![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।
কাল রাত্রে সামুর ওয়েব সাইটে কিছু কাজের জন্য আপনাদের ওয়েব কিছু ঘণ্টার জন্য বন্ধ ছিলো।
আজ সকাল বেলা সামহোয়্যার ইন ব্লগ ওপেন করতে গিয়ে দেখলাম, আমার পোস্টের সংখ্যা ডাবল হয়ে গিয়েছে। এছাড়া আমার কমেন্ট গুলো আমি পরতে পারছি না। আবার অনেক কমেন্ট আবার খুঁজে পাচ্ছিনা। আর কিছু পোস্ট ও হাওয়া।
এটা কি কোন সাময়িক সমস্যা। আশা করি আপনারা একটু নজর দিবেন।
কমেন্ট বক্স এ এটা আসে -
An Error Was Encountered
Error Number: 1146
Table 'swi_blog_live_2.abuse_reports' doesn't exist
SELECT * FROM abuse_reports WHERE comment_id=10505340 AND reporter_id=20650
১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৫
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভাই সমস্যার সমাধান হয়ে গিয়েছে। আমি এখন কমেন্ট পরতে পারছি আবার লিখতেও পারছি।
২| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩০
হেডস্যার বলেছেন: আমি এখন প্রায়ই সাইটেই ঢুকতে পারি না....
১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩১
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: এই সমস্যা মাজে মধ্যে আমারো হতো। বাসা থেকে লগইন করতে পারতাম অফিস থেকে না আবার অফিস থেকে পারলে বাসা থেকে না।
পড়ে আমি সামু কে একটা মেইল করেছিলাম। তারা আমার সমস্যার সমাধান করে দিয়েছে।
৩| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৪৪
এন ইউ এমিল বলেছেন: vooooooot
১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৭
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভুতের ওঝা আনতে হবে এমিল ভাই।
৪| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫৪
শরৎ চৌধুরী বলেছেন: এখনো কিছু বাগ রয়েছে। কোনভাবেই ভয় পাওয়ার কিছু নেই। ঠিক হয়ে যাবে দ্রুত। ততক্ষণ একটু ধৈর্য্য ধরার জন্য অনুরোধ করছি।
১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৯
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ শরৎ ভাই সমস্যার সমাধান হয়ে গিয়েছে। তবে একটা সমস্যা এখনো করছে তাহলো আমার কমেন্ট গুলো দেখেন আগের মতো একটা বক্সের মধ্যে আসছে না।
৫| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১০
হাসান কালবৈশাখী বলেছেন:
কয়েকটি পোষ্টের ছবি গায়েব হয়ে গেছে দেখলাম।
কাজ শেষ হয় নি, কিছু বাগ রয়েছ্ বলছে মডুরা ..
১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩১
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: হাসান ভাই ঠিক হয়ে যাবে আশা করি।
৬| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩৩
জানা বলেছেন:
আমার তো খুবই ভয় করছে @ শরৎ
শেষ পর্যন্ত বাঘেই (বাগ ) আমাদের খেয়ে না ফেলে....
১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫১
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: জানা আপা @ সমস্যা নেই। বাঘটাকে (বাগ) চিড়িয়াখানা তে আটকিয়ে রাখা হয়েছে। এখন সাধারণ মানুষ নিশ্চিন্তে সামু নামক শহরে কোন ভয় ছাড়া বিচরণ করতে পারবে।
২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:১২
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: জানা আপা @ একটা সমস্যা এখনো রয়ে গেছে সামুতে। আমরা যখন কোন নতুন পোস্ট লিখতে যাই, কিছুটা লিখে সাধারণত পোস্টটি ড্রাফ্ট করি।
কিন্তু এখন ড্রাফ্ট করার পরেও অটো ড্রাফ্ট পোস্ট হতে থাকে। এবং এই অটো ড্রাফ্ট পোস্ট এর সংখ্যা একটা দুইটা না অগণিত। ডিলেট করতে করতে সময় চলে যায়।
দয়া করে বিষয়টি একটু দেখবেন।
৭| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩৫
জানা বলেছেন:
হায় হায়!!
এখনতো দেখছি সবই ফরসা.... আমার মন্তব্য গেল কই
১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫৫
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: কন কি আপা উপরে হাসান কালবৈশাখী ভাইরে দেখলাম। কালবৈশাখী এর ঝড়ে সব উড়ে গেলো নাকি।
৮| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
প্রবলেমসঃ
সাম্প্রতিক মন্তব্যে ক্লিক করলে সরাসরি মন্তব্যে নিয়ে যাচ্ছে না।
১০০ এর উপরের মন্তব্য ক্লিক না করে দেখা যাচ্ছে না।
ছবি দেখা যাচ্ছে না।
ইত্যাদি।
১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫৬
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা @ সাবধানে থাইক্কেন সামু তে বাঘ ( বাগ ) ঘুরতাছে।
৯| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫৬
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: যাহোক আমি ভাই কামে গেলাম গা বিকালে দেখা হবে।
১০| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:০১
জানা বলেছেন:
বাগগুলো নিয়ে সবার কাছ থেকে পাওয়া ফিডব্যাকগুলো আমাদের দারুণ সাহায্য করছে। জানি, এমন আরও অনেক ছোট-বড় বাগ পাওয়া যাবে। এটা সাভাবিক এবং এর সমাধানও সহজেই সম্ভব। অশেষ ধন্যবাদ সবাইকে।
আমরা লাঠি-সোটা, মশাল সবকিছু নিয়ে বাঘগুলো তাড়াতে ব্যাস্ত আছি ।
১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২০
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: বাঘ নাকি ধরা পড়েছে এমাত্র ঢাকা চিড়িয়াখানা থেকে ফোন ফেলাম।
১১| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:০৭
ফান্টা বলেছেন: আমার পোস্টগুলোর মাঝে অর্ধেক আছে অর্ধেক নেই জানা আপু
১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২২
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ফান্টা ভাই নো টেনশন, একটা ঘুম দেন ঘুম থেকে উঠে দেখবেন সব ঠিক হয়ে গিয়েছে।
১২| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:১৮
জানা বলেছেন:
সব পোস্ট ফিরে আসবে @ফান্টা।
আপাতত ২৫০ মিলির এক বোতল ফান্টা নিয়ে বসুন। মন ভাল রাখুন। কারণ এতসব কান্ডকারখানা সবই ভাল'র জন্যে। আমরা আশাকরি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে এবং পেইজ লোডের টাইমটাও আগের চেয়ে আরও অনেক দ্রুত হবে। এই জন্যেই এই সব বাঘ-ভাল্লুকের আনাগোনা
১৩| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫০
এস.কে.ফয়সাল আলম বলেছেন: জানা আপু@ পূর্বের মত লগিন ব্লগারদের জয়েনিং ডেট অনুসারে হোমপেইজের বামপাশে নামগুলো প্রদর্শন করত, আর বেশ কয়েকমাস আগে থেকেই দেখছি ঐ নিয়মে সেটা চলছে না, পিং পং বলের মত একবার উপরে উঠছি আর নামছি ! এটাও কি বাগ সমস্যা ? নাকি ইচ্ছাকৃত ?
আর যদি ইচ্ছাকৃত হয় তবে কারণটা কি জানাবেন প্লিজ ??
১৪| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০১
জানা বলেছেন:
না না, ইচ্ছাকৃত হবে কেন? এটাও সেই বাগ আর বাঘের বাকবিতন্ডার কান্ডকারখানা ।
এটা নিয়েও টিম কাজ করছে। আপনাদের পর্যবেক্ষন, প্রকৃতপক্ষে এই ব্লগের যে কোন বাগ এবং সার্ভিস সংক্রান্ত জোরালো অনুসন্ধান ও দরকারী সমালোচনা সবসমই আমাদের সাহায্য করে। এই মুহূর্তে তা আরো বেশী কাজে দেবে আশা করি। কারণ এখন আমরা এসব নিয়ে কাজ করছি। যত বেশী ত্রুটি খুঁজে পাওয়া যাবে ততই সার্ভিস স্মুথ হবে বলে বিশ্বাস করি @ফয়সাল।
ভাল থাকবেন।
২১ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১৫
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: জানা আপা,
একটা জিনিস একটু খেয়াল করবেন কি? যারা পোস্ট দেয় এবং যারা পোস্টের উত্তর দেয় , পোস্টের উত্তরদাতার লেখা একটা বক্স এর মধ্যে থাকে। কিন্তু পোস্টের মালিক যখন উত্তর দিতে যায় তখন আর কোন বক্স থাকে না।
আগের অপশন টা কি ফিরিয়ে আনা সম্বব। না আরো পড়ে হবে এটা। একটু জানালে খুশী হতাম। কারন এখন কমেন্ট এর উত্তর দেওয়ার পর লেখাগুলো কেমন জানি খাপছাড়া লাগে।
২১ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২৯
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: শেষ আরেকটি জিনিস জানতে চাই। যখন ফেসবুকে কোন লেখার শেয়ার দিতাম তখন সামুর লোগো থাকতো আর লেখকের নাম থাকতো যেটা এখন করা যাচ্ছে না। আমি একটা স্ক্রীন শর্ট পাঠালাম।
১৫| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১৩
না পারভীন বলেছেন: প্রিয় জানা আপু , আমি লগ ইন অবস্থায় কখনোই সকল পোস্ট অংশ দেখতে পাইনা , সবসময় নির্বাচিত পাতা দেখতে আজ থেকে ৪/ ৫ মাস হয়ে গেলো । ল্যাপটপ থেকে বা মোবাইল থেকে যেখান থেকেই ঢুকিনা কেন ।
লগ আউট হলে দেখতে পাই । এই সমস্যার সমাধান এর দিকে নজর দিলে ভাল হয় । আরো কয়েকজন ব্লগারের ও এ সমস্যা আছে । আবার অনেকের এ জাতীয় কোন সমস্যা নেই জেনেছি ।
১৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:১৭
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আমিনুর ভাই যা বলছে তা পরেন পারভীন আপু। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে।
১৬| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪১
আমিনুর রহমান বলেছেন: @নাপা আপনার ব্লগে বামপাশে সেটিং এ দেখবেন
আপনার ডিফল্ট ট্যাব এর অপশনে নির্বাচিত পোস্ট দেয়া আছে। নির্বাচিত পোষ্ট লিখাতে ক্লিক করলে দেখবেন একটা উইন্ডো আসবে। সেখান "সকল পোষ্ট" সিলেক্ট করে আপডেট ক্লিক করুন।
১৭| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৩
আমিনুর রহমান বলেছেন:
মন্তব্যের ঘরের নিচের "সকল পোষ্ট" আর "উপরে যান" ট্যাব দুটো ভীষন উপকারী ট্যাব।
১৮| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৩
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: শান্তি আর শান্তি। পুরা শান্তি পাইতে আরো কিছুটা সময় লাগবে।
ধন্যবাদ জানা আপা কে।
১৯| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:০৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ব্লগারদের জয়েনিং অনুসারে নাম ভাল লাগে না। এখন যেমন আছে সেটা ভাল লাগে, আদারওয়াইজ শুধু তারাই প্রধাণ্য পায়, অন্যদের দেখা যায় না।
১৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:১৮
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: সহমত পোষণ করছি স্বর্ণা।
২০| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:০৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
প্রবলেমঃ
কমেন্ট দিলে কমেন্টে না নিয়ে পোষ্টের উপরে নিয়ে যাচ্ছে।
নটিফিকেশান বক্সে সব নটিফিকেশান আসে না।
নিজের পোষ্ট নিজে কমেন্ট দিলে (রিপ্লাই না), নটিফিকেশান আসে।
১৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:২২
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: স্বর্ণা @ জানা আপু বলছে কালকের মধ্যে সমাধান হয়ে যাবে। ভয় পাবেন না। আপনার কমেন্ট ছাড়া সামু অসহায়।
১৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫০
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: দ্রত সমাধান হোক আশা করি। এবং আমার মনে হয় সামু তে যারা কাজ করে তারাও বসে নেই। দেশের প্রথম শ্রেণীর ব্লগ বা বলা যেতে পারে সর্ব প্রথম ব্লগ। তারাও আপ্রান চেষ্টা করে যাচ্ছে এই সমস্যা সমাধানের। আমরাও আছি তাদের সাথে।
২১| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:০৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কমেন্ট দেয়ার পর অনেক বেশি লোড করছে।
২২| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:০৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার ও অন্য কিছু ব্লগারের ব্লগে গেলে ইংলিশে 'View more posts' দেয়ার মানে বুঝলাম না।
২৩| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ৯:১২
দি সুফি বলেছেন: মাত্রই অফিস থেকে বাসায় ফিরে দেখি আমার এক হাজার কমেন্ট হাওয়া
১৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:১৫
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: সুফি ভাই খবর পান নাই সামু থেকে বাঘ হারিয়েছে। সব কমেন্ট খেয়ে ফেলেছে।
২৪| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:২৩
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: গর্জে উঠো সামু।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৪ সকাল ৯:১১
দালাল০০৭০০৭ বলেছেন: সাময়িক সমস্যা ।