নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি

দেওয়ান কামরুল হাসান রথি

আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।

দেওয়ান কামরুল হাসান রথি › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা

২৫ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪৫



দিনটি ছিলো ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ,

পরাধীনতার শিকল থেকে মুক্ত হয়ে ,

জন্ম নিলো বাংলাদেশ নামে স্বাধীন একটি দেশের ।



স্বাধীনতার বিনিময়ে রক্তে লাল হয়ে গিয়েছিল ,

এই বাংলার সবুজ মাঠ ও প্রান্তর ,

শত শত মুক্তি যোদ্ধাদের প্রানের ফসল ,

আমাদের এই বাংলাদেশ ,

তাদের জীবন ত্যাগের জন্যই ,

পেয়েছিলাম বাংলাদেশ নামের এক স্বাধীন দেশের ,

একটি স্বাধীন মানচিত্রের।



বিনিময়ে দিতে হয়েছিল ৩০ লক্ষ্য মানুষের লাশ

দিতে হয়েছিল মা বোনের ইজ্জত ,

আরো কতো কি?

তবুও বাংলাভাষী মানুষেরা পেলো

একটি স্বাধীন দেশ

বাংলাদেশ।



আমার দেশ তোমার দেশ ,

মুসলিম, হিন্দু, বৌদ্ধ, ক্রিস্টিয়ান ,

সবার দেশ ,

বাংলাদেশ ।



আমাদের একটি ভাষা ,

প্রানের বাংলা ভাষা ,

বাংলা আমাদের মা ,

বাংলা আমাদের গর্ব ,

বাংলাদেশ আমাদের অহংকার ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০১

আমিনুর রহমান বলেছেন:




আমার দেশ তোমার দেশ ,
মুসলিম, হিন্দু, বৌদ্ধ, ক্রিস্টিয়ান ,
সবার দেশ ,
বাংলাদেশ ।



সুন্দর +++

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ রহমান ভাই। আমি চাই এক শান্তির দেশ। যে দেশে কোন মারামারি হানাহানি থাকবেনা। আমরা সবাই একসাথে থাকবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.