ভাবে যেন কোন মহিলা লাঞ্ছনার স্বীকার না হয়।
১৪ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৫
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: বাঙ্গালী ভাই পুলিশ তাদের স্বামী স্ত্রী দুজনকেই উদ্ধার করেছে। আর এই অন্যায় ভাবে লাঞ্ছনার জন্য আনসার সদস্য দের চাকুরী থেকে বরখাস্ত করা হোক।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৪০
বিদ্রোহী বাঙালি বলেছেন: অন্যায় ভাবে শুধু নারী কেন, কাউকেই লাঞ্ছিত করা ঠিক না। আর সব বিষয় যদি প্রধানমন্ত্রীকেই দেখতে হয়, তবে এতো এতো সাংসদ, মন্ত্রী, উপদেষ্টা, পুলিশের কর্মকর্তারা কেন আছেন? একজন প্রধানমন্ত্রীর জন্য এটা নিতান্তই একটা তুচ্ছ ঘটনা, যা পুলিশ চাইলে তাৎক্ষণিক ভাবেই ব্যবস্থা নিতে পাড়তেন।