নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি

দেওয়ান কামরুল হাসান রথি

আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।

দেওয়ান কামরুল হাসান রথি › বিস্তারিত পোস্টঃ

প্রথম থেকেই বাংলাদেশের টিম সিলেকশন ভুল ছিলো।

২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:১৫

টি ২০ বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন টিম ঘোষণা করলো। আমি এই টিমের খেলোয়াড়দের দেখে টাস্কি খাইয়া গেছি। জিয়া কই মোমিনুল নাই কেন। এদের কি কারনে নামানো হলোনা। আবার সোহাগ গাজী নাই।



আমার দেখা এ সময়ের সবচেয়ে ফালতু খেলোয়াড় হল ফরহাদ রেজা। এই লোকটারে আমি জীবনে ৬ মারতে দেখলাম না আর তার বল সবসময় শর্ট পিচ মার্কা বল। খালি শুনি ফরহাদ রেজা ঘড়োয়া লীগে ভালো খেলে। আর জাতীয় টিমে আসলে পোতাইয়া যায়।



এরকম নিম্ন শ্রেণীর অল রাউন্ডার এর চেয়ে বেটার অপশন মোমিনুল। এমনিতে আমাদের দেশের পেস বোলার সংকট। আজ পর্যন্ত যত বোলার আসছে মাশরাফি ছাড়া কেউ সুবিধা করতে পারেনি।



এক্ষেত্রে দুইটা পেসার এর সাথে স্লো মিডিয়াম বোলার নামানোর কোন যৌক্তিকতা নাই। আমাদের দল সবসময় স্পিন নির্ভরশীল। তাই রেজার বদলে মোমিনুল কে খেলানো হোক।



আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি তা হল নাসিরের উচিৎ ছিলো স্ট্রাইক নিজের কাছে রাখা। আলামিন কে ব্যাট দেওয়া উচিৎ হয়নি। আর রাজ্জাক ভাইরে কই ভাই দয়া কইরা শর্ট পিচ মারা বন্ধ করেন। দলের বিপদের সময় আপনার শর্ট পিচ মারা শুরু হয়। এতদিন খেলে কি বাল শিখছেন।



আপনাগো গায়ে তেল জমছে। মূল পর্বে উঠছেন ফাইভ স্টার হোটেল এ গিয়া ভালো খানা খাইবেন আর ঘুমাইবেন। আর এটা চিন্তা করবেন না দেশের কোটি কোটি জনগনের ঘুম আজকে আপনাগো লইজ্ঞা হারাম হইয়া গেছে।



আজকে রাস্তা দিয়া আসার পড় যে কয়জন মানুষের মুখ চোখে পড়ছে সবার মুখে বিষাদের ছায়া। আমার বাল ২টা প্রেশার এর ঔষধ খাওয়া লাগছে আপনাদের জন্য।



১৬ কোটি মানুষের আবেগ নিয়া ছিনিমিনি খেলতে পারেন না আপনারা।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:১৬

দালাল০০৭০০৭ বলেছেন: আজগুবি এক খেলা দেখলাম।ফরহাদ রেজা নাকি পাপনের ভাইগনা। এ জন্যে তারে দল থেকে বাদ দেয় না । সে এ ক ওভারে হংকংয়ের মত দলের কাছে রান দেয় ১৫।আবাল আর কারে কয়।

২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:২২

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: কন কি ভাই? সত্যি নাকি।

২| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:২৪

nurul amin বলেছেন: হ ঠিক কইছেন।

২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:২৬

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: না ভাই কষ্ট পাইলাম পচা শামুকে পা কাটছে।

৩| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:২৪

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: পাপন ভাই এর উচিৎ দেশ ও জাতির কথা মাথায় রেখে অবিলম্ভে রেজা কে বাদ দেওয়া উচিৎ।

৪| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:২৪

দালাল০০৭০০৭ বলেছেন: হুম

২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:২৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: প্রেশারের ঔষধ খুঁজতাছি। নাইলে আজকে রাত্রে আর ঘুম হইবোনা।

২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: রেজারে যদি আবারো খেলাতে নেয় আমি খেলা দেখা বন্ধ কইরা দিমু।

৫| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:২৭

প্রবাসী পাঠক বলেছেন: ফরহাদ রেজা নাকি পাপনের ভাইগনা!!!



সত্যি নাকি? জানতাম না তো!!!!

২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩০

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আরে না ভাই আমার তা মনে হয়না। এনাদার গোয়েবলস এর প্রোপ্যাগান্ডা।

৬| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩৭

দি সুফি বলেছেন: ফরহাদ রেজা ঘরোয়া লীগে কয়টা ম্যাচ ভালো খেলে?? এই লোকরে নিছে জাতীয় দলে X(( X((

২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৫

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আমি দেখছি যেদিন ও গায়ের জোরে মারে বড়োজোর মিডফিল্ডে ক্যাচ হইয়া ধরা পড়ে। আমাদের ঘুম হারাম করে এসব খেলোয়ার নেওয়া। আমারে প্রেসারে ফালানো। কপাল আর কপাল রে ভাই। এই লজ্জা আমি কই রাখি। আমি বাংলাদেশ টিমের ডাই হার্ড ফ্যান।

৭| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩৭

প্রবাসী পাঠক বলেছেন: বাংলাদেশের দল গঠন দেখে সত্যিই বিস্মিত হয়েছি। সাব্বির , ফরহাদ রেজা অন্তত আমার দৃষ্টিতে দলে জায়গা পায় না। মমিনুলকে কেন নেয়া হচ্ছে না , তা বুঝতে পারছি না।

২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৬

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আমিও তো সেম কথা কই কন শক্ত খুটির উপর ভিত্তি করে সে ম্যাচ এ চান্স পায়। তার হাত কত বড়।

৮| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৩

রাজীব বলেছেন: পাপনের আরো যদি কোন ভাতিজা-ভাগিনা থাকে তাদেরকেও দলে নেয়ার দাবী জানাচ্ছি।

২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: রাজীব ভাই ফরহাদ মনে হয় সম্মোহন বিদ্দায় এক্সপার্ট। নাইলে কি কারনে দলে। আমার মাথা কাম করতাছে না।

৯| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৬

উজবুক ইশতি বলেছেন: সহমত

২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ফরহাদ রেজা যদি নেক্সট টাইম এ আবার খেলে আমি অনশন করুম কইলাম।

১০| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৫

সুমন অহেমদ বলেছেন: পাপনের ভাইগনা? মানে কি!!!! কেমনটা লাগে!! জাতীয় দল কি পাপনের কোম্পানী?

২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:০৯

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: সুমন ভাই আরে না। এটা বানানো পাপন ভাইয়ের ভাগ্না হলে এশিয়া কাপেও খেলতো।

১১| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:০৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আর রাজ্জাক ভাইরে কই ভাই দয়া কইরা শর্ট পিচ মারা বন্ধ করেন। দলের বিপদের সময় আপনার শর্ট পিচ মারা শুরু হয়। এতদিন খেলে কি বাল শিখছেন। =p~ =p~ =p~

মাহমুদুলল্লারে আমার ভাল লাগেনা এর বাদ দেয়া দরকার। মাহমুদ টেস্টেই একটু সুযোগ দেয়া যায়।

ফরহাদ আর মাহমুদরে বাদ দিয়া মুমিনুল আর শামসুর হইলে ঠিকাছে।

২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভাই রিয়াদ রে দিয়া স্পিনটা ভালো হয়। তবে শামশুর রেও দলে নেওয়া দরকার আছিলো। মূল পর্বে ঠিকি গেলাম। মাগার মনে শান্তি বইলা কিচ্ছু নাই। মনে হইতাছে রাস্তায় গিয়া ন্যাংটা হইয়া শুইয়া থাকি।

১২| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৭

নুর মোহাম বলেছেন: হ ঠিক কইছে
আপানার কথায় একটু শান্তি পাইলাম, যেন আমার মনের কথাগুলোই লিখছেন
প্লাস উঠাইয়া দিছে মডুরা তয় আপনারে প্লাস দিলাম

২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভাই কই আমারে তো কোন ভাইজান প্লাস দিলোনা। ভাই একসময় ক্রিকেট নিয়া এমন গবেষণা করছি। আমার তো মনে হয় নেক্সট জাতীয় দলের নির্বাচক আমার হওয়া দরকার।

আপনারা আমার লগে আছেনতো।

১৩| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩১

আমি অপার হয়ে বসে আছি বলেছেন: নাসির রে কিছুদিনের জন্য রেস্ট এ পাঠানো উচিত। সে ইদানিং এড-ফ্যাড কইরা প্রচুর টাকা বানাইছে, খেলায় মন উইটা গেছে গা, তারে বারিতে বিশ্রামের বিশেষ অনুমতি দিক আমাগো পাপন আংকেল।

২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪৫

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভাই যখন দল হারতে বসে ওদের অ্যাড দেখলে আমার মাথা গরম হইয়া যায়। নাসির একটা বিজ্ঞাপন করে দেইক্ষা মনে হয় মামার অনেক দিন থেকে হাগা হয়না। টাকার গরমে মামারা সব শেষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.