নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি

দেওয়ান কামরুল হাসান রথি

আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।

দেওয়ান কামরুল হাসান রথি › বিস্তারিত পোস্টঃ

কুকুরের সাথে আমার তফাৎ কোথায়।

৩১ শে মার্চ, ২০১৪ রাত ১২:০১

আমি মূলত আমার অফিস শেষ করে হাতিরঝিল অথবা মৌচাক হয়ে পান্থপথ এ চলে আসি। আজকে ভাবলাম একটু বাস ভ্রমন করি তাই মৌচাক না নেমে সরাসরি পল্টন চলে আসলাম। পড়ে ওইখান থেকে একটা বাসে খামার বাড়ি নামলাম।



এদিকে বাস থেকে নামার পর বাসা থেকে ফোন দিলো আমার ছোট বোন ভাইয়া আইসক্রিম এনো। আমি আইসক্রিম কেনার জন্য একটা দোকানে ঢুকতে যাবো। এসময় একটি দৃশ্য দেখে আমার এতো কষ্ট পেলাম। আমার সামনে দিয়ে একটু কুকুর হেঁটে যাচ্ছে তার পিছনের পা দুইটি কি কারনে জানিনা ভেঙে গেছে। কুকুরটা সামনের পার উপর ভর করে লেংচাতে লেংচাতে সামনে যাচ্ছে। আমার চোখে পানি এসে গেলো। আমার ইচ্ছা করছিলো আমি তাকে কোন পশু হাসপাতালে নিয়ে যাই। কিন্তু কি দোটনায় পড়ে গেলাম শুধু মনের দুঃখ মনে রয়ে গেলো।



কি এক দেশে বাস করছি আমরা। সাধারণ মানুষ ঠিকমতো চিকিৎসাসেবা পাচ্ছে কিনা আমি জানিনা। প্রানিদের নিয়েও তো একটা হাসপাতাল আছে।

আমি ইচ্ছে করলে ওই কুকুটাকে নিয়ে হাসপাতালে ভর্তি করতে পারতাম।



কারন করতে পারিনি, এটা আমার ব্যার্থতা। আমিও যে এক মানুষরূপী কুকুরের চেয়েও অধম।



আমাকে আজকে আপনারা ঘৃণা করুন। সবাই জুতা মারুন আমার মুখে। আমি আমার দায়িত্ব পালনে ব্যার্থ।



আমাকে আপনারা মাফ করে দিয়েন।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১২:০৯

সরলপাঠ বলেছেন: মনুষত্যের বিসর্জন যেমন একদিনে হয়না, তেমনি মনুষত্যও একদিনে গড়ে উঠেনা। আপনার বক্তব্যটি পুরো সমাজের প্রতিচ্ছবি।

৩১ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভাই আমি আমার সামাজিক দায়িত্ব পালনে ব্যার্থ আপনার পা থেকে জুতা খুলে আমাকে মারুন। আমি কুকুরের চেয়েও অধম।

২| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫৩

নির্ঘুম লযাম্পোস্ট বলেছেন: আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত

৩১ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভাই আমি অনেক ইমোশনাল অনেক কিছু দেখে আমি কষ্ট পাই। কালকের ঘটনাটিও আমাকে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে।

৩| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:১৩

*কুনোব্যাঙ* বলেছেন: কিছু মানুষের সাথে কুকুরের একটা সুস্পষ্ট পার্থক্য আছে। কুকুর সাবালক হলে এক পা উপরে তুলে হিসি করে কিন্তু সেই মানুষগুলো তা করেনা।

৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০০

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: সহমত ভাই। কুকুর অনেক প্রভুভক্ত এবং বিশ্বাসযোগ্য যাহা আমরা নই।

৪| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:১৯

আমিনুর রহমান বলেছেন:




আপনার মধ্যে তো তাও এই বোধটুকু এসেছে যে কুকুরটাকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিৎ কিন্তু আমরা তো মানুষ দুর্ঘটনা কবলিত হলেও না দেখার ভান করে মুখ ঘুরিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে যাই এবং পরবর্তীতে তা নিয়ে অনুতাপেও ভুগি না :/

৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০১

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: সত্যি আমিনুর ভাই আমাদের মন যান্ত্রিক হয়ে গেছে যেখানে ভালোবাসার ছিটেফোঁটাও নেই।

৫| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:৩০

ইমাম হাসান রনি বলেছেন: আমিনুর রহমান বলেছেন:



আপনার মধ্যে তো তাও এই বোধটুকু এসেছে যে কুকুরটাকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিৎ কিন্তু আমরা তো মানুষ দুর্ঘটনা কবলিত হলেও না দেখার ভান করে মুখ ঘুরিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে যাই

সহমত

৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: রনি ভাই কালকের ঘটনায় আমি খুব হার্ট। আমার চোখের সামনে এখনো বার বার ভেসে উঠছে।

৬| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৪৮

হাসান কালবৈশাখী বলেছেন: - :(

৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১০

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: হাসান ভাই কেমন আছেন। কালকে আপনার লেখাটা ভালো হয়েছে। একটা সময় আমরা ফার্মগেট পার্ক এ খেলতাম অথবা লাল দীঘির ময়দানে খেলতাম যেটা এখন নভোথিয়েটার আর সামরিক জাদুঘর হয়ে গেছে। টিএনটি মাঠে খেলার চান্স পেতাম খুব কম। ওইখানে বড়রা খেলতো।

শুক্রবার কোন ম্যাচ থাকলে এমপি হোস্টেলের মাঠে খেলতাম। এখন ভাই আমাদের এলাকার ছেলেদের জন্য কোন মাঠ নেই।

টিএনটি মাঠ ইন্দিরা রোড ক্রিয়া চক্রের আন্ডারে। মাঠের খুব অভাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.