নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি

দেওয়ান কামরুল হাসান রথি

আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।

দেওয়ান কামরুল হাসান রথি › বিস্তারিত পোস্টঃ

গর্জে উঠো বাংলাদেশ।

১৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩২

কালকে ২০১৪ এর টি-২০ বিশ্বকাপ এর পর্দা উঠতে যাচ্ছে। কোয়ালিফাইং গ্রুপগুলোর মধ্যে দিয়ে প্রথম খেলা শুরু হবে। দুটি গ্রুপ থেকে যারা চ্যাম্পিয়ন হবে তারা মূল দলগুলোর সাথে খেলার সুযোগ পাবেন।



স্বাগতিক দেশ হিসাবে আমরাই প্রথম ম্যাচ খেলবো আর আমাদের প্রতিপক্ষ দল হল আফগানিস্তান। আজকে নানা পত্রিকা মারফত জানতে পারলাম এবং বুঝতে পারলাম এশিয়া কাপে আমাদের কে হারিয়ে আফগানিস্তান এখন ফ্যান্টাসির রাজ্যে বিচরণ করছে এবং হোটেল এ বসিয়া এলিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড দেখা শুরু করে দিয়েছে।



তাদের দলীয় ক্যাপ্টেন নানারকম পত্র পত্রিকায় যা বিবৃতি দিচ্ছে তা পড়ে মনে হচ্ছে আমরা নিতান্ত এক সাধারণ টীম এবং তার কথায় অবহেলার ছাপ ও সুর স্পষ্ট। আমরা জানি অতীতে বড় দলগুলোর সাথে ছোট দলগুলোর বিরুদ্ধে অনেক হারের রেকর্ড আছে। ভুঁড়ি ভুঁড়ি উধাহারন দিয়েও শেষ করা যাবেনা।



আফগানিস্তান দলের কাপ্তান কে বলতে চাই, ভাই সবে তো মাত্র একটা ম্যাচ জিতলেন এতেই এতো গরম হয়ে গেছেন সামনে তো আরো দিন পড়ে আছে তখন কি করবেন। আপনারা কি ভুলে গেছেন কেনিয়ার মতন দল এখন হারিয়ে গেছে। যে দলে ছিল স্টিভ টিকালোর মতো বিশ্ব সেরা ব্যাটসম্যান আরো বেশ কিছু বিশ্বমানের খেলোয়াড়। ইতিহাস এতো তাড়াতাড়ি ভুলতে নেই। ভুলে গেলে নিজেরাই ভবিষ্যৎ এ ইতিহাস হয়ে ক্রিকেট ইতিহাস বইয়ের পাতায় থাকবেন।



তাই বলি কি ভাই এতো তর্জন গর্জন করবেন না। একটা কথা সবসময় মনে রাখবেন ওস্তাদের মাইর শেষ রাইতে।



পরিশেষে বলতে চাই "গর্জে উঠো বাংলাদেশ" । দেখা হবে খেলার মাঠে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৪

ভিজামন বলেছেন: ইএসপিএন ক্রিকিনফোর ডেব্যুট্যান্ট অফ দ্যা ইয়ার ধাওয়ান পেয়েছে টেস্ট ব্যাটিংয়ের অ্যাওয়ার্ড, ক্রিকিনফো তার প্রশংসায় পঞ্চমুখ। ভাবসাব দেখলে মনে হয় গত বছর দুনিয়া উল্টাইসে ইন্ডিয়া। ধাওয়ানের টেস্ট খতিয়ান? ৭ টেস্টে গড় রান ৪৮। মোট রান ৫৩৪। ২টা সেঞ্চুরি আর ১টা ফিফটি।

But

গত বছর আরেকজন প্লেয়ার ডেব্যু করেছে, বয়স ২২। এর কথা মনে হয় আমার স্ট্যাটাস ছাড়া পাইতে কষ্ট হবে। ৭ টেস্ট, গড় ৭৫.৫০। মোট রান ৭৫৫। ৩ সেঞ্চুরি, ৩ ফিফটি। মমিনুল হক।

হায়রে ই.এস.পি.এন....
হায়রে টিম ইন্ডিয়া...

আর আই.সি.সি সেতো
ICC = Indian Cricket Council

১৬ ই মার্চ, ২০১৪ রাত ২:০৪

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভাই কি আর কমু। আমিও হতবাক।

২| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১:৩১

মুহামমদল হািবব বলেছেন: সহমত।

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১:৫৯

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: মুহামমদল হািবব ধন্যবাদ ভাই।

৩| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১:৪০

জেনারেশন সুপারস্টার বলেছেন: কালকে বাংলাদেশ জিতবে এটা শিওর।কারণটা বলি বাঙ্গালী শক্তদলের সাথে সিরিয়াস হয়ে খেলে আর দূর্বল দলের সাথে আগে থেকেই জিতে গেসে এমুড নিয়ে খেলে যেমনটা আপনি পোস্টে আফগানিদের ব্যাপারে বললেন।একারণে তারা জিম্বাবুয়ের কাছে গিয়ে হেরে আসে কিন্তু আমরা টিভির পর্দায় জয় দেখার আশায় বসি।আর যখন দূর্বল দলের কাছে হারে তখন ইজ্জত বাঁচাতে ঠিকই সেই দূর্বলকে হারিয়ে বসে পরের দেখাতে।তাই আফগানিস্তানকে হারাবে এটা ৮০ ভাগ বলা যায় যদিনা এটা বলেন টি-২০ তে যেকোনদিন যেকোন কিছু ঘটতে পারে।তবে শুধু আফগানিস্তান না,যদি নেপাল আর হংকংয়ের কারও কাছে হেরে বসে আর টুর্নামেন্ট থেকে বাদ পড়ে তাইলে ইজ্জত একটুও গায়ে থাকবেনা।একথা যেন সবটার মাথায় থাকে।অন্যদলের কে কি কইল ঐসব দিকে কান না দেওয়ায় ভালো।নিজের সেরাটা খেলতে হবে।

১৬ ই মার্চ, ২০১৪ রাত ২:০৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: জেনারেশন সুপারস্টার আপনার সাথে সহমত ভাই। টি ২০ অনেকটা জুয়া খেলার মতন। তবে আজকে আফগান কাপ্তান একটু বেশী আত্মবিশ্বাস দেখাইছে। পত্রিকা পইড়া মনে হইলো আমাদের দাম দিতে চায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.