![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।
আমরা ছেলেদের বিশ্বকাপ নিয়ে মাতামাতি করি। ফেসবুকে স্ট্যাটাস এর পর স্ট্যাটাস এর বন্যা বয়ে যায়। চায়ের কাপে ঝড় তুলি। অলিতে গলিতে আলোচনা সমোলচনার ঝড় বয়ে যায়। এদিকে যে আমাদের বাংলাদেশ মহিলা ক্রিকেট টিমের কি অবস্থা বা তাদের খেলার খবর কেউ আমরা কি কেউ জানি। আমরা কেউ কি রাখি?
এমনকি আমি একটা মেয়েরও ফেসবুক স্ট্যাটাস এ দেখলাম না আমাদের বাংলাদেশ মহিলা ক্রিকেট টিমের কথা।
নারী দিবসে আসলে আমাদের নারী প্রীতি বেড়ে যায়। ফেসবুক বা ব্লগে আমরা নারী নারী করতে করতে আমরা পাগল হয়ে যাই। আমার দেখা নারী, আমার মা নারী, আমার বৌ নারী, আমার দেখা সেরা নারী, আমার দেখা শতাব্দীর শ্রেষ্ঠ নারী ইত্যাদি ইত্যাদি।
নারী দিবস শেষের পরেরদিন দেখা যায় আমরা সেই নারীদেরকে ভুলে গেছি। তারা আবার ৩৬৫ দিনের মধ্যে ৩৬৪ দিনের জন্য হারিয়ে যায়। বছরের এক দিন আবার তারা ফিরে আসে। কি অদ্ভুত তাই না?
আমার এই কথা বলার একটাই কারন আসুন আমরা আমাদের ছেলে ক্রিকেট টিমের সাথে নারী ক্রিকেট টিমের ও খোঁজ খবর রাখি।
নাহলে আমাদের কথার সাথে আর কাজের কোন মিল থাকবেনা।
২১ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০৯
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভোরের সূর্য ভাই নারীদের নিয়ে কোন সময় মাতামাতি হয়না। শুধু নারী দিবস আসলে সবার নারীদের কথা মনে পড়ে যায়। আপনি ছেলে না মেয়ে কিনা জানি না কারন আপনার আইডি দেখে আমি বুজতে পারছি না। একটা জিনিস লক্ষণীয় আমি এই নারীদের নিয়ে একটা লেখা লেখার পর কোন নারীর কমেন্ট পেলাম না। খুবই দুঃখজনক।
এশিয়া কাপে যেদিন বাংলাদেশ পাকিস্তান টিমের সাথে হারলো। সেদিন আমাদের নারী টিম কিন্তু পাকিস্তান ক্রিকেট টিমের সাথে জয়ী হয়েছিলো। ফেসবুক বলেন ব্লগ বলেন সামাজিক যোগাযোগ সাইট গুলোর কথা বলেন কোন জায়গাতে এই নিয়ে আমি লেখা খুঁজে পাইনি। সবাই ছেলেদের খেলা নিয়ে ব্যাস্ত ছিলো। হয়তো মেয়েদের কে নিয়ে কেউ লিখেছিলো যা আমার চোখে পরেনি।
ভাই যতই আমরা নারী অধিকার নিয়ে লাফালাফি করিনা কেন। আমাদের কাজ কর্মে কিন্তু অধিকার এর কোন চিহ্ন থাকে না।
আমাদের নারী অধিকার জাগ্রত হয় শুধু বিশ্ব নারী দিবসের সময়।
ধন্যবাদ ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪১
ভোরের সূর্য বলেছেন: আমি ছেলেদের বিশ্বকাপ নিয়েও বেশি মাতামাতি করছি না কিন্তু ভাই এটা সত্য যে আপনার লেখার টপিক দেখে ব্যক্তিগতভাবে আমি নিজেই খুব লজ্জিত।
আসলেই আমরা মেয়েদের বিশ্বকাপ নিয়ে কেউ কিছু বলছিনা এমনকি তাদের উৎসাহও দিচ্ছিনা।আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়টি নিয়ে লেখার জন্য।