নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি

দেওয়ান কামরুল হাসান রথি

আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।

দেওয়ান কামরুল হাসান রথি › বিস্তারিত পোস্টঃ

নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ অন্ধ্র উপকূলে

১৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:১১

হারিয়ে যাওয়া মালয়েশিয়ার প্লেন নিয়া যা খেলা শুরু হইলো তা বাংলা সিনেমা কেও হার মানায়। প্রথম কইলো এটা দুর্ঘটনা পাওয়া যাইতে পারে ভিয়েতনাম সাগরে এ তারপর কইলো চায়নাতে তারপর শুনলাম বাংলাদেশ এ। আবার কইলো এটা নাকি পাকিস্তানে নামানো হইছে। আবার শুনলাম পাইলটরা নাকি আত্মহত্যা করছে। আবার শুনলাম আকাশে নাকি এটা ধ্বংস হয়ে গেছে। আবার প্লেনের অনেক যাত্রীর আত্মীয়রা দাবী করছে তারা নাকি প্লেন থেকে কল ও পেয়েছে।



এই মাত্র দেশী একটি অনলাইন নিউজ থেকে জানলাম " নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ নাকি অন্ধ্র উপকূলে পাওয়া গিয়েছে "



আবারো পত্রিকা বিক্রির প্রোপ্যাগান্ডা। ডক্টর জোসেফ গোয়েবলস বেঁচে থাকলে আজকে খুব খুশী হতেন আমাদের এই প্রতিভা দেখে। তার চেয়ে ভালো প্রোপ্যাগান্ডা সৃষ্টি করতে পারে আমাদের দেশের লোকেরা। তাই আমার ভাষায় একটা কবিতা লিখলাম।



ধন্য হে গোয়েবলস

তুমি রবে অমলিন

যাহা বীজ ঢুকিয়ে দিয়ে গেলে

আমাদের মাজে

তা থাকবে চিরকালীন।



সর্বশেষ কথা হইলো। আসলে কি হইছে? এটা বল ? আর না পারলে বকর বকর করিসনা। ব্যর্থতা স্বীকার করে চুপচাপ বইসা থাক। জোকারের দল।

মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৯

মোমেরমানুষ৭১ বলেছেন: সেদিন এক অনলাইন পত্রিকা দাবী করল বিমানটি বরিশালে ল্যান্ড করতে পারে

১৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: মোমেরমানুষ৭১ @ ভাই আমি চিন্তায় আছি আমাদের বাসা নিয়ে। এমনিতে পূরানো বাসা। আমাদের উপর যদি ল্যান্ড করে তাহলে সামু থেকে আমার মতন আবাল বলদ একজন লেখক জাতির কলংক কে হারাবেন।

২| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫২

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: :D :D :D :D

১৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৫

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: রক্তভীতু ভ্যাম্পায়ার ভাইজান কাউন্ট ড্রাকুলা সাহেব কেমন আছে। রক্ত চোসাচুসি কি চলছে।

৩| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: একটা ফাইজলামী শুরু হইছে এই বিষয়টা নিয়া।

২০ শে মার্চ, ২০১৪ রাত ৩:২৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: কিছুদিন লেখার জন্য নতুন কোন খোঁড়াক খুঁজে পেলো আমাদের পত্রিকাওয়ালা ভাইয়েরা।

৪| ২০ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩২

মোঃ ইসহাক খান বলেছেন: বেশ কিছুদিন ধরেই আলোচনার বিষয় হয়ে আছে!

২০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ইসহাক ভাই খবরতো দরকার আর তো কোন খবর নেই ছাপানোর। তাই সবাই এটার পিছনে পড়ে আছে। হুজুগে আমরা।

২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৪৯

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: লেবু বেশীক্ষণ চিপার ফলে রস বলতে কিছু নেই। শুকনো একটা বস্তুতে পরিণীত হয়েছে।

৫| ২০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩২

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: হুম,সেইরাম চলতেছে! ;) ;) ;)

২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৪৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: রিপোর্টার ভাইদের কষ্ট এখন অনেকাংশে লাঘব হয়েছে। এখন তো একটা খবরই টক অফ দ্য পেপার।

৬| ২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১২

মুহাই বলেছেন: আমার কেনো যেন মনে হয় বিমান টি কোথাও আছে!!!!

২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৫০

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আছে বোধহয় ভাই। আমার প্রশ্ন হল এতো উন্নত প্রযুক্তি থাকতে একটা সাধারন বিমান কেন তারা খুঁজে পাচ্ছে না।

৭| ২০ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:০৯

শায়মা বলেছেন: সবচেয়ে মজার কথাটাই শুনেছি আমাদের পাশের বাসার এক পিচ্চিকে এক হুজুর কোরান শরীফ পড়ান। তিনি নাকি ঐ পিচ্চিকে বলেছে, সমুদ্রে নাকি কাফের জ্বীন থাকে। কি যেন তার নামও। সেই জ্বিন নাকি ঐ বিমান অদৃশ্য করে দিয়েছে।


হুজুরের ক্রিয়েটিভ চিন্তা/মতবাদ শুনে সত্যি আমি মুগ্ধ!


:P

২০ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:১৬

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: কাফের জ্বীন =p~ ভাই আমি হাঁসতে হাঁসতে শেষ। কি যে অবস্থা।

৮| ২০ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:২৪

শায়মা বলেছেন: :P

২০ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৪

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: শায়মা আপু আপনাকে অ্যাড করা যাবে ফেসবুকে।

৯| ২০ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিজ্ঞান প্রযুক্তির এই দুরবস্থঅ!!!!!!!!!!!!!!!!!!!!!

একখান বিমান আইজ কত দিন হইল!!!!

সবই ভাসা ভাসা কথায় ব্যাস্ত!!

তো মঙ্গল আর গ্যালাক্সি নিয়া যা কয় আমরাতো চুখ বন্ধ কইরা বিশ্বাস করি!!

ওগুলার বাস্তবতা আবার ইরাম নাতো? ;) :P =p~ =p~

২০ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৪২

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: বিদ্রোহী ভৃগু ভাই স্টান্টবাজী বহুত আগে থেকে চলে আসছে। এরকমো পড়ছি, আসলে চাঁদে নাকি অল্ড্রিন/কলিন্স/আর্মস্ট্রং কেউ যায়নি। সব নাকি হলিউডে শুটিং করা।



১০| ২০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

জ্যাকসন বলেছেন: এইমাত্র অস্ট্রেলিয়ার নিউজে দেখলাম প্লেনটির কিছু অংশ ইন্ডিয়ান মহাসাগরে দেখা গেছে। অনেকগুলো প্লেন এখন ওইখানে যাচ্ছে। কালকে নাগাদ কিছু একটা জানা যাবে ভাল করে।

১১| ২০ শে মার্চ, ২০১৪ রাত ৮:৪৪

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: জ্যাকসন ভাই সম্ববত। আশা রাখি তারা প্লেনটা খুঁজে পাক।

১২| ২০ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫৭

সীমানা ছাড়িয়ে বলেছেন: সর্বশেষ কথা হইলো। আসলে কি হইছে? এটা বল ? আর না পারলে বকর বকর করিসনা। ব্যর্থতা স্বীকার করে চুপচাপ বইসা থাক। জোকারের দল।

--

জাঝা

২০ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৬

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভাই এই কয়েকদিন একটা লেবুরে যেমন কইরা কচলাইলো লেবু এখন তিতা হইয়া গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.