![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।
একটা ছোট গল্প দিয়ে শুরু করি, এক লোকের বাসার সামনের রাস্তায় অনেক দিন থেকে ময়লা জমেছিলো। আশেপাশে আরো অনেক বাসা আছে কিন্তু এই দায়িত্ব টুকু কেইবা নিবে। অগত্যা বাধ্য হয়ে এলাকার এক বাড়ীওয়ালা শামশুর সাহেব নিজ কাঁধে দায়িত্ব তুলে নিলেন। তিনি তার নিজ পকেটের পয়সা খরচ করে রাস্তা পরিষ্কার করলেন। এবং অনেক দিনের ভোগান্তি থেকে বাচলো রাস্তার আশেপাশের বাড়ির মালিকগন।
এটা এক সাধারণ ঘটনা। কিন্তু আশেপাশের লোকদের কমেন্ট শুনুন।
প্রথম বাড়ীওয়ালা - উনি কি এবার নির্বাচন করবেন নাকি। না মানুষ রে দেখাইতেছেন। যতসব ন্যাকামি।
দ্বিতীয় বাড়ীওয়ালা - - সারাজীবন সরকারী চাকরী কইরা ঘুষ খাইছে এখন টাকা হালাল করছে।
তৃতীয় বাড়ীওয়ালা - উনারে এই কাম করতে কইছে কে? আমাদের কাছে টাকা চাইলে দিমু না। আমরা কি তারে এই কাজ করতে বলছি।
চতুর্থ বাড়ীওয়ালা - শামশুর সাহবে লোকটা ভালো কাজ করল।আসলে আমাদের এই রাস্তার সব বাড়ীওয়ালা যদি এক সাথে উদ্যোগ নিতাম তাহলে কাজটা হয়ে যেত। আমি শামশুর সাহেবের সাথে কথা বলবো তার যা খরচ হয়েছে আমিও আমার ভাগেরটা দিয়ে দিবো।
এক সমাজে বাস করি , এক দেশের লোক আমরা। কিন্তু মন মানসিকতা কত ভিন্ন রকমের। এর জন্য আমাদের নিজেদেরকে বদলাতে হবে না হলে আমাদের দ্বারা দেশ পরিবর্তন সম্ভব নহে।
৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৯
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভাই ১০০০% সহমত। আপনি দারুন বলেছেন।
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৮
কসমিক- ট্রাভেলার বলেছেন:
মানুষ আলোকিত হোক, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হোক, জীবনের লক্ষ্য পরিস্কার হোক। সততা ও দক্ষতার সমন্বয় হোক । সৃজনশীলতা ও কল্যাণচিন্তায় মেধা বিকশিত হোক। ধনী গরীবের বৈষম্যমুক্ত সমঅধিকার নিশ্চিত হোক, সবার স্বাধীন আত্ববিকাশের অধিকার সুরক্ষিত হোক।
সত্যিকারের চেতনা জাগ্রত হোক, অবিদ্যা ও কুসংস্কার দূর হোক। অন্যায় অবিচার, অমানবিকতা,দূষণ, ভেজাল ও দুর্নীতির কালো দরজা বন্ধ হোক। সাহসী পদক্ষেপ, ত্যাগ আর সত্যের দৃঢ়তায় জীবন কর্মময় হোক। প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হোক, প্রকৃতিবাদী জনদরদী সমাজ প্রতিষ্ঠিত হোক।
স্বধর্মচর্চা ও সাধনায় জীবন শুদ্ধ হোক। শিষ্টাচার, সুবচন ও বিশ্বাসের মাধ্যমে গড়ে উঠুক পারস্পরিক সম্পর্ক। আবেগ,মমতা,প্রেম-ভালবাসার সিক্ততায় সুখী হোক সবার পরিবার। সুস্থতা, প্রশান্তি, ব্যস্ততা আর সুখে ভরে উঠুক সবার জীবন। স্বাভাবিক মৃত্যুতে সবার আত্বা প্রশান্তচিত্তে ফিরে যাক তার আপন ঠিকানায়।