![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।
দেশটি পূর্ব পাকিস্তান ,
১৯৭১ সন ,
স্বৈরাচার পশ্চিম পাকিস্তানের সরকার ,
কেড়ে নিতে চাচ্ছে মায়ের ভাষা বাংলা ,
আর হরন করছে আমাদের গনতান্ত্রিক অধিকার ,
অবশেষে , বঙ্গবন্ধুর জ্বালাময়ী সেই ৭ই মার্চের ভাষণ ।
নতুন ভাবে ফিরে পেলো প্রান ,
এ দেশের জনগন ।
২৫ এ মার্চ ,
ইতিহাসের নিকষ কালো অন্ধকার এক রাত ,
অপারেশান সার্চলাইট ।
হত্যাযজ্ঞ ,
নিধন ,
ধর্ষণ ,
অপহরন ,
গুম ,
শুরু হলো স্বাধীনতাকামীদের আন্দোলন,
বাজলো যুদ্ধের দামামা ,
ঝাপিয়ে পড়লো ,
বাংলার অকুতোভয় মুক্তি সেনা ।
যুদ্ধ যুদ্ধ যুদ্ধ ,
রক্ত রক্ত রক্ত ,
লাশ লাশ লাশ ।
১৪ ডিসেম্বর ,
ইতিহাসে যুক্ত হলো ,
আরও এক কালো অধ্যায়ের স্বাক্ষর ।
অবিচারে হানাদারদের নির্বিচারে নিধন ,
প্রান দিলো বাংলার অসংখ্য ,
বুদ্ধিজীবীগণ ।
অবশেষে , আসলো সেই ১৬ই ডিসেম্বর
বাংলার অকুতোভয় মুক্তি সেনারা করলো জয় ,
নিয়ে এলো আমাদের ,
সেই আকাঙ্ক্ষিত বিজয় ।
জন্ম নিলো নতুন একটি স্বাধীন দেশ
নামটি তার বাংলাদেশ ।
২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৪০
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: প্রান ভরে নি:শ্বাস নেওয়ার সুযোগ পেলাম। জেনারেশন সুপারস্টার @ ব্রাদার কেমন লাগলো কইলেন নাতো। আপনারা উৎসাহ না দিলে কবিতা লেখা ছাইড়া দিমু।
২| ২৫ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২০
জেনারেশন সুপারস্টার বলেছেন: আপনার মুক্তিযুদ্ধে অংশ নেওয়া উচিৎ ছিল
২৫ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৪
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: যুদ্ধের ৭ বছর পরে জন্মাইছি। কি আর কমু ।
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৭
জেনারেশন সুপারস্টার বলেছেন: আর আমরা প্রাণভরে নি:শ্বাস নেওয়ার সুযোগ পেলাম