![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।
প্রিয় গেইল,
আশা রাখি খুব ভালো আছো। আজকে তোমার কাছে যে কারনে আমার এই পত্র লেখা, শুনিলাম বাংলাদেশে পদার্পণ করিয়া তুমি নাকি বাংলাদেশের ক্রিকেটার সোহাগ গাজীর কথা ভুলিয়া গিয়েছো। বড়দের কাছে শুনিয়াছিলাম লম্বা মানুষের বুদ্ধি নাকি হাঁটুতে থাকে। তাহারো আবার প্রমান পাইলাম তোমার দ্বারা। ইহা কোন ঘটনাই নহে।
যাহোক তোমার যদি সোহাগ গাজীর কথা মনে না থাকে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনুরোধ করিব বাংলাদেশ বোর্ড এর আর্কাইভ থেকে তোমাকে পুরানো কিছু ভিডিও দেওয়ার জন্য। তাহলে তুমি কিঞ্চিৎ মনে করিতে পারিবে আর না পারিলে মনে করিব তোমার স্মৃতি মালেয়শিয়ান প্লেনের সাথে হারাইয়া গিয়াছে।
তোমার সাথে অনেক খেজুরে কথা লিখিলাম, আজকে তোমাকে আমার যে কারনে এই খোলা চিঠি লেখার উদ্দেশ্য তাহাই তোমাকে বলছি। তুমি আজকে তাড়াতাড়ি আউট হইয়া যেও ঠিক যেমনভাবে তুমি ইন্ডিয়ার বিপরীতে ৩৩ বলে ৩৪ রানে করিয়া আউট হইয়াছিলে। তবে বাংলাদেশের বিরুদ্ধে তুমি বাছা ১০ রান করিয়া আউট হয়ে যেও। আমি বি পি এল কমিটির সাথে কথা বলিয়াছি এবং তোমার নামে সুপারিশ করেছি তোমাকে তারা নেক্সট বি.পি.এল খেলার সুযোগ করিয়া দিবে।
সবশেষে গেইল তোমাকে বলছি, জাতীয় দলে তোমার ভালো না খেললেও চলবে তুমি শুধু ঘড়োয়া লীগে ভালো খেলো। তাইলে আমরাও খুশী তোমার আই.পি.এল টিম ও খুশী, তুমিও খুশী।
ইতি
তোমার চেয়ে লম্বায় ছোট
দেওয়ান কামরুল হাসান রথি
২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৪৭
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: গেইলকে ভড়কানো আর কিছুনা।
২| ২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫৯
শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহাহা।
২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৪৯
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আমার মনে হচ্ছে শরৎ ভাই গেইল আজকে সুবিধা করতে পারবেনা।
৩| ২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ২:০০
প্রোফেসর শঙ্কু বলেছেন: গেইল আজকে বিশের নিচে আউট হবে।
২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৪৩
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: শঙ্কু ভাই ২০ নয় ১০ হবে।
৪| ২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২৭
পথহারা সৈকত বলেছেন: আজ টাইগারদের কাছে গেইলের কোন বেইল নাই.....
২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৪৯
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: গেইল এর সত্যি আজকে বেইল থাকবেনা। গেইল এখন হইলো খেপ খাটা খেলোয়াড়। টাকা আছে গেইল আছে।
৫| ২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:০৭
পুরানো আমি বলেছেন: মজা পাইলাম। গেইল কখন কি করে বসে বলা মুশকিল।
২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:০০
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আজকে পারবে না ভাই। গেইলের চামড়া মোটা হয়ে গেছে আজকে দাঁড়াইতেই পারবেনা।
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কাহিনী কি?