নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি

দেওয়ান কামরুল হাসান রথি

আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।

দেওয়ান কামরুল হাসান রথি › বিস্তারিত পোস্টঃ

ধন্যবাদ বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম এবং এর সাথে ধন্যবাদ নেপাল জাতীয় ক্রিকেট দলকে।

১৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:২১

ধন্যবাদ বাংলাদেশী জাতীয় ক্রিকেট টিমকে সাথে প্রত্যেক খেলোয়াড় কে। আমাদেরকে অসাধারণ একটি জয় উপহার দেওয়ার জন্য। এবং এর সাথে ধন্যবাদ পাবার যোগ্য পুরো নেপাল টিম। নেপাল টিমের আচার আচরণ খেলা অনেক উন্নত। এবং সাথে তাদের মন মানসিকতা ও বেশ প্রশংসনীয়।



অন্তত এটা আমার সাথে সবাই একমত হবেন নেপালিরা আফগানদের মতো কুলাঙ্গার নয়।



আমার দেখা সবচেয়ে বেয়াদপ,অসভ্য ক্রিকেট টিম হল আফগানিস্তান। শালা আফগান ক্যাপ্টেন তোর কাছে আমার একটি প্রশ্ন? কোন বাবাদের দেশে কিছুদিন আগে তুই বি,পি,এল খেলে গেলি। তুই যে লাজ লজ্জাহীন কাবুলিওয়ালা তার আবারো প্রমান দিলি। এক ওয়ানডেতে জিতে তোদের পাখনা গজিয়েছিলো। দিলাম তো ভেঙে।



বাংলাদেশ এর উচিৎ নেক্সট ঘড়োয়া টুর্নামেন্ট গুলিতে এ আফগান দের কে না আনা। আমাদের দেশে যা খেলোয়াড় আছে তাই এনাফ।



আর আফগানিরা মনে রাখিস এটা বাংলাদেশ। হাতি মরলেও লাখ টাকা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩০

নিশাত তাসনিম বলেছেন: নেপালি খেলোয়াড়দেরপ্রশংসা করতেই হয়।

১৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫১

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: লেখক বলেছেন: নিশাত তাসনিম ভাই নেপালিরা অনেক ভালো। আপনি খেলা শুরু হওয়ার আগে নির্ঘাত পেপারে দেওয়া কমেন্ট পরেছেন। ওদের ক্যাপ্টেন এর কথা আমাকে অনেক বিমোহিত করেছে।

জেন্টেলম্যানদের জন্য ক্রিকেট আফগানদের মতো বেয়াদপ দের জন্য নহে।

২| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৪

হাসান মাহবুব বলেছেন: নেপালিরা হৃদয় জয় করেছে।

১৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫২

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: সত্যি ভাই নেপালিরা অনেক ভালো আচরন করেছে। এবং তারা বাংলাদেশ কে নিয়ে অনেক সন্মানের সহিত কথা বলেছে।

৩| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ২:৫৭

হিংস্র ঈগল বলেছেন: অন্তত এটা আমার সাথে সবাই একমত হবেন নেপালিরা আফগানদের মতো কুলাঙ্গার নয়।
১০০% সত্যি।

প্রাইভেট মেডিকেলে আসা যাওয়ার সুবাদে কিছু নেপালির সাথে পরিচয় হয়েছে। উপমহাদেশের তথাকথিত বড় দেশগুলোর মানুষের মত তারা বেয়াদব নয়। যথেষ্ট ভদ্র।

২০ শে মার্চ, ২০১৪ রাত ৩:৩১

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আফগানরা মাংস আর তন্দুর ছাড়া কিছু খায় না। তাই তাদের মাথা সবসময় গরম থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.