নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি

দেওয়ান কামরুল হাসান রথি

আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।

দেওয়ান কামরুল হাসান রথি › বিস্তারিত পোস্টঃ

ভাই ক্রিকেট নিয়া আর পোস্ট দিয়েন না।

২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩৪

ভাই আমাদের ক্রিকেট টিম ভুল করছে আবারো ভুল করবো তারপরও এটা আমাদের বাংলাদেশ টিম আমাদের দেশের টিম । আমাদের ভাই এরা । এরাই অনেক খেলায় আমাদের আনন্দের বন্যায় ভাসিয়ে দিয়েছে আমরা এদের জয়ে আনন্দে উম্মাতাল হয়ে গেছি আবার এরাই আমাদের ভীষণ লজ্জাজনক পরিস্তিতির সম্মুখিন করেছে।



আসেন আমরা আপাতত আমাদের জাতীয় দলকে নিয়ে সবাই কমেন্ট বা পোস্ট দেওয়া আজকের জন্য বন্ধ করে দেই। কারন যত আমরা রাতের পড় রাত আলোচনা করি, হংকং রে তো আর এই মুহূর্তে ঠগাইতে পারুমনা। ফাও পেচাল পাইরা কি লাভ।



আমাদের টার্গেট নেক্সট ম্যাচ গুলাতে যেনো আমরা ভালো খেলতে পারি। আর দয়া কইরা আমাদের নির্বাচক ভাইজানেরা একটু বুইজ্জা শুইন্না খেলোয়াড় নির্বাচন করেন।



শুধু দুই এক ম্যাচ এর পারফরম্যান্স এর উপর ভিত্তি কইরা খেলোয়াড় নিয়েন না। দেশে এখনো খেলোয়ার ফুরাই যায় নাই।



আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের অনেক পার্থক্য।

তাই আমাদের উচিৎ অতীত ভুলে সামনে এগিয়ে চলা।



আবারো কোন ভাই যদি পোস্ট দেন পিসি অফ কইরা ঘুম দিমু। আমরা বাঙালি কালকেই সব ঘটনা ভুইল্লা বইসা থাকুম। টেনশন লইয়া লাভ নাই। আসেন টপিক পরিবর্তন করি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩৭

কালপুরুষ০০৯ বলেছেন: ব্যাপক কইছেন ভাই। ক্রিকেট লইয়া পোস্ট দেখতে দেখতে মাথাটা ঝিম খাইয়া গেছে। তারচেয়ে আহেন দোয়া করি যেন আগামী ম্যাচ ভালা খেলে।

২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪২

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: হ ভাই কথায় কথা বাড়ে। তারচেয়ে ভালো টপিক পরিবর্তন করি। আর আগামী ম্যাচ ভালো খেলুক এই আমাদের শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.